প্রতিনিধি কৈলাসহর:-চোরা চালানের কার্যক্রমের উপর উল্লেখযোগ্য ক্র্যাক ডাউনে, কাস্টমস বিভাগের সহযোগিতায় আসাম রাইফেল সফলতা অর্জন করেছে।গত ২২শে ফেব্রুয়ারি পশ্চিম ত্রিপুরা জেলা বদরঘাট থেকে ২৪টি ক্যারেট এবং অসম্পূর্ণ অলঙ্কার জব্দ করেছে।১৪ টি স্বর্ণের বার এবং অলঙ্কারগুলি জব্দ করা ওজন প্রায় ১.১৫কেজি এবং আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য ১.০২কোটি টাকা।একটি নির্দিষ্ট বুদ্ধিমত্তার উপর অভিনয় করে,যৌথ দলটি সমন্বয় নিয়ে অভিযানটি কার্যকর করে এবং স্বর্ণ পুনরুদ্ধার করে এবং দু’জন ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে।যদিও জব্দ করা সোনা এবং ব্যক্তিদের আরও আইনী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়েছে।এই সফল অভিযান সীমান্ত অঞ্চল গুলিতে অবৈধ কার্যক্রম রোধ করার জন্য আসাম রাইফেলসের চলমান প্রচেষ্টার একটি অংশ।
ত্রিপুরা
প্রতিনিধি, গন্ডাছড়া ২৪ ফেব্রুয়ারি:- ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের অধীনে ৯ জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং ১৬ জন হেলপার নিয়োগ নিয়ে সোমবার গন্ডাছড়া সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে আইপিএফটি দলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। এদিন সকালে শতাধিক আইপিএফটি কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে সিডিপিও অফিসে প্রবেশ করে, এবং অফিস কর্মীদের জোরপূর্বক অফিস থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন।
ঘটনার পর গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী সিডিপিও অফিসে উপস্থিত হয়। এই বিষয়ে অফিস কর্তৃপক্ষ গন্ডাছড়া থানায় একটি মামলা দায়ের করেছে। আইপিএফটি দলের স্থানীয় নেতৃত্বরা অভিযোগ করেছেন যে, অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপার নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। সম্পূর্ণ অবৈধ ভাবে তাদের নিয়োগ করা হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনরায় নিয়োগের দাবি জানিয়েছেন।
এদিকে অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, গত নভেম্বর মাসে ডুম্বুর নগর আইসিডিএসের অধীনে ৯ জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং ১৬ জন হেলপার নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ইন্টারভিউ কমিটির চেয়ারম্যান ছিলেন ডুম্বুরনগর ব্লকের বিডিও, সদস্য সচিব ছিলেন সিডিপিও, এবং সদস্য ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক। ইন্টারভিউয়ের পর নির্বাচিতদের ১৯ ফেব্রুয়ারি অফার লেটার দেওয়া হয়েছে।
আইপিএফটি দলের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে তাদের দলের কর্মীদের অফার লেটার দেওয়া হয়নি, তাই তারা সিডিপিও অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। এদিন তারা ইন্টারভিউ রেজাল্ট শীট দেখানোর দাবি জানিয়েছেন, কিন্তু অফিস কর্তৃপক্ষ হাই অথরিটির পারমিশন ছাড়া রেজাল্ট শীট দেখাতে অস্বীকৃতি জানিয়েছেন।
এছাড়া, অফিস কর্মীরা দাবি করেছেন যে, সিস্টেম অনুসারে বৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এ ধরনের বিক্ষোভের কারণে অফিস কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি, অফিস চলাকালীন পুলিশি টহল বাড়ানো হোক।
প্রতিনিধি কৈলাসহর:-আজ ২৩শে ফেব্রুয়ারি আসাম রাইফেলস কর্তৃপক্ষ ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমায় নারী ক্ষমতায়নের বিষয়ে একটি সচেতনতামূলক বক্তৃতার আয়োজন করে।এই উদ্যোগের লক্ষ্য ছিল সমাজে নারীদের ক্ষমতায়নের তাৎপর্য তুলে ধরা এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রগুলিতে তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার।
এই বক্তৃতা সামগ্রিক অগ্রগতির জন্য সমাজে তাদের ভূমিকা জোরদার করার ক্ষেত্রে নারী ক্ষমতায়নের গুরুত্বের মতো মূল দিকগুলিকে জোর দিয়েছে।এটি দ্বিগুণ আয়ের সুবিধাগুলিও তুলে ধরেছে এবং মহিলাদের পরিবার গুলিতে আর্থিকভাবে অবদান রাখতে উৎসাহিত করে ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে পরিচালিত করে।
দক্ষতা বিকাশ ছিল আরেকটি গুরুত্বপূর্ণ ফোকাস।বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং স্বাধীনতা বাড়ানোর জন্য স্ব-কর্মসংস্থানের সুযোগগুলি প্রচার করেছে।
আরও উন্নত ভবিষ্যতের জন্য সমান শিক্ষাগত সুযোগগুলি নিশ্চিত করে মেয়ে শিক্ষার তাৎপর্যপূর্ণ বিষয় গুলোতে জোর দেওয়া হয়েছিল।
অতিরিক্ত ভাবে অধিবেশন টিতে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সচেতনতা অন্তর্ভুক্ত ছিল, উন্নত মানের জীবনযাত্রার জন্য ব্যক্তিগত এবং পারিবারিক স্বাস্থ্যের বিষয়েও মহিলাদের শিক্ষিত করার উপর জোর দেওয়া হয়।এই ইভেন্টটি স্থানীয়রা কাছ থেকে উপভোগ করেছেন।
প্রতিনিধি শান্তিরবাজার: কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষকদের স্বার্থে। বর্তমানসময়ে রাজ্যসরকারের কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ কৃষকদের আয় বদ্ধির লক্ষ্যে দেশের বাইরে বিভিন্নপ্রান্তথেকে উন্নতমানের প্রযুক্তি নিয়ে আসছেন রাজ্যকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে। যার মধ্যে গত বছর সাউথ আমেরিকান কান্ট্রির পেরো থেকে মোহন, লিমা, হিমালিনী, উদয়, সঙ্গম পাঁচটা ভ্যারাইটির উন্নত মানের আলুর বীজ নিয়ে আসা হয়েছে। এই উন্নতমানের বীজগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের মধ্যে বিলি করা হয়েছে। যার মধ্যে দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমার বকাফা এলাকায় কৃষকদের মধ্যে এই উন্নতমানের আলুর বীজ দেওয়া হয়েছে।এ আর সি পদ্ধতিতে এই বীজথেকে কি পরিমানে আলুর ফলন হচ্ছে ও কৃষকদের মতামত জানতে বৃহস্পতিবার বেতাগা এলাকায় ছুটে যান কৃষিমন্ত্রী রতন লালনাথ এবং কৃষি দপ্তরের আধিকারিক। তিনি সরেজমিনে গিয়ে এ আর সি পদ্ধতিতে আলু চাষ করে কৃষকদের উৎপাদিত ফসল কতটুকু বৃদ্ধি হয়েছে আলু তা নিয়ে জমি পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে মতবিনিময় এর পাশাপাশি কৃষক সখীদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। বেতাগা এলাকায় আজকের এই পরিদর্শনে কৃষিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ ,শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য,বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং , বগাফা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন, জোলাই বাড়ি কৃষি তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরআ। জানা যায় কৃষকেরা আগে যেই তথাগত পদ্ধতিতে আলু চাষ করতেন তাতে অনেক ফসল কম হতো এখন এ আর সি পদ্ধতিতে আলু চাষ করে কৃষকরা আগের চেয়ে দ্বিগুণ ফসল উৎপাদন হয়েছে বলেই জানা যায়। এতে দক্ষিণ জেলা সহ গোটা রাজ্যে বেড়েছে কৃষকদের আয় ।দেখা গেল কৃষিমন্ত্রী রতননাথ কে কৃষকরা সরজমিনে হাতের কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগ খোলামেলা জানাতে পেরে খুশি।
প্রতিনিধি মোহনপুর :- বামুটিয়া ব্লক এলাকার জনসাধারণের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে বুধবার। ব্লক প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মাছ ব্যবসায়ীদের আইস বক্স এবং মহিলাদের দেওয়া হয়েছে হাঁসের ছানা। এলাকার মানুষকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ।
বামুটিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির আর্থিক ব্যবস্থাপনায় মাছ ফেরি করে বিক্রি করে যারা সংসার প্রতিপালন করেন তাদের জন্য আইস বক্স প্রদান করা হয়েছে। এলাকার মোট ৪০ জন সুবিধাভোগীকে এই আইস বক্স প্রদান করা হয়েছে। প্রতিটি আইস বক্সের মূল্য ৩৯৬২ টাকা। অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রাণিসম্পদ বিকাশ যোজনার আওতায় এলাকার ৭৫ জন মহিলাকে দেওয়া হয়েছে হাঁসের ছানা। ১০ টি করে হাসের ছানা এবং খাবার প্রদান করা হয়েছে। এই হাঁসের ছানা প্রদানে ব্যয় হয়েছে ৯৭৫০০ টাকা। এই হাঁসগুলো ডিম উৎপাদনের জন্য প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসক সম্রাট চৌধুরী। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস এবং অন্যান্যরা।
লেফুঙ্গা ব্লকের বিভিন্ন বাজারে স্থাপন করা হবে সোলার প্রকল্প, জমি পরিদর্শন করলেন মন্ত্রী
প্রতিনিধি মোহনপুর:- লেফুঙ্গা ব্লক এলাকার বিভিন্ন বাজারে বিদ্যুতের বিকল্প হিসেবে সোলার প্রকল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকদের নিয়ে বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মন্ত্রী রতন লাল নাথ। জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যেই লেফুঙ্গা ব্লক এলাকার বিভিন্ন বাজারে উন্নতমানের সোলার প্রকল্প স্থাপনের কাজ শুরু হবে।
লেফুঙ্গা ব্লকের অন্তর্গত লেফুঙ্গা বাজার, অভিচরণবাজার, নতুন বাজার সহ অন্যান্য বাজারগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ জারি রাখার উদ্দেশ্যে সোলার প্রকল্প স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন এলাকার সমস্ত অংশের গ্রাহক এবং ব্যবসায়ীদের সুবিধার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প স্থাপন হলে রাতের আঁধারে বিদ্যুৎ চলে গেলেও বিভিন্ন বাজারগুলোতে বিদ্যুৎ পরিষেবা জারি থাকবে। যার ফলে বাজারগুলোতে ব্যবসা-বাণিজ্য ভালো হবার পাশাপাশি গ্রাহকদের যাতায়াতেও অনেকটাই সুবিধা হবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী।
প্রতিনিধি কৈলাসহর:-১৭ মিয়ার হাওরকে ঢেলে সাজাতে এবং পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।এই বিস্তীর্ণ অঞ্চলকে কাজে লাগিয়ে পর্যটনের মধ্য দিয়ে নতুন কর্মসংস্থান তৈরি করে যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ সরকার।ঊনকোটি জেলাকে মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে চন্ডীপুর বিধানসভার হাওর বাজারে বৃহদাকার জলাশয় নির্মাণের মাধ্যমে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক গঠনের কাজ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এই বিশাল প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে,যা এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত করবে।শুধুমাত্র মৎস্য চাষই নয়,এই প্রকল্পের আওতায় আশেপাশের রাস্তাঘাটও সংস্কার করা হবে। যা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি করবে।আগামী কিছুদিনের মধ্যেই এই প্রকল্পের ভূমি পূজন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা যায়।আজ,সেই লক্ষ্যে আধিকারিকদের নিয়ে নির্ধারিত স্থানে গিয়ে জমি পরিদর্শন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।সরকারের এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সমৃদ্ধিই নয়, কর্মসংস্থান সৃষ্টির দিক থেকেও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।জমি পরিদর্শনের পর এ নিয়ে আজ বিকেলে বীরচন্দ্রনগর গ্ৰাম পঞ্চায়েতে জমি মালিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন চন্ডিপুরের বিধায়ক তথা যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়,প্রানী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস,জেলা শাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা,মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন বিনয় সিংহ এবং বিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান বেবি রুদ্র পাল সহ অন্যান্যরা।
প্রতিনিধি মোহনপুর:- বিনোদিনী চা বাগানের প্রায় শতাধিক আগর গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে। এই বিষয়ে বিদ্যুৎ নিগমের তরফে কোন ধরনের সঠিক উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ বাগান কর্তৃপক্ষের। বিদ্যুৎ পরিবাহী তারের নিচে এই গুলো থাকার অজুহাতে আগর গাছগুলো কেটে দেওয়ার অভিযোগ নিগমের বিরুদ্ধে। এই বিষয়ে মোকদ্দমা করা হবে বলে জানিয়েছেন বাগান কর্তৃপক্ষ।
বামুটিয়ার বিনোদিনী চা বাগান কর্তৃপক্ষ রাস্তার পাশে তাদের সীমানার ভেতর বন দপ্তরের সহযোগিতায় প্রায় পাঁচ বছর আগে বেশ কিছু আগর গাছ রোপন করেছিল। এই কাছ গুলো বর্তমানে অনেকটাই বড় হয়েছে। কিন্তু গেছে বুধবার নিগমের কর্মচারীরা বাগান কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে প্রায় ১০০ টি আগর গাছ মাঝ বরাবর কেটে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করলেন বিনোদিনী চা বাগানের ডাইরেক্টর বিশ্বনাথ বণিক। তিনি অভিযোগ করেন বিদ্যুৎ পরিবাহী তার থেকে অনেকটাই নিচে এবং উনাদের জমির ভেতর এই গাছগুলো ছিল। তারপরেও অনৈতিকভাবে কাটা হয়েছে গাছগুলো। তিনি আরো বলেন যদি বিদ্যুৎ পরিবাহী তারের কোন সমস্যা হতো তাহলে গাছগুলোর ডাল কাটা যেত। কিন্তু তা না করে গাছের মাঝ বরাবর কেটে দিয়েছে নিগমের কর্মীরা। এই বিষয়ে সোমবার বনদপ্তরের আধিকারিকরা এই স্থান পরিদর্শন করেছেন। পাশাপাশি বনদপ্তরের তরফে কথা বলা হয়েছে নিগমের সাথে। কিন্তু এই গাছ কাটার বিষয়ে নিগমের তরফেও কোন ধরনের সঠিক স্পষ্টিকরণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ বণিক। এই বিষয়ে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলে জানিয়েছেন।
প্রতিনিধি ধর্মনগর,, ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলায় ঝটিকা সফরে আসলেন বিজেপির প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। যানা যায় এদিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে ধর্মনগরে আসেন তিনি। যেখানে ধর্মনগর রেল স্টেশনে উনাকে স্বাগত যানাতে ব্যাপক সংখ্যক যুব মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়। সেখানে সুশান্ত দেবকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান যুব মোর্চার কার্যকর্তাগণ। এরপর একটি সুবিশাল বাইক র্যালি করে ধর্মনগর শহর পরিক্রমা করে জেলরোডস্থিত সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয় সুশান্ত দেবকে। উনার এই উত্তর জেলা সফর সম্পর্কে যানা যায় তিনি শিববাড়ীতে যে নব নির্মিত শিববাড়ী হনুমান মন্দির পরিদর্শন করবেন। এরপর যুবরাজনগর বিধানসভা ও কুর্তি কদমতলা বিধানসভার একাধিক এলাকায় যেসকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের বাড়ী বাড়ী গিয়ে পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা বার্তা জানাবেন। এক সাক্ষাৎকারে সুশান্ত দেব বলেন যুব মোর্চা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকল যুবক ভাই বোনদের নেশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে খেলাধুলা,শিল্পচর্চার দিকে অগ্রসর হবার আহ্বান জানান। তিনি আরও বলেন যুব মোর্চা শুধু রাজনৈতিক কাজ করেনা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডেও নিজেদের নিয়েজিত রাখে। প্রদেশ যুব মোর্চার উদ্যোগে গোটা রাজ্য জুরে এই কর্মসূচি চলছে,তারই অঙ্গ হিসাবে উত্তর জেলার কর্মসূচিকে খতিয়ে দেখতে ও তাতে অংশগ্রহণ করার জন্য তিনি এই জেলা সফরে আসেন। এরপর গালোয়ান চকস্থিত শিববাড়ী হনুমান মন্দির পরিদর্শন করেন। পরবর্তীতে যুবরাজনগর বিধানসভা ও কুর্তি কদমতলা বিধানসভা এলাকায় আয়োজিত কর্মসূচির উদ্দেশ্যে রওয়ানা দেন এবং সেই সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রতিনিধি ধর্মনগর ,, আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার বাগবাসা নাকা চেকিং পয়েন্ট থেকে প্রায় ৬৪ লক্ষ টাকার হেরোইন ধরা পরল। উত্তর জেলার বাগ বাসা পুলিশের কাছে খবর আসে যে একটি ওয়াগনার গাড়ি করিমগঞ্জ থেকে ত্রিপুরাতে আসছে যার মধ্যে হেরোইন থাকতে পারে। এই খবরে উপর বিশ্বাস করে বাগবাসা পুলিশ ও ডি সি এম টি মগ ,সহ উপস্থিতিতে থেকে অপেক্ষা করছিলেন সেই গাড়িটির। গাড়িটির নম্বর এ এস ১১ পি ৯২৯৬।এই গাড়িটির তে তল্লাশি করে পাওয়া যায় 12 টি সাবানের কেইসের মধ্যে থেকে ২১২ গ্রাম ব্রাউন সুগার যার বাজারজাত মূল্য ৬৪ লক্ষ টাকা। এরই সঙ্গে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ । একজনের নাম সেলিম উদ্দিন ও অন্যজনের নাম রুবিন আহমেদ। এখন পুলিশ এদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে।