Home » বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত কৈলাসহরে

বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত কৈলাসহরে

by admin

 প্রতিনিধি কৈলাসহর:- সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহর কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা ভিত্তিক অনুষ্ঠান।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য শ্যামল দাস।এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার,মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শীর্ষেন্দু চাকমা,রাষ্ট্রবাদী পেনশনার এসোসিয়েশনের কনভেনার মিনেশ্বর সিনহা ও আইনজীবী জয়দীপ দত্ত এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য জোতির্ময় পাল সহ অন্যান্যরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা।এই অনুষ্ঠানের মাধ্যমে ঊনকোটি জেলার বিশেষ চারজন ব্যাক্তি যাদের সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে তাদেরকে মানপত্র এবং পাঁচ হাজার টাকার চেক তুলে দিয়ে সংবর্ধিত করেন অতিথিরা।এরমধ্যে কুমারঘাটের ৯০ উর্ধো প্রবীণ মনীন্দ্র শীল,সত্তরোর্ধ্ব প্রবীনা মালাশ্রী সিনহা,সৃজনকলা ক্ষেত্রে হিমাংশু শর্মা এবং প্রতিকূল পরিস্থিতিতে সামাজিক কাজের জন্য রনধীর সেনকে সন্মানিত করা হয়।উল্লেখ্য যে,১৯৯০ সালের ১৪ই ডিসেম্বর প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল রাষ্ট্রসঙ্ঘে।সেই সিদ্ধান্তে মান্যতা দিয়ে পরবর্তীতে ১লা অক্টোবর ১৯৯১ সাল থেকে প্রবীণদের প্রতি সন্মান জানিয়ে গোটা বিশ্বে পালিত হয়ে আসছে এই দিনটি।বক্তব্য রাখতে গিয়ে সকলেই আজকের দিনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং পরিবারের বয়স্কদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের সেবা যত্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

You may also like

Leave a Comment