প্রতিনিধি , উদয়পুর :-বৈশাখের তীব্র তাপদাহে বেহাল অবস্থা হয়ে উঠেছে গোটা রাজ্যের সাথে গোমতী জেলার উদয়পুরের নাগরিকদের । সকাল গড়িয়ে দুপুর হতেই সম্পূর্ণ উদয়পুর শহরের বাজার ফাঁকা হয়ে পড়ে। এর ফলে ব্যবসা-বাণিজ্য এক প্রকার লাটে ওঠে । বৃষ্টির জন্য মানুষ থেকে শুরু করে জীবজন্তু পর্যন্ত একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজে বেড়াচ্ছিল প্রতিনিয়ত । এবার উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে বৃহস্পতিবার সকালে মাতারবাড়ি এলাকার মহিলারা মায়ের কল্যাণসাগর দিঘী থেকে কলস দিয়ে জল এনে মায়ের মন্দিরে প্রধান দরজার সামনে জল ফেলে মায়ের কাছে প্রার্থনা করেন বৃষ্টির জন্য। এদিন ১০২ কলস জল মায়ের দরজায় এনে জল ঢেলে প্রার্থনা শুরু হয়। আর তার কিছু মুহূর্তের পর ঘন অন্ধকারে মেঘ জমে ওঠে আকাশের মধ্যে । প্রথমে হালকা বৃষ্টিপাত শুরু হয় উদয়পুরে তারপর দুপুর গড়িয়ে বিকেল হতেই ঝমঝমিয়ে শুরু হয় বৃষ্টিপাত । স্বস্তির নিঃশ্বাস নেমে আসে গোটা উদয়পুরবাসীদের মধ্যে । এ বৃষ্টি বর্তমান সময়ে দাঁড়িয়ে গরমের হাত থেকে রক্ষা করেছে এদিন উদয়পুর কে। প্রতিদিন এই গরমের জন্য বহু মানুষ অসুস্থ হয়ে তখনও হাসপাতালে আবার কখনো বাড়িঘরের চিকিৎসা নেওয়া শুরু করেছিল। অন্যদিকে বিভিন্ন মিষ্টির দোকানে উদয়পুরে দই থেকে শুরু করে ঠান্ডা পানীয় খাওয়ার জন্য ভিড় জমে যেত এই গরমকে কেন্দ্র করে। কিন্তু আজকের দিনে এই ভারী বৃষ্টিপাত এক প্রকার শীতল বাতাস ও বৃষ্টির আনন্দ নিয়ে এসেছে গোটা উদয়পুরবাসীদের জন্য।
141