প্রতিনিধি, গন্ডাছড়া ২৮ ফেব্রুয়ারি:- ধলাই জেলার গন্ডাছড়া বাজারে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতল বিশিষ্ট আধুনিক কৃষি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, সমাজসেবী পতিরাম ত্রিপুরা, ধন্য মানিক ত্রিপুরা, ডুম্বুর নগর ব্লক চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা, কৃষি দপ্তরের ডিরেক্টর ড. ফনিভূষণ জমাতিয়া, গন্ডাছড়া মহকুমা শাসক চন্দ্র জয় রিয়াং, মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দ্র কুমার রিয়াং, গন্ডাছড়া এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নকল জয় ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্য সরকার কৃষকদের সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হবে। তিনি বলেন, “কোনো জমি যেন পতিত না থাকে। যদি ধান চাষ সম্ভব না হয়, তবে অন্য ফসল, ফল বা সবজি চাষ করা উচিত।”
তিনি আরও বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার গ্রাম, গরিব ও কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি মনে করেন, “কৃষকের উন্নতি হলেই দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব।”
মন্ত্রী বলেন, গন্ডাছড়া এখন আর প্রত্যন্ত এলাকা নয়। ধারাবাহিক উন্নয়নের ফলে এটি এখন যেকোনো মহকুমা শহরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নতুন কৃষি মার্কেট স্থানীয় কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে মন্ত্রী এক কৃষকের পা ছুঁয়ে প্রণাম জানান এবং বলেন, “কৃষকরা আমাদের অন্নদাতা, তাই তাদের যথাযথ সম্মান জানানো উচিত।”
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এদিন স্থানীয় দুইজন সুবিধাভোগীর মধ্যে দুটি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়। মন্ত্রী নবনির্মিত বাজারটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানান, যাতে এটি দীর্ঘদিন কৃষকদের উপকারে আসে।
নতুন এই বাজারের ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারবেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং ন্যায্য মূল্য নিশ্চিত হবে। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গন্ডাছড়ায় কৃষি উৎপাদিত পণ্য বিক্রির অত্যাধুনিক বাজার উদ্বোধন
107
previous post