Home » প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের জাম্বুরাস্থিত বাড়িতে আসলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়

প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের জাম্বুরাস্থিত বাড়িতে আসলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়

by admin

শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে বুধবার সকালে প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের জাম্বুরাস্থিত বাড়িতে আসলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়। উনি সাংবাদিক মানষ ভট্টাচার্যের বৃদ্ধ মা ও স্ত্রীর সাথে কথা বলেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মানষ ভট্টাচার্যের বিদেহী আত্মার সদগতি কামনা করেন। এইদিন উনার সাথে ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, খোয়াই মন্ডল সহসভাপতি প্রণব বিশ্বাস, পৌরপরিষদের কাউন্সিলার শিঙ্কু পাল সহ অন্যান্যরা। সকলেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য মঙ্গলবার রাত দশটায় হৃদরোগে আক্রান্ত হয়ে খোয়াই জেলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সাংবাদিক মানস ভট্টাচার্য।মানস দূরদর্শনের প্রতিনিধি হিসেবে খোয়াই জেলায় কর্মরত ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 43 বছর। মৃত্যুকালে বৃদ্ধ মা, স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে যায়। মানুষ ভট্টাচার্যের আকস্মিক প্রয়ানে শোকের ছায়া নেমে আসে গোটা খোয়াই জুরে ।

You may also like

Leave a Comment