প্রতিনিধি। তেলিয়ামুড়া। ১৫ই ডিসেম্বর।তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বন্য হাতির আক্রমণ প্রতিনিয়ত বেরেই চলেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে হাতি আক্রান্তিত বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে।
একই রকম ভাবে গতকাল শেষ রাতের দিকে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বন্যহাতি তাণ্ডব লীলা সংগঠিত করে। একের পর এক কৃষকের সবজি ক্ষেত থেকে শুরু করে বাড়ি ঘরে প্রতিনিয়ত হাতির আক্রমণ নিত্য নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। গত রাতের ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় একাধিক প্রান্তিক কৃষকের সবজি ক্ষেত গুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এছাড়াও একাধিক বাড়িতে হাতি রাতের আঁধারে আক্রমণ সংঘটিত করে প্রচুর পরিমাণে ধান যেমন খেয়েছে পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামগ্রীও হয়েছে।
এই সংক্রান্ত বিষয়ে এলাকার একাধিক সাধারণ মানুষের সাথে কথা বললে তাদের দাবি বিগত প্রায় ১০ থেকে ১৫ বছর যাবত এই হাতির সমস্যা নিরন্তর ভাবে বেড়ে চলেছে, তাদের এটাও দাবি প্রশাসন থেকে একাধিকবার এই সমস্যার সমাধান কল্পে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না। একই এলাকার জনৈক মিন্টু ভৌমিকের দু-দুটি গবাদি পশু প্রায় বছরখানেক আগে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যু মুখে পতিত হওয়ার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে বন দপ্তরের কর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন, তবে ক্ষতিগ্রস্ত মিন্টু বাবুর দাবি হচ্ছে প্রায় এক বছর হতে চললেও শুধু আশ্বাস মিলেছে, ক্ষতিপূরণ এখনো পান নি।
অর্থাৎ সবমিলিয়ে দাবি করা যায় যেভাবে প্রতিনিয়ত কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর সহ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়েই চলেছে তার পরিপ্রেক্ষিতে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, অনতিবিলম্বে প্রশাসনকে কার্যকরী এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে , এমনটাই দাবি এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের।
দেশ
বাঁশ ভিত্তিক কলেজের শিলান্যাস করলেন মন্ত্রী এটি ভারতের প্রথম বাঁশ ভিত্তিক কলেজ হতে যাচ্ছে
প্রতিনিধি মোহনপুর:- কাঠিয়ে বাবা কলেজ অফ বাম্বু টেনলো এন্ড ম্যানেজমেন্টের শিলান্যাস হল বুধবার। পাঠিয়ে বাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে এই কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভারতবর্ষে এই প্রথম বাসভিত্তিক কলেজের শিলান্যাস হলো বুধবার। ত্রিপুরায় এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনের এক মাইলফলক।
সিমনার কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি পরিচালিত কাঠিয়া বাবা মিশন স্কুল কাতলামারার গুন্ডি পেরিয়ে মোহনপুর, ধর্মনগর এবং রাজ্যের বাইরে ইতিমধ্যে পথ চলা শুরু হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে কলেজ। কাঠিয়ে বাবা চ্যারিটেবল সোসাইটির সেক্রেটারি মান্না রায় বলেন বাশভিত্তিক এই কলেজ গোটা ভারতবর্ষে এই প্রথম হতে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এই কলেজ থাকলেও ভারতবর্ষে বাঁশ ভিত্তিক কোন কলেজ নেই। আগামী ১০ থেকে ১২ বছরের মধ্যে ইউনিভার্সিটি করার ও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মান্না রায়।
অন্যদিকে বৃষ কেতু দেববর্মা বলেন কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি যেভাবে কাজ করছে তার প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন এই প্রতিষ্ঠান আগামী দিনের খুব ভালোভাবে পরিচালনা করার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তিনি এগিয়ে আসবেন। তিনি রাজ্যের ছেলেমেয়েদের আহ্বান করেছেন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাতে এগিয়ে আসতে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, রাজ্যের প্রাক্তন আইজিপি বিকে রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
প্রতিনিধি , উদয়পুর :- গোমতী নদী থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয় । ঘটনা সোমবার দুপুর সাড়ে বারোটায় কাকড়াবন থানার অন্তর্গত আমতলী এলাকায় ।
ঘটনার বিবরণে জানা যায় , গত বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে উদয়পুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ৪৫ বছরের সমীর সাহা নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন । বাড়ির অন্যান্য সদস্যরা তাকে খোঁজ করে না পাওয়ার পর রাধাকিশোরপুর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেছিলেন। কিন্তু পাঁচ দিনের মাথায় আমতলী গোমতী নদীতে গ্রামবাসীরা পচাগলা মৃতদেহ কিছু আবর্জনার সাথে জলের মধ্যে পড়ে থাকতে দেখে। পরে খবর দেওয়া হয় কাকড়াবন থানায় । পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে ছুটে যায় । জানা যায় পুলিশ ঘটনার তলে পৌঁছে রাধা কিশোরপুর থানায় এই মৃত্যুর বিষয়ে জানানোর পর সমীরের বাড়ির অন্যান্য সদস্যদের কে খবর দেয় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে আমতলী গোমতী নদীতে । মৃতদেহটি সনাক্তকরণ করতে হবে । এই ঘটনার খবর পেয়ে সমীরের ভাই দীপঙ্কর সাহা ঘটনাস্থলে পৌঁছে ভাইয়ের দেহ দেখতে পেয়ে মৃতদেহটিকে সনাক্ত করে। এই ধরনের মৃত্যুর ঘটনা রীতিমত বাকরুদ্ধ হয়ে পড়ে ভাই দীপঙ্কর । পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান , সমীর সাহা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিন্তু এইভাবে ভাইয়ের মৃত্যু তাকে দেখতে হবে তা কখনোই তিনি বিশ্বাস করতে পারছেন না নিজেকে । পরে কাকরাবন থানার ওসি রাজীব ভৌমিক জানান , মৃতদেহটি উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্ত করার জন্য । তার কারণ এই মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কিনা গোটা ঘটনার তদন্ত করবে পুলিশ । এই মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তে উদয়পুর শহর এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
অপরদিকে , কাকড়াবন থানা সূত্রে জানা যায় , তুলামুড়া যাত্রী শেড ঘরে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে । কিন্তু কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানা যায়, পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ট্যাপোনিয়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় । একই দিনে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কাঁকড়াবন জুড়ে।
প্রতিনিধি কৈলাসহর:-বাংলাদেশের হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতনের ঘটনায় অসুরক্ষিত হয়ে পড়ছে হিন্দুরা।জামাত এবং বিএনপির অত্যাচারে কয়েক লক্ষ হিন্দু গৃহহীন।বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণ এবং নির্যাতনের প্রতিবাদে আগামীকাল ত্রিপুরার কৈলাসহরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে হিন্দু ঐক্য মঞ্চ। চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন ট্রাইজংশন থেকে শুরু হয়ে এই প্রতিবাদ রেলি কৈলাসহর প্রেস ক্লাব সংলগ্ন আরকেআই ময়দানে গিয়ে শেষ হবে।আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরুণ নেতা ও আইনজীবী সন্দীপ দেবরায় বলেন,বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নতুন কিছু নয়,তবে সাম্প্রতিক ঘটনাগুলো বিশেষভাবে উদ্বেগজনক। মন্দিরে হামলা,দেব-দেবীর মূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু ধর্মীয় নেতাদের হয়রানি চলছে।সনাতনী ধর্ম প্রচারক চিন্ময় প্রভূকে অন্যায়ভাবে আটক করা হয়েছে,যা ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন।
তিনি আরও জানান,এই প্রতিবাদ সমাবেশ শুধু একটি আন্দোলন নয় বরং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর এক প্রয়াস। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানিয়ে তিনি বলেন,চিন্ময় প্রভূর নিঃশর্ত মুক্তি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে।
সাংবাদিক সম্মেলনে বিজয় দাস ও অজয় দাস সহ মঞ্চের আরও সদস্যরা উপস্থিত ছিলেন।বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনা দীর্ঘদিনের। ২০২১ সালের কুমিল্লার দুর্গাপূজায় কোরআন শরীফের ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর,নোয়াখালী এবং রংপুরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।২০২৩ সালে খুলনায় জমি বিরোধে হিন্দু পরিবারের ওপর হামলা এবং রংপুরে গুজবকে কেন্দ্র করে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো এই চিত্র আরও পরিষ্কার করে।হিন্দু ঐক্য মঞ্চের তরফ থেকে কৈলাসহরের প্রতিটি নাগরিককে আগামীকাল বেলা ১২টায় চণ্ডীপুর ট্রাইজংশনে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধি, উদয়পুর :- ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতঘর । ঘটনা শনিবার রাত আনুমানিক প্রায় আটটা নাগাদ । ঘটনার বিবরণে জানা যায় , গোমতী জেলা উদয়পুর মহকুমা অন্তর্গত মুড়াপাড়া পঞ্চায়েতের অধীন অমর সরকারের স্ত্রী লক্ষ্মী সরকার তার নিজের মেয়েকে নিয়ে জামজুরি বাজারে যায় । তার কিছু মুহূর্তের মধ্যে হঠাৎ একটি রান্নার গ্যাসের সিলিন্ডার শব্দ শুনতে পায় গ্রামবাসীরা । এই সিলিন্ডারের একটি অংশ পাশের বাড়ির প্রায় ৫০ মিটার দূরে গিয়ে পড়ে তার সঙ্গে আরও একটি সিলিন্ডার ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে । আশেপাশে লোকজন খবর দেয় বাড়ির মালিক কে এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের । অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ছুটে আসে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এবং পালাটানা পাওয়ার হাউসের একটি ইঞ্জিন মোট চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়ির মালিক লক্ষ্মী সরকার জানান , ঘর থেকে কোন কিছুই বের করা সম্ভব হয়নি। বাড়ির মালিক জানান প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ ও কিছু স্বর্ণালংকার ছিল। শীতের রাতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে । ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে যান বিধায়ক অভিষেক দেবরায়।
প্রতিনিধি, উদয়পুর :- ত্রিপুরা রাজ্যের অন্যতম স্বর্ণ শিল্প প্রতিষ্ঠান স্বর্ণ কমল জুয়েলার্স ( আগরতলা ও উদয়পুর ) এর দুর্গাপূজা ও ধানতেরাসের ডেইলি লাকি ড্র ও মেগা লাকি ড্র ও বাম্পার লাকি ড্রতে বিজয়ী ক্রেতা বন্ধুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর শোরুমে । বিজয়ী ক্রেতা বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানকে আলোকিত করে মোট তিনজন দশ গ্রাম করে মেগা লাকি ড্রতে সোনার নেকলেস ( দুর্গাপূজা ও ধনতেরাস উৎসব মিলিয়ে) । বাম্পার লাকি ড্র তে হীরের নেকলেস জিতেন ধনতেরাস উৎসব বিজয়ী । দূর্গা পূজাতে প্রতিদিন লাকি ড্রতে হোম এপিলেন্স ২২ জন আগরতলা , ১১ জন উদয়পুরের বিজয়ী হন । ধনতেরাসে প্রতিদিনের লাকি ড্র তে আগরতলা ২৪ জন গোল্ড কয়েন ও উদয়পুরে ১২ জন বিজয়ী হন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ ও সংস্থার ডাইরেক্টর জয় নাগ ও দীবাকর নাগ সংস্থার মুখপাত্র সুরজিৎ চক্রবর্তী । স্বাগত ভাষণে সংস্থার ২৪ বছরের যাত্রার নানা দিক তুলে ধরেন ও আগামী দিনে এই পথ চলাতে সকল ত্রিপুরাবাসীর ভরসা ও বিশ্বাসের উপর জোর দেন । সকল ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব উপলক্ষে উপস্থিতির জন্য ।
প্রতিনিধি। তেলিয়ামুড়া। ৮ই ডিসেম্বর।ধামাইল আমাদের গ্রাম ত্রিপুরা বা গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতির সাথে ঐতিহ্যগতভাবেই জড়িত। আধুনিক এই সময়েও প্রায় প্রতিটা মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গুরুত্বের সাথে তার স্থান করে নেয়। কিন্তু অস্বীকার করার উপায় নেই কালের বিবর্তনে এই চিরাচরিত ঐতিহ্যশালী ধামাইল বর্তমানে চ্যালেঞ্জের মুখে বা অনেকটাই বিলুপ্ত হওয়ার পথে।
এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর ধামাইলকে পুন: জাগরিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো তেলিয়ামুড়াতে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা শুরু হয়েছে। ব্যাপক সারম্বরে এবং সাধারণ মানুষের উচ্ছাসকে পুঁজি করে দুদিনব্যাপী ধামাইল উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন-পর্ব আজ সম্পন্ন হয় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্র প্রাঙ্গণে। এই মহতী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশ নিচ্ছে শিল্পীরা।আজ দুপুর একটায় সংস্কৃতি অনুরাগীদের সাথে রেখে উদ্বোধনী পর্বকে আলোকিত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভাইস চেয়ারমেন সব্রত চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তবা রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যানী সাহা রায় বলেন,আমাদের জাতির বা সভ্যতার এগিয়ে চলার পথে ধামাইলের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম। আধুনিক সময়ে যাতে কোনভাবেই ধামাইলের মত ঐতিহ্যশালী সংস্কৃতি হারিয়ে না যায়, তার জন্য রাজ্য সরকার এই যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগ ব্যাপকভাবে ইতিবাচক ফল বহন করে আনবে এই আশা প্রকাশ করার পাশাপাশি কল্যানী সাহা রায় আগামী দিনে সকলের সহযোগিতায় এই প্রকারের উদ্যোগগুলো বাস্তবের মাটিতে সাফল্যমন্ডিত হবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়াও এই আয়োজন মঞ্চে ব্যাপক উৎসাহের সাথেই গোটা খোয়াই জেলার বরেণ্য কবি সাহিত্যিকদের দ্বারা কবি সম্মেলন এবং আলোচনা সভা যেমন আয়োজিত হয়, ঠিক একই রকম ভাবে কবি গানের আসর, সবমিলিয়ে বলা চলে দুদিনের এই জম জমাটি আয়োজন থেকে অন্য বার্তা দেওয়ার জন্য প্রস্তুত রাজ্য সরকার তথা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
সিস্টার ভগিনী নিবেদিতার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের অর্থমন্ত্রী
প্রতিনিধি, উদয়পুর : উদয়পুর ভগিনী নিবেদিতা গার্লস স্কুলে বিদ্যালয়ের প্রাক্তনী কমিটির উদ্যোগে সিস্টার ভগিনী নিবেদিতার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায়,পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদিব সরকার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা সমবেত নৃত্য পরিবেশন করেন। পরে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । পরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়ে যারা ভালো স্থান করে নিয়েছে বিশেষভাবে পুরস্কার দেওয়া হয় অর্থমন্ত্রী এবং জিলা পরিষদের সভাধিপতির হাত ধরে । এদিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন , ভারত মাতার সন্তান না হয়েও ভারত মাতার কন্যা রূপে, সকলের ভগিনী রূপে আমাদের সেবা করে গেছেন, আমাদের সকল দুঃখ আচল পেতে কুরিয়েছেন, সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দের মহান ভারতবর্ষের স্বপ্নকে বাস্তবে রূপবান করার কান্ডারী যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সিস্টার নিবেদিতা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অর্থমন্ত্রী জানান এই বিদ্যালয়ে বর্তমানে হল ঘরের একটি সমস্যা রয়েছে । তা খুব শীঘ্রই সমস্যা সমাধান করা হবে । পাশাপাশি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য নতুনভাবে যে দালান ঘর তৈরী করা হচ্ছে। সে কাজটি বর্তমানে কেন বন্ধ রয়েছে তা নিয়ে শনিবার দুপুরে গোটা বিষয়টির জন্য খোঁজ নেওয়া হবে বলে তিনি মঞ্চ থেকেই জানিয়ে দেন সকলের উদ্দেশ্যে। এদিনের অনুষ্ঠান কে কেন্দ্র করে ব্যাপক সারা লক্ষ্য করা যায় বিদ্যালয়ের বর্তমান বিদ্যালয় ছাত্রী এবং প্রাক্তনী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ।
প্রতিনিধি, উদয়পুর :- শীতের রাত যত গভীর হতে থাকে তত চোরা কারবারিদের অবৈধ ব্যবসার আদান-প্রদান বাড়তে থাকে উদয়পুরের বুক চিরে যাওয়া জাতীয় সড়কের ওপর দিয়ে। অবৈধভাবে কোন সামগ্রী যাতে না যেতে পারে তার জন্য গোমতী জেলার পুলিশ সর্বত্র করা নজরদারি চালিয়েছে রাতের আধারে। এবার বাগমা ফাঁড়ি থানার ওসি সমর দাস ফাঁড়ি থানার নাকা পয়েন্টে পুলিশ বাহিনী নিয়ে শীতের ঘন কুয়াশার মধ্যে পশ্চিম জেলা , সিপাহীজলা জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে যে সকল ছোট বড় গাড়ি আসা-যাওয়া করছে জাতীয় সড়ক ধরে । সে সকল গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে । ব্যাপকভাবে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও সঠিক কাগজপত্র গাড়ি রয়েছে কিনা এবং বিভিন্ন বহি:রাজ্যের মালবাহী গাড়ি দিয়ে অবৈধ কোন মালপত্র অন্য মহকুমায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা ? সেই সকল বিষয় নজর রেখে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ওসি সমর দাস । বাগমা ফাঁড়ি থানা সামনে পুলিশের এই ধরনের তল্লাশি অভিযানের ফলে অবৈধ ব্যবসার সাথে জড়িত একশ্রেণীর মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়বে বলে মনে করছে সচেতন মহল ।
প্রতিনিধি কৈলাসহর:-জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে রাধাকিশোর ইনস্টিটিউশনে শুরু হয় দু’দিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং এক দিনের সেমিনার।অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনা জাগানো এবং সৃষ্টিশীল উদ্ভাবনকে উৎসাহিত করা।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়,জেলা শিক্ষা আধিকারীক প্রশান্ত কিলিকদার এবং রাধাকিশোর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নীতিশ বিশ্বাস।
বক্তরা তাদের বক্তব্যে উপস্থিত ছাত্রছাত্রীদের সতর্ক করে বিজ্ঞানের অপব্যবহার থেকে দূরে থাকার জন্য এবং উৎসাহিত করেন বিজ্ঞানের ইতিবাচক দিকগুলো ব্যবহার করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে।মন্ত্রী টিংকু রায় ছাত্রছাত্রীদের উদ্দেশে বিজ্ঞানমনস্ক হওয়ার বার্তা দেন।বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুধুমাত্র শিক্ষার্থীদের মেধার প্রকাশের মঞ্চ নয়,এটি তাদের ভবিষ্যৎ উদ্ভাবকের পথে এক শক্তিশালী পদক্ষেপ।