শান্তিরবাজার প্রতিনিধি : বর্তমানসময়ে যুবসমাজ খেলাধূলাছেরে বিভিন্ন নেশারকরলগ্রাসে আশক্তহয়েপরছে। যুবসমাজকে সঠিকপথে ফিরিয়েআনতে ও যুবকদের শারিরিক ও মানসিক বিকাশেরজন্য বিশেষ গুরুত্বদিয়েছে রাজ্যসরকারের ক্রীড়া দপ্তর। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় শান্তির বাজার মহকুমায় বিভিন্ন ইভেন্টের খেলাধূলা অনুষ্ঠীত হচ্ছে। বিগতদিনে আগরতলা শহর এলাকায় এইধরনের খেলাধূলা সীমাবদ্ধছিলো। বর্তমানসময়ে রাজ্যসরকারের অক্লান্ত প্রচেষ্টায় গ্রাম এলাকার যুবক যুবতিরাও এই খেলাধূলায় অংশগ্রহনের সুযোগসুবিধা পাচ্ছে। শুক্রবার শান্তিরবাজার মহকুমার বগাফা দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের ও ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যৌথ উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেযন অনুষ্ঠান অনুষ্ঠীত করাহয়। বৃক্ষের মধ্যে জলদিয়ে আজকের অনুষ্ঠানের শুভসূচনা করেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক মনোজকুমার সাহা, ক্রীড়া দপ্তরের দক্ষিন জেলার এসিটেন্ট ডাইরৈক্টার মিহির শীল, শান্তির বাজার মহকুমার ক্রীড়াদপ্তরের পোগ্রাম অফিসার সজল চক্রবর্তী, শান্তির বাজার মহকুমার ক্রীড়া দপ্তরের স্কুল স্পোর্টস বোর্ডের সেক্রেটারী চন্দন দাস, পূর্ব বগাফা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা রানি দাস, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা। আজকের এই খেলায় অ্যাথলেটিকস ও ফুটবল অনুর্ধ ১০ বছর বালক বালিকা, খো- খো ও কবাডি অনুর্ধ ১৪ বছর বালক ও বালিকা এই ইভেন্টের মধ্যে খেলা অনুষ্ঠীত হয়। আজকের এই খেলায় শান্তির বাজার মহকুমার সবকয়টি স্কুলথেকে মোট ৩১২ জন ছাত্র ছাত্রী অংশগ্রহন করে। খেলায় অংশগ্রহনকারী মধ্যে বিভিন্ন ইভেন্টে যে সকল বালক ও বালিকা জয়ীহয়েছে তাদেরহাতে পুরষ্কার তুলেদিলেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন উদ্ভোধক তথা শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য ও দক্ষিন জেলার ক্রীড়া দপ্তরের এসিটেন্ট ডাইরেক্টার মিহির শীল।
বগাফা দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে অনুষ্ঠীতহয় মহকুমাভিত্তিক ক্রীড়া প্রতিভা অন্বেযন অনুষ্ঠান ২০২৫
by admin
written by admin
106
previous post