প্রতিনিধি, বিশালগড় , ২৮ জানুয়ারি।। সিপাহিজলা জেলার তামাক নিয়ন্ত্রণ কক্ষ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে জেলাভিত্তিক তামাকমুক্ত গ্রাম ঘোষণার পদক্ষেপ হিসেবে এক দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। বিশ্রামগঞ্জে জেলা স্বাস্থ্য আধিকারিকের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে ২১ টি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন । সচেতনতার মাধ্যমে তামাকের কুফল গুলো জনসমক্ষে নিয়ে গ্রামকে তামাকমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা করেছেন সিপাহীজলা জেলার তামাক নিয়ন্ত্রণ কক্ষের আধিকারিক গৌতম দেব । অনুষ্ঠানে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: দেবাশীষ দাস ছাড়াও উপস্থিত ছিলেন আধিকারিক ডঃ দীপ দেববর্মা । ট্রেনিংয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান, সহ উপপ্রধান এবং সদস্য বৃন্দ সহ অন্যন আধিরিকরা উপস্থিত ছিলেন।
ত্রিপুরা
প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে ছাত্ররাও সঠিক পদক্ষেপ নিতে পারে তা প্রশিক্ষণ ধর্মনগরে।।
প্রতিনিধি ধর্মনগর,,আজ সকাল ১১টা নাগাদ ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে একটি গুরুত্বপূর্ণ বিপর্যয় মোকাবিলা সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর জিনিয়াস দেববর্মা, বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন, অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিক ও টি এস আর বাহিনীর প্রতিনিধি।সেমিনারে ছাত্রছাত্রীদের বিপর্যয় মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন করা হয়। প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে বিশদে আলোচনা হয়। অনুষ্ঠানটি পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন ও অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ও সচেতনতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত হয়।
প্রতিনিধি ধর্মনগর,, এক গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফের ১০২ এম্বুলেন্সে সন্তান প্রসব। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর বিধানসভা এলাকায়। জরুরী অবস্থায় এম্বুলেন্সেই গর্ভবতী মহিলার সন্তান প্রসব করে আবারো নজির গড়লেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ১০২ এম্বুলেন্সে কর্মরত ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবু নাথ। ঘটনার বিবরণে যানা যায় ২৮শে জানুয়ারি মঙ্গলবার সকালে গর্ভবতী ওই মহিলাকে বাড়ী থেকে এম্বুলেন্সে করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই মহিলার শারিরীক অবস্থার বেগতিক ঘটে। ফলে বাধ্য হয়ে জরুরী অবস্থায় মাঝ রাস্তায় এম্বুলেন্সেই সন্তান প্রসব করান কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের ১০২ এম্বুলেন্সে কর্মরত ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবু নাথ। উনার এই দক্ষতাকে সাধুবাদ জানান উপস্থিত সকলে ও কাঞ্চনপুর হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে মা ও সন্তান কাঞ্চনপুর হাসপাতালে রয়েছে বলে যানা যায়।
প্রতিনিধি মোহনপুর:-রাতের আঁধারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা সাংবাদিক আক্রান্ত হবার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার চেয়ে এসডিপির নিকট ডেপুটেশন দিল মোহনপুর মহকুমা প্রেসক্লাব। সোমবার সন্ধ্যায় এই ডেপুটেশন থেকে দাবি করা হয়েছে অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি সঠিক চার্জ সিট প্রদান করার।
গত ২১ শে ডিসেম্বর লেফুঙ্গা থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক সুজিত নন্দী। ৫ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত দুইজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। সোমবার মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথের নিকট মোহনপুর মহকুমা প্রেসক্লাবের তরফে এক ডেপোটেশন প্রদান করা হয়েছে। এই দিন প্রেসক্লাবের সম্পাদক সুমন মহলানবীশ জানন এসডিপিওর নিকট দাবি জানানো হয়েছে বাকি অভিযুক্তদের অতিসত্বর গ্রেফতার করার। পাশাপাশি আদালতে সঠিক চার্জশিট প্রদান করার জন্য। যাতে অভিযুক্তরা উপযুক্ত শাস্তির আওতায় আসে। এই ডেপোটেশনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, সাংবাদিক সুজিত নন্দী, সবুজ সরকার সহ অন্যান্যরা।
বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া
প্রতিনিধি ধর্মনগর,, ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া। সমগ্র দেশের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি প্রদর্শিত হবে কুচকাওয়াজ। সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই কুঁচকাওয়াজের চূড়ান্ত মহড়া বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হলো আজ।
ত্রিপুরা স্টেট রাইফেল, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা ওমেন পুলিশ, ডিয়ার পুলিশ, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড এবং দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে চূড়ান্ত মহড়া পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধি কৈলাসহর:-নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ ও ডক্টর সেল ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টি ৫৩ কৈলাসহর মন্ডলেরর সহযোগিতায় বৃহস্পতিবার হীরাছরা এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির।প্রদীপ প্রজ্জলন করে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ।এছাড়াও শিবিরে ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সদস্য নিতীশ দে,জেলা যুব মোর্চা সভাপতি অরূপ ধর, ভারতীয় জনতা পার্টি ঊনকোটি ডক্টর সেলের সদস্য ডঃ অভিজিত দেববর্মা ও ডঃ সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা।গৌরনগর ব্লকের অধীন হীরাছরা এডিসি ভিলেজ এলাকার অধিকাংশ লোকই বাগান শ্রমিক ও সংখ্যালঘু অংশের বাসিন্দা। শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত এই এলাকার বাসিন্দাদের কাছে শহরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অনেকটাই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার।ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ ও ডক্টর সেল ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে আজকের এই স্বাস্থ্য শিবিরে উপকৃত হয়েছেন প্রায় তিন শতাধিক লোক।আজকের এই শিবিরে এলোপ্যাথি,আয়ুর্বেদিক,দন্ত, ও হোমিওপ্যাথির বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরিসেবা প্রদান করেছেন।একই সাথে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। শিবিরে পরিষেবা প্রদান করেন জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তাপস দত্ত,দন্ত চিকিৎসক সঞ্জীব ধর, হোমিও চিকিৎসক দেবাশীষ পাল,ডঃ মনিষ সিনহা,ডঃ অঞ্জন দাস সহ অন্যান্যরা।
আজকের এই মেগা স্বাস্থ্য শিবির সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ঊনকোটি জেলা কমিটির সদস্য ডঃ অভিজিৎ দেববর্মা বলেন,আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তীর বিশেষ দিনে প্রত্যন্ত হীরাছরা এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।তিনি আরো বলেন ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বায়ক ডঃ সুশান্ত রায়ের অনুপ্রেরণাতেই মূলত এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা সম্ভব হয়েছে।রাজ্যের গ্রামীন ও প্রত্যন্ত এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিনিয়ত উৎসাহ প্রদান করেন।
প্রতিনিধি,গন্ডাছড়া ২৩ জানুয়ারি:- রাস্তা এবং পানীয় জলের দাবিতে গন্ডাছড়ায় রাস্তা অবরোধ সংঘটিত করে জনজাতিরা। বৃহস্পতিবার সাতসকালে মহকুমার পঞ্চরতন এবং কালাঝাড়িতে রাস্তা অবরোধ করে বসে বেশ কিছু পাড়ার জনজাতিরা। এদিন সকাল ছয়টা থেকে গন্ডাছড়া রইস্যাবাড়ি রাস্তার পঞ্চরতন হাতিমাথা রাস্তার মুখে দলপতি, কল্যাণ সিং, রতননগর, ভগিরথ ভিলেজের শত শত মানুষ পানীয় জল এবং রাস্তার দাবীতে পথ অবরোধ করে। রাস্তা অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান পূর্ত, গ্রাম উন্নয়ন এবং পানীয় জল সম্পদ দপ্তরের আধিকারিকরা। তারা অবরোধকারীদের আশ্বাস দেন খুব শীঘ্রই তাদের দাবি পূরণ করা হবে । এরপর অবরোধকারীরা সকাল সাড়ে নয়টা নাগাদ রাস্তা অবরোধ তুলে নেয়। অপরদিকে কালাঝাড়ি ভিলেজের সাধু চন্দ্র পাড়া, অযোধ্যা পাড়া সহ বেশ কিছু পাড়ার মানুষ রাস্তার দাবিতে সকাল থেকে গন্ডাছড়া অমরপুর রাস্তার কালাঝাড়িতে পথ অবরোধ করে বসে। অবরোধের খবর পেয়ে সেখানে উঠে যান ব্লক আধিকারিক, পূর্ত আধিকারিক সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আধিকারিকরা অবরোধকারীদের সাথে কয়েক দফা আলোচনা করেও সমাধান সূত্র বের করতে পারেনি। অবশেষে দুপুর বারোটা নাগাদ আধিকারিকদের লিখিত প্রতিশ্রুতিতে রাস্তা অবরোধ তুলে নেয় জনজাতিরা। এদিকে বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া সদর বাজারের সাপ্তাহিক হাটবার। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুদিকে ছোট ,বড় দূরপাল্লা যানবাহন আটকে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।
প্রতিনিধি, উদয়পুর :- ২০২৪ সালে নভেম্বর মাসে বাড়ির জায়গা ও দালান ঘর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছে বন্ধক দিয়ে ৩০ লক্ষ টাকার লোন রাশিদ খান নামে এক ব্যক্তি । কিন্তু ব্যাংকের লোন নেওয়ার পর মাত্র দুই থেকে তিনটি কিস্তি চালানো হয়েছে ব্যাংকের কাছে। পরবর্তী সময়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে কিস্তি । এবার বাধ্য হয়ে বুধবার দুপুরে উদয়পুর ধবজনগর স্থিত রাশিদ খানের বাড়িতে গিয়ে গোটা বাড়ির বিভিন্ন ঘরের সামনে ব্যাংকের নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে এবং সিল করা হয়েছে বিভিন্ন ঘর । ব্যাংক কর্তৃপক্ষ জানান বাগমা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের শাখা থেকে এই লোন নেওয়া হয়েছিল । সঠিকভাবে এবং সঠিক সময়ে যেন লোন পরিশোধ করা হয় তার জন্য বিভিন্নভাবে ব্যাংক থেকে বাড়ির মালিক রাশিদ খানকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনভাবেই সাড়া দেয়নি রাশিদ । তাই বাধ্য হয়ে আজ রাধা কিশোরপুর পুলিশ এবং মহকুমা শাসকের উপস্থিতিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আগরতলা হেড অফিস ও উদয়পুর ব্রাঞ্চের আধিকারিকরা সরজমিনে গিয়ে বাড়িটি কে সিল করে দেয় । গোটা ঘটনায় উদয়পুর ধ্বজনগর ৫ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
প্রতিনিধি কৈলাসহর:-অল ত্রিপুরা এম জি এন রেগা এমপ্লয় ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে তৃতীয় জেলা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গত ১৯ শে জানুয়ারি কৈলাসহর স্থিত শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলে।এমজি এনরেগায় নিয়োজিত বিভিন্ন স্তরের কর্মীদের নিয়মিতকরণের দাবিকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বছর পর অনুষ্ঠিত তৃতীয় জেলা কনফারেন্সের সূচনা করেন চন্ডিপুরের বিধায়ক তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস,চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সম্পা দাস পাল, ভাইস চেয়ারপার্সন বিনয় সিংহ এবং অল ত্রিপুরা রেগা এমপ্লয় ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সভাপতি অসীম মজুমদার এবং রাজ্য সহ-সভাপতি নৃপেন্দ্র সরকার সহ অন্যান্যরা।এই সম্মেলনে জিআরএস,টেকনিক্যাল এসিস্ট্যান্ট,কম্পিউটার অপারেটর,প্রোগ্রাম এসিস্ট্যান্ট এবং একাউন্ট এসিস্ট্যান্ট মিলেয়ে ১৮০ জন রেগা কর্মচারী উপস্থিত ছিলেন।যারা ঊনকোটি জেলার চারটি ব্লক এবং সরকারি বিভিন্ন অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন দীর্ঘ বছর ধরে।তাদের নিয়মিতকরন এবং বেতন বৃদ্ধির পাশাপাশি সমকাজের সমবেতন প্রদানেরও দাবি জানানো হয় এই সম্মেলন থেকে।কেননা রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরকে জনপ্রিয় করে তুলতে এবং এমজিএন রেগা প্রকল্পকে সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে মূল কারিগর রেগা কর্মচারীরা।এই প্রশংসিত বাস্তবায়নের জন্য ত্রিপুরা সরকার অনেক পুরস্কারও পেয়েছে বিভিন্ন সময়ে।বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী টিংকু রায় বলেন,গ্ৰামীন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে রেগা কর্মচারীদের অনেক অবদান রয়েছে। সরকারের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে রেগা কর্মচারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী শ্রী রায়।তিনি বলেন রেগা কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি সরকারের মাথায় রয়েছে। সরকার সেই চেষ্টা জারী রেখেছে।তার জন্য সময় দিতে হবে।যেহেতু রেগা কর্মচারীরা একটি স্কিমের আওতায় কাজ করছেন তাই তাদের বেতন এডমিনিস্ট্রেটিভ ফান্ড থেকে ৬ শতাংশ বেতন দেওয়া হচ্ছে।তবে রেগা কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেন মন্ত্রী টিংকু রায়।
প্রয়াত আলিসার বাড়িতে গেলেন মন্ত্রী রতন লাল নাথ, আশ্বাস দিলেন সঠিক তদন্তের
প্রতিনিধি মোহনপুর:- স্পোর্টস স্কুল থেকে আলিসার মৃতদেহ উদ্ধারের পর বুধবার লেফুঙ্গায় তার বাড়িতে গেলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। কথা বলেছেন পরিবারের সাথে। অবগত হয়েছেন পরিবারের অভিযোগ সম্পর্কে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন গোটা বিষয়ে যাতে পুলিশ সঠিক তদন্ত করে সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্প্রতি স্পোর্টস স্কুল থেকে আলিসা দেববর্মা নামে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা হোস্টেল চত্বরে। পরিবারের তরফে এই মৃত্যুকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগ ঘটনার দিন পরিবারের লোকেদের সাথে অত্যন্ত অশালীন ব্যবহার করেছেন ওয়ারডেন রুমিতা দেববর্মা। পরিবারের লোকেদের অভিযোগ এই মৃত্যুর পেছনে ওয়ার্ডেন অথবা কর্তৃপক্ষের কোন না কোন ভাবে ভূমিকা রয়েছে। বুধবার মন্ত্রীর কাছে পরিবারের লোকেরা গোটা বিষয়ে অভিযোগ করেছেন। এদিকে বুধবার এই বিষয়ে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। মন্ত্রী বলেন এই মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি এই মৃত্যুর রহস্য উন্মোচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টিটিএটিসির ইএম রুনিয়াল দেববর্মা, লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্যরা।