প্রতিনিধি, বিশালগড়, ১ মার্চ।। কলমচৌড়া থানাধীন পুটিয়া বিওপির জিরো পয়েন্টে বিএসএফ এবং বিজিবির পতাকা বৈঠকে বাংলাদেশী পাচারকারী মোহাম্মদ আলামিনের মৃতদেহ হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে কলমচৌড়া থানার পুটিয়া ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে চিনি পাচার করতে আসে কুমিল্লার মোহাম্মদ আলামিন সহ আরও কয়েকজন। কর্তব্যরত বিএসএফ বাধা দিলে পাচারকারীরা বিএসএফের উপর আক্রমণের চেষ্টা করে। বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। গুলিবিদ্ধ হয় মোহাম্মদ আলামিন। তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত মোহাম্মদ আলামিনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কসবা ধানা এলাকায়। দীর্ঘদিন ধরে এসে সীমান্ত পাচার কাজে যুক্ত। শনিবার ময়নাতদন্ত শেষে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মোঃ আলামিনের মৃতদেহ হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কসবা থানার ওসি আব্দুল কাদের, বিজিবির লেফটেন্যান্ট কর্নেল কমান্ডেন্ট জিয়াউর রহমান। ভারতের পক্ষে ছিলেন কলমচৌড়া থানার এস আই অরুণ দেববর্মা,বিএসএফ ৪৯ নং ব্যাটেলিয়ান কমান্ডেন্ট অজিত কুমার । সীমান্তে চোরাচালান সহ অপরাধ দমনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আরো কঠোর ভূমিকা পালন করবে বলে পতাকা বৈঠকে সহমত পোষণ করেন বিএসএফ এবং বিজিবি।
বিএসএফ বিজিবির পতাকা বৈঠকে পাচারকারীর নিথর দেহ হস্তান্তর
244