প্রতিনিধি,গন্ডাছড়া ১লা ডিসেম্বর:- ১লা ডিসেম্বর আন্তর্জাতিক এইডস দিবস। গোটা দেশ তথা রাজ্যের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া মহকুমাতেও বৃহস্পতিবার বিশ্ব এইডস দিবস পালন করা হয়। সরকারি,বেসরকারি বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এদিন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের উদ্যোগে এক সচেতনতামূলক রেলির আয়োজন করা হয়। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সচেতনতামূলক এক রেলির মাধ্যমে গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলিতে গন্ডাছড়া মহকুমা আইন সেবা পরিষদের সদস্যরা সহ গন্ডাছড়া মহকুমা স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও অংশগ্রহণ করেন। সেখানে আলোচনা করতে গিয়ে গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক সংসদের সম্পাদক প্রবীর চক্রবর্তী বলেন এদিনের রেলির আসল উদ্দেশ্য হল জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। তিনি বলেন এইচআইভি বা এইডস এর মত ভয়ানক মারাত্মক বিধির জন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা করা দরকার বা এইডস রোগীরা যে এই সমাজে বিচ্ছিন্ন না, তাদেরকে যাতে খাটো করে না দেখা হয় এই সমস্ত বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মূলত এদিনের এই সচেতনতা মূলক রেলি বলে তিনি জানান।
111