প্রতিনিধি, গন্ডাছড়া ২ মার্চ :- সপ্তম উত্তর-পূর্ব উৎসবে এনএসএস এর সুবিচার অনুষ্ঠান l এই অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। উল্লেখ্য গত ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি আগরতলায় অনুষ্ঠিত হওয়া যুব উৎসবের শেষ তিন দিন টাউন হল ও নজরুল কলা খেতে আয়োজন করা হয়েছিল সুবিচার। পাঁচটি পর্বে অনুষ্ঠিত এই আয়োজনে আলোচনায় অংশগ্রহণ করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভকারানন্দ, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিশ্বাসের ভট্টাচার্য, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, বিশিষ্ট সঞ্চালক সিদ্ধার্থ শংকর চৌধুরী এবং সিপাড্ এর সহকারী অধ্যাপক ডক্টর রাজীব মালাকার । অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ও এনএসএস ইন্ডিয়া ।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উত্তর-পূর্ব ভারতের ২০০ জন এনএসএস স্বেচ্ছাসেবী ও ১৯ জন প্রোগ্রাম অফিসার। বৃহস্পতিবার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভারত সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা শ্রীমতি ভনিতা সুদ,এন এস এস জাতীয় কার্যালয়ের প্রোগ্রাম এডভাইজার স্যামুয়েল চেলিয়া, ইউথ অফিসার নকুলচন্দ্র দেউরী, রাজ্য এনএসএস আধিকারিক প্রবালকান্তি দেব ,জাতীয় পুরস্কারপ্রাপ্ত এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর ও সুমন বণিক ।অনুষ্ঠানের উপস্থাপনা করেন এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ। অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের বিকাশের বিভিন্ন দিক নিয়ে যুুবক-যুবতীর উৎসাহিত করেন।
127
previous post