Home » গাঁজা বাগান তছনছ করলো বিশালগড় থানার পুলিশ

গাঁজা বাগান তছনছ করলো বিশালগড় থানার পুলিশ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ।। গাঁজা বিরোধী অভিযান জারি রেখেছে বিশালগড় থানা। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে গাঁজা বাগানে অভিযান চালিয়ে সফলতা পায় বিশালগড় থানার পুলিশ। এদিন বিশালগড় থানাধীন বাথানমুড়া, রাঙামাটি, রামছড়ায় অভিযান চালায় পুলিশ টিএসআর এবং সিআরপিএফ বাহিনী। মোট ২৩ টি গাঁজা বাগানে হানা দেয় যৌথ বাহিনী। প্রায় ৪৮ কানি বাগানে প্রায় ২৪ হাজার গাঁজা গাছ কাটা হয়েছে বলে জানান বিশালগড় থানার ওসি তাপস দাস। তিনি জানান এদিনের অভিযানে টিএসআর ১১ নং ব্যাটালিয়ন এবং সিআরপিএফ এর ৭১ নং ব্যাটালিয়নের জওয়ানরা অংশ নেন। সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত অভিযান চলে। গাঁজা বাগানের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি তাপস দাস। এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment