Home » আইটি সেলের উদ্যোগে জলছত্র উদয়পুরে

আইটি সেলের উদ্যোগে জলছত্র উদয়পুরে

by admin

প্রতিনিধি , উদয়পুর :-গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদহ । এর ফলে মানুষের জীবন জীবিকা থমকে গিয়েছে । গরমের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়। সকাল গড়িয়ে দুপুর হতেই উদয়পুর শহরে জন মানব শূন্য হয়ে পড়ে একমাত্র তীব্র গরমের কারণে । পথ চলতি সাধারণ মানুষকে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এবার শাসক দল বিজেপির গোমতী জেলা আইটি সেল ও আর কে পুর মন্ডলের উদ্যোগে যৌথ উদ্যোগে জলছত্র করা হয় উদয়পুর রমেশ চৌহমুনীতে মঙ্গলবার দুপুরে । জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা রাজ্যের আইটি কনভেনার চন্দন দেবনাথ , পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, মন্ডল সভাপতি প্রবীর দাস সহ প্রমূখ । এইদিনের জলছত্র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইটি কনভেনার চন্দন দেবনাথ বলেন , রাজ্য তীব্র দাবদাহ চলার ফলে মানুষের জীবন দুর্বিষহ অবস্থা । তাই দলীয়ভাবে সিদ্ধান্ত করা হয়েছে রাজ্যের সর্বত্র এই ধরনের ঠান্ডা পানীয় ও তরমুজ দেওয়া হবে সাধারণ মানুষকে । তাই কাটা ফল ও ঠান্ডা পানিও খাওয়ানো হচ্ছে রাস্তার ধারে। এর থেকে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ। ‌ এই জলছত্র অনুষ্ঠানকে কেন্দ্র করে আইটি সেলের দলীয় কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment