
ধর্মনগর প্রতিনিধি।
বছরের প্রথম দিন অর্থাৎ সোমবার ধর্মনগরের দীননাথ নারায়নী বিদ্যামন্দিরের মাঠে বিকশিত ভারত যাত্রার উদ্বোধন হলো। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্ভোধন করে উদ্বোধক বিশ্ব বন্ধু সেন কেন কিছু কিছু জনেদের সমাজসেবক হিসাবে গণ্য করা হয় তা উদাহরণসহ উপস্থাপন করেন। তিনি ভারতবর্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে উন্নয়ন সাধিত হচ্ছে তার জন্য শাসক দল বিজেপি এবং নিজে এই দলের একজন সদস্য হওয়ায় গর্বিত বোধ করেন বলে জানান। ত্রিপুরার ইতিহাসে ১৯৮৮ সালে ভুল পছন্দের ফলে একটা দল রাজ্যে রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছিল। পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর এই দল যে গেছে তার আর পুনরাবৃত্তি হয়নি। তারপর ধর্মনগর একনাগারে ২৫ বছর যুবরাজ নগরে 30 বছর এবং কুর্তি কদম তলাতে এখনো ভুল পছন্দের একটা দল ক্ষমতাসীন হয়ে কাজ করে চলেছে। মানুষের কাছে সময় এসেছে মানুষ তাদের ভুল পছন্দ থেকে সরে গিয়ে সঠিক পছন্দ ঠিক করে সেদিকে ঝুঁকে উন্নয়নে শামিল হতে। ২০১৪ সাল থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার রয়েছে। কেন্দ্রে যদি নরেন্দ্র মোদি বাদে অন্য কোন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বিজেপি সরকারও থাকতো তবে এতটুকু উন্নয়ন হতো কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ভারতবর্ষের ইতিহাস দিনে দিনে পরিবর্তন হচ্ছে আমরা এখন অনেক সঠিক তথ্য জানতে পারছি। যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মহামানবী বলে আখ্যায়িত করা হয়েছিল এখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কয়েকজন মহামানবের থেকেও অনেক ঊর্ধ্বে কাজ করে চলেছেন। তাই মানুষকে সঠিক পছন্দ এবং সঠিক সময়ে করে উন্নয়নে সামিল হতে পরামর্শ দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।