প্রতিনিধি ধর্মনগর,, ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় ও ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হয় খেলো ধর্মনগর-২০২৪ । দেড় মাস ব্যাপী চলা খেলো ধর্মনগরের বিভিন্ন খেলার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল ১লা ফেব্রুয়ারি শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরে। সমাপ্তি দিনে সিনিয়র লীগের ক্রিকেট ম্যাচ দুইটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। যথাক্রমে রাইজিং সান এবং সোনালী শিবির এই দুই ক্লাবের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে ম্যাচটি সম্পন্ন হয়। প্রথম ইনিংসে রাইজিং সান ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে হারিয়ে ১৯৬ রানের টার্গেট দেয়। জবাব দিতে দ্বিতীয় ইনিংসে সোনালী শিবির মাঠে নামে। সোনালী শিবির ১০ উইকেট হারিয়ে ১১৪ রান করে রাইজিং সান এর কাছে হেরে যায়। রাইজিং সান এর খেলোয়ার ইকবাল হোসেন ১০২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়। অপরদিকে রাইজিং সানের জয় পাল দুর্ধর্ষ বোলিং করে। জয় ৪ ওভারে ১২ রান দিয়ে,১টি মেইডেন ওভার দিয়ে ৫ উইকেট সংগ্রহ করে।
ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে দেড় মাস ব্যাপী খেলো ধর্মনগরের বিভিন্ন খেলার সমাপ্তি দিনে সিনিয়র লিগের ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন।এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, খেলো ধর্মনগরের আহ্বায়ক শ্যামল নাথ, পুর পরিষদের কাউন্সিলারগণ সহ অন্যান্যরা।এই খেলা দেখার জন্য প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে বিবিআই মাঠ কোনায় কোনায় ভরে উঠে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এই খেলাকে উপভোগ করতে দেখা গেছে খেলা প্রেমীদের। স্কুল লীগের খেলায় শ্রেষ্ঠ বেটসম্যান হয় প্রদীপ পাল,শ্রেষ্ঠ বোলার প্রসেনজিৎ সেন,ম্যান অফ দ্যা সিরিজ প্রদীপ পাল। সিনিয়র ডিভিশনে শ্রেষ্ঠ বেটসম্যান হয় দিলীপ নাথ,শ্রেষ্ঠ বোলার জয় পাল,ম্যান অফ দ্যা সিরিজ ইকবাল হুসেন,শ্রেষ্ঠ ক্যাচ জয়দীপ দত্ত,স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্যা সিরিজ হয় সমশুভ্র দে,ফেয়ার প্লে এওয়ার্ড পায় ওয়ার্ড নং ২ । অত্যন্ত সফলতার মধ্য দিয়ে সম্পন্ন হল এই খেলো ধর্মনগর ২০২৪ ।
ত্রিপুরার অধ্যক্ষ শ্রী সেন ধর্মনগরে নিজেই ক্রিকেট খেলে উদ্বোধন করলেন সিনিয়র লীগের ক্রিকেট ম্যাচে ।।
25
previous post