Home » এক দেশ এক ভোট: আট সদস্যের কমিটিতে অমিত শাহের সঙ্গে অধীর চৌধুরী, আর কাকে কাকে নিল কেন্দ্র?

এক দেশ এক ভোট: আট সদস্যের কমিটিতে অমিত শাহের সঙ্গে অধীর চৌধুরী, আর কাকে কাকে নিল কেন্দ্র?

by admin

‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি রূপায়ণের কমিটিতে কারা কারা থাকছেন, শনিবার সেই নামের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। আগেই জানা গিয়েছিল, কমিটির নেতৃত্বে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ ছাড়া, আরও সাত জন সদস্যকে নিয়ে কমিটি গঠিত হচ্ছে। এই কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও থাকবেন গুলাম নবি আজাদ, এনকে সিংহ, সুভাষ সি কাশ্যপ, হরিশ সালবে এবং সঞ্জয় কোঠারী। অর্থাৎ, কোবিন্দকে নিয়ে মোট আট জন সদস্য থাকছেন ‘এক দেশ এক ভোট’ রূপায়ণ কমিটিতে।

গুলাম নবি আজাদ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০২২ সালে কংগ্রেস থেকে বেরিয়ে তিনি ডেমোক্রেটিভ প্রগ্রেসিভ আজাদ পার্টি গঠন করেন। এনকে সিংহ (নন্দ কিশোর সিংহ) ২০১৪ সাল থেকে বিজেপিতে। এর আগে তিনি বিহার থেকে রাজ্যসভায় জনতা দলের সাংসদ ছিলেন। সুভাষ সি কাশ্যপ লোকসভা সচিবালয়ের প্রাক্তন সদস্য। হরিশ সালবে দেশের প্রাক্তন সলিসিটর জেনারেল এবং সঞ্জয় কোঠারী প্রাক্তন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার।

কমিটির নেতা হিসাবে কোবিন্দের নাম শুক্রবারেই ঘোষণা করেছিল কেন্দ্র। শনিবার কমিটির বাকি সদস্যদের নামও প্রকাশ্যে এল। লোকসভা ভোটের আগে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করার তৎপরতা শুরু করেছে মোদী সরকার। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আগামী ১৮ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা ঘোষণা করেছেন। সেখানে অভিন্ন দেওয়ানি বিধির পাশাপাশি ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিল পাশ করানো হতে পারে বলে জল্পনা রয়েছে। সেই বিশেষ অধিবেশনেই কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি রিপোর্ট পেশ করতে পারে।

You may also like

Leave a Comment