Home ত্রিপুরা কৈলাসহরে গাড়ী দুর্ঘটনায় আহত বারো নিহত এক বাগিচা শ্রমিক

কৈলাসহরে গাড়ী দুর্ঘটনায় আহত বারো নিহত এক বাগিচা শ্রমিক

by admin
0 comment 59 views

প্রতিনিধি কৈলাসহর:-বেপরোয়াভাবে গাড়ী চালিয়ে মনুভ্যালী চা বাগান থেকে বাগিচা শ্রমিকদের নিয়ে অনিলা যাওয়ার পথে গাড়ী দুর্ঘটনার কবলে পড়ে আহত ১২ নিহত একজন।বর্তমানে জেলা হাসপাতালে ভর্তি থাকা পাঁচ জনের মধ্যে একজন মৃত এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে ও একজনকে ভগবান নগর জেলা হাসপাতালে রেখেই চিকিৎসা করা হচ্ছে।মহারানী দাস (৫৫) ঘটনাস্থল থেকে হাসপাতালে আসার পথেই প্রান হারিয়েছেন। বাগিচা শ্রমিকরা মনুভ্যালী চা বাগান থেকে কাজ সেরে তাদের নিজ বাড়ি চন্ডিপুর অনিলা চা বাগানের আকতা পাড়ায় যাওয়ার পথে গাড়ি চালকের বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য গাড়ি কয়েক পাল্টি খায়।এর ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সকলে।তবে বাকিরা অল্পবিস্তর আহত হলে সামান্য চিকিৎসার পর বাড়ি চলে গেলেও পাঁচজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদিকে ঘটনার পরের TR05-B1621 বোলেরো পিকআপ গাড়ীর চালক ঢাকা দিয়েছে ঘটনাস্থল থেকেই।আহতদের দেখতে রাতেই হাসপাতালে ছুটে গেছেন মহকুমা শাসক প্রদীপ সরকার,মুখ্য চিকিৎসাধিকারীক ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ এবং চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সন্দীপ কূর্মী সহ অন্যান্যরা।

Related Post

Leave a Comment