Home » গন্ডাছড়া প্রেস ক্লাবে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারের নববর্ষের উপহার

গন্ডাছড়া প্রেস ক্লাবে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারের নববর্ষের উপহার

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ২ জানুয়ারি:- ইংরেজি নতুন বছরের প্রথম দিন গন্ডাছড়া প্রেস ক্লাবের হাতে নববর্ষের উপহার হিসেবে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার তথা ডিসিএম দিলিপ দেববর্মা কেরাম বোর্ড তুলে দেন। এদিন এই উপলক্ষে মহকুমা শাসক অফিসে ওনার কক্ষে মহকুমা সাংবাদিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। ডিসিএম দিলীপ দেববর্মা শুভেচ্ছা বিনিময় শেষে গন্ডাছড়া প্রেসক্লাবের কর্মকর্তাদের হাতে একটি বড় আকারের ক্যারাম বোর্ড তুলে দেন। সেখানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রামু দেবনাথ, রবি সিং, নারায়ন ত্রিপুরা, সমীর কপালী, চন্দন লাল রায়, অনিমেষ দাস। ট্রাভেল ওয়েলফেয়ার অফিসার দিলীপ দেববর্মা জানান খেলাধুলার মান উন্নয়নে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এসটি বয়েস হোস্টেল এবং এসটি গার্লস হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। তাতে করে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। তিনি আরো জানান আগামী কিছুদিনের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টেরও আয়োজন করা হবে। খেলাধুলার মান উন্নয়নে প্রেসক্লাবেরও একটা দায়িত্ব রয়েছে। তিনি আশা ব্যক্ত করে বলেন আগামী দিনে বিভিন্ন ধরনের খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে প্রেসক্লাব দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার তথা ডিসিএম দিলীপ দেববর্মা ভাল মানসিকতা সম্পূর্ণ একজন অফিসার। তিনি সম্প্রতি ঘটে যাওয়া মহকুমা এলাকার বন্যা আক্রান্ত পরিবারের পাশে তৎক্ষণাৎ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সত্যি তাহা প্রশংসার দাবি রাখে। দিলীপ বাবুর একের পর এক এহেন কাজে খুশি এলাকার সাধারণ মানুষ।

You may also like

Leave a Comment