Home » কৃষকদের সমস্যার সমাধানে উদ্যোগী মন্ত্রী টিংকু রায়

কৃষকদের সমস্যার সমাধানে উদ্যোগী মন্ত্রী টিংকু রায়

by admin

প্রতিনিধি কৈলাসহর:-অন্নদাতা কৃষকদের দীর্ঘ সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়।চাষবাসের সমস্যার কারনে ভালো ফলন হচ্ছেনা বহু বছর ধরে।কাউলিকুড়া হাওরের জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।বর্ষার সময় জল জমে থাকার কারণে ফসল উৎপাদনে বিঘ্ন ঘটত,যার ফলে কৃষকদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো।বহু বছর ধরে স্থানীয় বাসিন্দারা এই সমস্যার সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছিলেন। অবশেষে, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের আন্তরিক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান হতে যাচ্ছে।
কাউলিকুড়া হাওরের জল নিষ্কাশনের কাজ শিগগিরই শুরু হতে চলেছে,যা নিঃসন্দেহে এলাকার কৃষকদের জন্য এক স্বস্তির খবর।জানা গেছে,ঊনকোটি জেলার জেলা শাসকের ফান্ড থেকে প্রায় ৯৮ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এই প্রকল্পের জন্য।মন্ত্রীর উদ্যোগে জেলা শাসক দিলীপ কুমার চাকমা এই ফান্ডের অনুমোদন দিয়েছেন, যা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই জল নিষ্কাশন প্রকল্প বাস্তবায়িত হলে কাউলিকুড়া গ্রামের প্রচুর সংখ্যক কৃষক সরাসরি উপকৃত হবেন। জলাবদ্ধতা দূর হলে কৃষিজমিতে ফসল ফলানো সহজ হবে এবং জমির উর্বরতা বাড়বে।ফলে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে।সরকারের এই উদ্যোগ শুধু কাউলিকুড়া গ্রাম নয়,আশে পাশের এলাকাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।কৃষি উৎপাদন বাড়লে খাদ্য শস্যের যোগান বৃদ্ধি পাবে,যা বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। তাছাড়া, জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতির ফলে পরিবেশগত ভারসাম্যও রক্ষা হবে।

You may also like

Leave a Comment