দেখতে দেখতে ৩৫ বছর অতিক্রম করেছ। এই শিক্ষা কেন্দ্র থেকে খোয়াইয়ের অনেক ছাত্রছাত্রী অঙ্কনে হাতেখড়ি নিয়েছে। এই বছর চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের ৩৫ বছর উদযাপন উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসাবে রবিবার সকালে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। এদিন এই বসে আঁকো প্রতিযোগিতায় ৩০০ জনের অধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগের। কথা প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের কর্ণধার কুন্তল নাথশর্মা জানান, মূলত চিত্ররেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের ৩৫ বছর উদযাপন উপলক্ষে আগামী ২২ শে মে বিকাল ৫ টায় খোয়াই নতুন টাউন হলে এই প্রতিষ্ঠানের সফল শিক্ষার্থীদের অভিজ্ঞানপত্র প্রদান, গুণীজনদের সংবর্ধনা বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। এই সন্ধায় সুর তাল লয় ছন্দের সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তিনি। উল্লেখ থাকে এদিন এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ত্রিপুরা
ধর্মনগর প্রতিনিধি।
বি এম এস এর অফিস প্রাঙ্গণ এবং বাগবাসা কেন্দ্রের চালক জয়দীপ দেবনাথ এর উপর আক্রমণের প্রতিবাদে আজ মিশন টিলা কামেশ্বর এলাকায় রাস্তা অবরোধ করল বাগ বাসার কেন্দ্রের সাধারণ গাড়ি চালকরা। গতকাল ভারতীয় মজদুর সংঘের বাগবাসায় কেন্দ্রের অফিসের ওপর ধর্মনগর তথা উত্তর জেলা সভাপতি সুব্রত রুদ্র পালের বিরুদ্ধে অভিযোগ যে ওনার নেতৃত্বে নাকি বাগ বাসা ভারতীয় মজদুর সংঘের অফিসের উপর আক্রমণ হয়েছে। তারা ঘটনাটি ঘটার পর প্রচন্ড মর্মাহত এবং স্থানীয় বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলা সভাপতি কাজল দাস এবং মন্ডল সভাপতি সুদীপ দেব কে সম্পূর্ণ ব্যাপারটি জানিয়েছেন। শুধুমাত্র তাই নয় শনিবার বাগ বাসার উদ্দেশ্যে যখন গাড়ি চালক জয়দীপ দেবনাথ যাচ্ছিলেন তখন আই এস বিটির সামনে থেকে তার একুশ হাজার টাকা এবং তাকে মারধর করে আইএসবিটিতে তার গাড়ি আটকে রেখে দেওয়ার প্রতিবাদে আজ বিকেলে ধর্মনগর বাগবাসা রোড মূলত বরইতলী এলাকায় রাস্তা অবরোধ করে স্থানীয় চালকরা। অবস্থা বেগতিক দেখে এলাকার বিধায়ক যাদব লাল দেবনাথ ছুটে যান এবং উনার পরামর্শে দুই প্রান্তে হাজার হাজার গাড়ি আটকে থাকা ছাড়া পায়। মূলত যাদব লাল দেবনাথ এর আশ্বাসে এরা আপাতত রাস্তা ছাড়ে বলে জানা গেছে।
আবারো সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক বিবাহিত যুবক। জানা গেছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা বাগান এলাকার রঞ্জিত ওরাং এক ছেলে সম্রাট ওরাং শনিবার সকাল ১১ টা নাগাদ কাজের উদ্দেশ্যে তার নিজের টি আর ০৭ ই ৭৮৬০ নম্বরের বাইক নিয়ে আগরতলার দিকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা টি আর ০৩ বি ১৩৪০ নম্বরের একটি যাত্রীবাহী বাস সম্রাটের বাইকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গেই সম্রাটের মাথা চলে যায় বাসের পেছনের চাকার নিচে। চাকার নিচে পড়ে গিয়ে সম্রাট ওরাং এর মাথা সম্পূর্ণ ভাবে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে এবং আমতলী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলের দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলী থানার পুলিশ। পরে সম্রাট ওরাং এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে সম্রাট ওরাং এর পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার পরিবারের লোকজনদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন কমলা সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব। এলাকার বিধায়িকা সম্রাট ওরাং এর এই অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকের সম্রাট ওরাং এর পরিবারের পক্ষ থেকে ঘাতক বাস চালকের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করেছেন। যদিও বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ বাস ও বাইক আমতলী থানার হেফাজতে রাখা হয়েছে।
প্রতিনিধি মোহনপুর:-নির্মাণ কাজ চলাকালীন সময়ে ভেঙ্গে পড়ল ফুট ব্রিজ। ঘটনা হেজামারা আর ডি ব্লকের অন্তর্গত জগৎ চন্দ্রপাড়ায়। যদিও এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিম জেলার জেলা শাসক, ইএম রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা।
হেজামারা ব্লকের অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম ডুংরাই এডিসি ভিলেজ। এই এডি সিলেজের জগৎ চন্দ্রপাড়ার লোক বর্ষা মৌসুমে যাতায়াত করার ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হন। কারণ পাহাড়ের জল স্থানীয় ছড়া দিয়ে গড়িয়ে যায়। জলের এতটাই গতিবেগ থাকে যার ফলে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। এই এলাকাতে একটি আরসিসি ফুটব্রিজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে দপ্তর। আরডি দপ্তর এই ফুট বীজ নির্মাণ কাজে হাত দেয়। কিন্তু নির্মাণ কাজ চলাকালীন সময়ে হঠাৎ ভেঙ্গে পড়ে এই ব্রিজের একটি অংশ। এই সময় সমস্ত শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিলেন। ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিম জেলার জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা। ইতিমধ্যেই জেলা শাসক নির্দেশ দিয়েছেন সঠিকভাবে ব্রিজ নির্মাণ করার জন্য। অন্যদিকে এডিসির ইএম রবীন্দ্র দেববর্মা শুক্রবার এই এলাকা পরিদর্শন করেন। কথা বলেছেন এলাকার মানুষদের সাথে। তিনি বলেন গুণগতমান বজায় রেখেই নির্মাণ কাজ চলছিল। কিন্তু নিচের খুঁটি ভেঙ্গে পড়ায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তবে পুনরায় সঠিকভাবে এই ফুট ব্রীজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
হাফলং ছড়া টি ই উচ্চ মাধ্যমিক স্কুলে রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্রনাথের অবক্ষয় মূর্তির প্রতিষ্ঠা।
ধর্মনগর প্রতিনিধি। ধর্মনগর ১২৪ তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে হাফলং ছড়া টি ই উচ্চ মাধ্যমিক স্কুলের এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ওবিসি মোর্চার সভাপতি তথা রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল চন্দ্র দাস। বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার দাসের একান্ত প্রয়াসে রবীন্দ্রনাথের ১২৪ তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্রজয়ন্তীর পাশাপাশি রবীন্দ্রনাথের অবক্ষয় মূর্তির প্রতিষ্ঠা সংরক্ষিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দলে দলে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে। জেলা কার্যালয়ের বাইরে একটা রবীন্দ্রনাথের মূর্তির শুভ উদ্বোধন এই প্রথম উত্তর জেলায় পরিলক্ষিত হল বলে উপস্থিত জনসাধারণের ধারণা। রবীন্দ্রনাথ যে একজন মহান কবি সাহিত্যিক নাট্যকার দিকনির্দেশক হিসেবে মানুষের কাজ করেছেন তার অনুকরণ করতে ছাত্রছাত্রীদের উপদেশ দেন বিধায়িকা মলিনা দেবনাথ। রবীন্দ্রনাথের আদর্শে প্রতিপালিত হয়ে যদি নিজেদেরকে ছাত্রছাত্রীরা বড় করে তবে তাদেরকে আর সামাজিক কুসংস্কার এবং সামাজিক ব্যাধি থেকে মুক্ত থাকবে বলে উল্লেখ করেন। ১৬ মে এই অনুষ্ঠান হয় বলে জানান বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার দাস।
ত্রিপুরায় পাচারের পথে কন্টেনার গাড়ি থেকে পনেরো লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত চোরাইবাড়িতে।ধৃত এক
Dharmanagar pratinidhi কিছুদিন বিরতির পর এবার ফের ত্রিপুরায় পাচারের পথে বাজারিছড়ার চোরাইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের হাতে সামগ্রী বোজাই কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল পনেরো লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ ফেন্সিডিল।এতে আটক করা হয় গাড়ি চালকেও।জানা গেছে শুক্রবার সকালে এনএল(জিরো ওয়ান)এসি(জিরো সেভেন জিরো জিরো)নম্বরের একটি অনলাইনের খুচরো সামগ্রী বোজাই কন্টেনার গাড়ি চোরাইবাড়ি পুলিশ চেকে গেটে পৌছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি।এতে উক্ত গাড়ির বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে ষোল কার্টুনে এক`শটি করে মোট ষোল`শ বোতল নেশা জাতিয় কফ সিরাফ ফেন্সিডিল বাজেয়াপ্ত হয়।যার কালোবাজারি মুল্য পনেরো লক্ষাধিক টাকার মত হবে।এ কান্ডে আটক করা হয়েছে গাড়ি চালককে।তার নাম জয়ন্ত দেব।বাড়ি ত্রিপুরায়।পুলিশ ধৃতের বিরুদ্ধে নিজ থেকে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
আপতাফ আলীর উদার মানসিকতা ৩৬ শান্তির বাজারের নিখোঁজ যুবককে পাওয়া গেল কৈলাশহরে। বিধায়ক প্রমোদ রিয়াং এর সহযোগিতায় ফিরে আনা হলো ঘরে।
শান্তিরবাজার প্রতিনিধি :ঘটনার বিবরণে জানা যায় প্রায় গত দেড় মাস নিখোঁজ ছিলেন সুরেশ রিয়াং তথা(ঐ এলাকার কুমার শানু), জানা যায় সুরেশ রিয়াং কিছুটা মানসিক ভারসাম্যহীন। বহু জায়গায় খোঁজাখুঁজির পরেও কোন খোঁজ পাওয়া যায়নি সুরেশ রিয়াং এর। শান্তির বাজার মহকুমা এলাকায় বিভিন্ন বাজার এবং রাস্তায় ঘুরে ঘুরে কুমার শানুর গান পরিবেশন করে থাকেন পাশাপাশি পথ চলতি এবং বাজার এলাকার মানুষকে বিনোদন দিয়ে থাকেন সুরেশ রিয়াং। বাড়ি ৩৬ শান্তির বাজার মহকুমা অন্তর্গত গঙ্গারায় পাড়ায়। জানা যায় গত দেড় মাস আগে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে নিখোঁজ সুরেশ রিয়াং শান্তির বাজার রেলস্টেশন থেকে রেলে চেপে চলে আসেন কুমারঘাট রেল স্টেশনে। এরপরে পায়ে হেঁটে কুমারঘাট রেল স্টেশন থেকে কৈলাশহর চলে যায়। এরপর কৈলা শহরের আপতাফ আলী নামে এক যুবক সুরেশ রিয়াংকে রাস্তায় ঘুরতে দেখি জিজ্ঞাসাবাদ করে নিজ বাড়িতে নিয়ে যান উদার মানসিকতা এবং সহৃদয় ব্যক্তি আপতাফ আলী। উনার বাড়িতে রেখে সুরেশা রিয়াংকে সেবা যত্ন করার পরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেন নিখোঁজ সুরেশ রিয়াং এর সন্ধানে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও নজরে আসতেই পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলে ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের লোকপ্রিয় বিধায়ক প্রমোদ রিয়াং, এবং আইপিএফটি অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা এবং জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং সামাজিক উদার মানসিকতায় কৈলাস শহর থেকে ঘরে ফিরে আনা হলো নিখোঁজ সুরেশ রিয়াংকে। নিখোঁজ সুরেশ রিয়াংকে কৈলাসহর থেকে ফিরিয়ে এনে পরিবারের হাতে অবশেষে সুরেশ রিয়াংকে তুলে দেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবুর রিয়াং এবং আইপিএফটি অর্গানাইজিং সেক্রেটারি মানিক ত্রিপুরা। এই সময়ে মানুষ যখন নিজে নিজের জন্য ভাবছেন তখন কৈলাস শহরের যুবক আপতাফ আলীর পাশাপাশি ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে বিধায়ক প্রমোদ রিয়াং এবং বিশিষ্ট সমাজসেবী মানিক ত্রিপুরা, রাম বাবু রিয়াং মতন মানুষের এই ধরনের সামাজিক মানসিকতা মহকুমা সহ বিস্তির এলাকার মানুষ তাদের সামাজিক মানসিকতা প্রশংসা করছেন। দেখিয়ে দিলেন ইচ্ছাশক্তি থাকলে সামাজিকতা করা সম্ভব এবং মানুষ মানুষের জন্য।
কি ভাবে, কখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা না গেলেও , গাড়ির মালিক সহ এলাকাবাসীদের দাবি নাশকতামুলক ভাবে আগুন লাগানো হয়েছে গাড়িতে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিলোনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্ত্বর এলাকায়। TR01A M0624 এই নম্বরের গাড়ি পুড়ে ছাই।এই গাড়ির মালিক টুটন দে। আজ দুপুর দেড়টা নাগাদ টুটনদের স্ত্রী সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান , গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে ঘুম ডেকে তুলে। ঘুম থেকে উঠে তারা দেখতে দাউ দাউ করে পান আগুন জ্বলছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে। যদিও দপ্তর কর্মীরা আসার পূর্বেই প্রতিবেশী এবং পরিবারের লোকজন সহযোগিতায় গাড়িতে জ্বলতে থাকা আগুন নিভিয়ে নেয়া সম্ভব হয়েছিল। এই বিষয়ে বিলোনিয়া থানায় একটি মামলার দায়ের করা হয়েছে । পুলিশ তদন্তে নেমেছে।
প্রতিনিধি , উদয়পুর :-গোমতী জেলা টেপানিয়া হাসপাতাল চিকিৎসা পরিষেবায় বর্তমানে অনেকটাই এগিয়ে রাজ্যে। একটা সময় হাসপাতাল ছিল দুর্গন্ধময় যুক্ত । কিন্তু বর্তমানে ঝাঁ চকচকে হয়ে উঠেছে গোটা হাসপাতালটি । পাশাপাশি দরিদ্র মানুষকে দেওয়া হচ্ছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা । আবার অন্যদিকে ডাক্তারদের উদ্যোগে প্রতি সপ্তাহে রোগীদের আত্মীয় পরিজনদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা হচ্ছে। এবার টেপানিয়া জেলা হাসপাতালে ২৫ জন দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চোখের ছানি অস্ত্রোপাচার হয়েছে । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে তিনজন ডাক্তারের একটি দল গঠন করে রোগীদের এই পরিষেবা দেওয়া হয়। এর ফলে সরকারিভাবে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাওয়ার কারণে বিনামূল্যে করা হয় চিকিৎসা পরিষেবা বেঁচে যায় বহু টাকা। রোগীরা রাজ্য সরকারের সরকারি হাসপাতাল থেকে এই ধরনের স্বাস্থ্য পরিষেবা পেয়ে খুবই খুশি ।
খোয়াই মহিলা থানার বিশাল সাফল্য। দীর্ঘ নয় মাস পর উদ্ধার অপহৃত ১৪ বছরের নাবালিকা। আটক রাজস্থানের যুবক। চলতি মাসের ১১ই মে রাজস্থানের জয়পুরের খেরি মিলাঙ গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত জয়পুরের যুবক তথা লরি চালক অশোক কুমার চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাদের দুজনকে নিয়ে বুধবার রাতে খোয়াই এসে পৌছায় মহিলা থানার পুলিশ। খোয়াই মহিলা থানা সুত্রে জানা যায়, মেয়েটি রাজস্থান তার জেঠতুতো বোনের বাড়িতে গিয়েছিল আজ থেকে প্রায় নয় মাস পূর্বে। সেখান থেকেই মেয়েটি অপহৃত হয়। দীর্ঘদিন মেয়েটির খোঁজ করেও তার কোন সন্ধান পাইনি পরিবারের লোকজন। অবশেষে মেয়েটির সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চলতি মাসের ৬ই মে খোয়াই মহিলা থানার দ্বারস্থ হন এবং থানায় নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করান। মহিলা থানার পুলিশ অভিযোগ পেয়ে মেয়েটিকে উদ্ধার করতে থানার সাব ইন্সপেক্টর চম্পা দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম গঠন করে রাজস্থান পাঠায়। সেখানে রাজস্থান পুলিশের সহযোগিতায় পুলিশের উদ্ধারকারী টিম জানতে পারে মেয়েটি জয়পুরের খেরি মিলাঙ গ্রামে অবস্থান করছে। সেই মোতাবেক পুলিশ সেখানে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে আটক করে। বৃহস্পতিবার সকালে মেয়েটির ডাক্তারি পরীক্ষার পর আদালতে তোলা হবে সাথে অভিযুক্ত যুবক কেও আদালতে প্রেরণ করা হবে। আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী তদন্ত কাজ চালিয়ে যাবে পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ঘটনার বৃত্তান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক পৌষন কান্তি মজুমদার। এদিকে মেয়েটি উদ্ধারে পরিবারের লোকদের মধ্যে নেমে এসেছে স্বস্তির নি:শ্বাস।