Home » বিশালগড়ে এমার্টের উদ্যোগে ছাতা বিতরণ

বিশালগড়ে এমার্টের উদ্যোগে ছাতা বিতরণ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২ মে।। তীব্র দহন যন্ত্রণায় ভোগছে আমজনতা । কিন্তু কাঠফাটা রোদ উপেক্ষা করে অন্নদাতা চাষীরা কাজ করেন জমিতে। তপ্ত দুপুরে রাজপথে কাজ করছে রিকশা শ্রমিক এবং ঠেলা শ্রমিক। রৌদ্র তাপ থেকে খানিকটা রেহাই দিতে তাদের পাশে দাঁড়ান আনন্দ মার্গ ইউনিভার্সেল রিলিফ টিম ত্রিপুরা শাখা । বিশালগড়ের উত্তর ব্রজপুর, আমবাগান, নারাউড়া, পূর্ব লক্ষীবিল, নোয়াপাড়া এলাকার প্রায় দুই শতাধিক চাষির হাতে ছাতা তুলে দেন আনন্দ মার্গ ইউনিভার্সেল রিলিফ টিমের সদস্যরা। এছাড়া তপ্ত দুপুরে রাজপথে কর্তব্য পালন করছে ট্রাফিক পুলিশ। এই পুুলিশ কর্মীদের হাতেও তুলে দেয়া হয় ছাতা। কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশালগড় আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ, এমার্টের সদস্য শতদল আচার্যী, সজল সূত্রধর, সঞ্জিত দেবনাথ, বাপি সাহা, তমাল চক্রবর্তী প্রমুখ। দুই দিন ধরে বিভিন্ন এলাকায় কৃষি জমিতে ঘুরে কর্মরত চাষীদের হাতে ছাতা তুলে দেন তারা। আনন্দ মার্গ স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ জানান কৃষকরা আমাদের পরম বন্ধু। ঝড় বৃষ্টি রৌদ্র উপেক্ষা করে সকলের খাদ্যের ব্যবস্থা করে চাষীরা। লকডাউন পরিস্থিতিতে সবাই যখন ঘরে ছিল তখনও চাষীরা মাঠে কাজ করেছে। বর্তমানে প্রখর রোদেও জমিতে কাজ করছে চাষীরা। তাই তাদের কাজের ক্ষেত্রে সাময়িক স্বস্তি দিতে ছাতা প্রদান করা হয়। এতে খুশি চাষী এবং শ্রমিকরা।

You may also like

Leave a Comment