প্রতিনিধি। তেলিয়ামুড়া । ১লা সেপ্টেম্বর।নর্থ-ইস্ট জোন ইনটার স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে নেতাজি চৌমুহনিস্থিত এনআরসিসি তে। আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরাসহ আটটি রাজ্য এই টুর্নামেন্টে ব্যাডমিন্টন খেলোয়াড়বা অংশ নেবে। টুর্নামেন্টে ভারতের অনেক আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের খেলা দেখতে পারবে রাজ্যের মানুষ। রাজ্য ব্যাডমিন্টন এসোসিয়েশনের ওয়ার্কিং সভাপতি তথা রাজ্যের অন্যতম ক্রীড়া সংগঠক রতন সাহার পরামর্শ এবং তত্ত্বাবধানে , রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে এই ব্যাডমিন্টনের আসরের জন্য প্রস্তুতি। ইতিমধ্যেই আসরের জন্য প্রস্তুতি প্রায় চূড়ান্ত। প্রস্তুত এনআরসিসির ইনডোরে ব্যাডমিন্টনের কোর্ট। সাজিয়ে তোলা হয়েছে এন আরসিসি এলাকাকে। রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপক সাহা এবং কোশাধ্যক্ষ প্রশান্ত দাস জানান, নর্থ ইস্ট জোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ- ২৫ চৌঠা সেপ্টেম্বর বেলা ১১ টায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডাক্তার মানিক সাহা টুর্নামেন্টের উদ্বোধন করবেন। আমন্ত্রণ জানানো হয়েছে অল ইন্ডিয়া ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি তথা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কেও। টুর্নামেন্টে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্য থেকে আড়াই শতাধিক খেলোয়াড় অংশ নেবে। ইতিমধ্যেই রাজধানী আগরতলার বিভিন্ন নামিদামি হোটেলে খেলোয়ারদের থাকার জন্য রুম বুকিং হয়ে গেছে।
এদিকে, নর্থইস্ট জোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ- ২৫ এ খেলার জন্য রাজ্যের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ১৬ জন খেলোয়ার কে মনোনীত করেছে। আন্ডার ১৯ এবং সিনিয়র বিভাগে খেলা গুলি হবে।রাজ্যের ব্যাডমিন্টন নক্ষত্র আরকে মনোজিৎ সিং, রূপশ্রী নাথরা গত ১৫ দিন ধরেই এনআরসিসি তে ব্যাডমিন্টন ইনডোর হলে প্রস্তুতি নিচ্ছে। আগামী ৩ সেপ্টেম্বর সাতটি রাজ্যের খেলোয়াড় এবং কর্মকর্তারা আগরতলায় পৌঁছে যাবে। ইতিমধ্যেই রাজ্যের খেলা প্রেমীদের মধ্যে টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকদিন পর রাজ্যে এত বড় একটি খেলার আসর বসতে যাচ্ছে। আন্তর্জাতিক মানের খেলোয়ারদের খেলা দেখার জন্য অধীর আগ্রহ রয়েছে খেলা প্রেমীরা।
নর্থইস্ট জোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ -২ ৫এর জন্য প্রস্তুত এনআরসিসির ইনডোর হল।
19
previous post