প্রতিনিধি, উদয়পুর :-বিগত ২৫ বছরের রাম শাসনে রাজ্যের উন্নয়ন নিয়ে ঢাকঢোল পিটিয়ে কখনো বিধানসভা নির্বাচন আবার কখনো লোকসভা নির্বাচনের বৈতরণী পাড় হয়েছিল বামেরা । কিন্তু উন্নয়ন যেন রাস্তায় হারিয়েছিল সেই সময় তা বর্তমানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাস্তার বেহাল অবস্থা চিত্র। বর্তমান সরকারের বিধায়ক অভিষেক দেবরায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে জয় লাভ করার পর এই বিধানসভার বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। এবার নিজ বিধানসভার গর্জি শুকনাছড়া এলাকার জনগণের দীর্ঘদিনের একটি দাবি ছিল এই এলাকার জনগণের চলাফেরার কাঁচা রাস্তাটি সংস্কার করে পাকা রাস্তায় রূপান্তরিত করার জন্য । জনগণের দাবি মেনে দপ্তরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট রাস্তাটি সরজমিনে পরিদর্শন করেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের শাসকদলের বিধায়ক অভিষেক দেবরায়। ঘুরে দেখেন এলাকার কাঁচা রাস্তাটি । দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে বিধায়ক আশ্বস্ত করেন আগামী দিনে এই রাস্তা খুব সহসায় এক উন্নয়নের নতুন চিত্র হয়ে উঠবে বলে তিনি গ্রামবাসীদের কে আশ্বস্ত করেছেন। যেভাবে রাজ্য সরকার চাইছে গোটা রাজ্যকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু বিরোধী রাজনৈতিক দল প্রায়ই সেই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে মানুষকে ভুল বুঝে চলছে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক অভিষেক দেবরায় ।
ত্রিপুরা
গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে “জেন্ডার সেন্সিটাইজেশন ও বয়সন্ধিকালীন সচেতনতা” বিষয়ক সেমিনার
প্রতিনিধি, গন্ডাছড়া :- গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মঙ্গলবার “জেন্ডার সেন্সিটাইজেশন ও বয়সন্ধিকালীন সচেতনতা” বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাকুমা হাসপাতালের এডোলোসেন্স কাউন্সিলর সবিতা ত্রিপুরা।
সেমিনারে প্রধান বক্তা সবিতা ত্রিপুরা শিক্ষার্থীদের বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বয়সন্ধি পর্যায়ে সঠিক জীবনযাপন ও সুস্থ মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, তিনি নেশার কুঅভ্যাস ও তার ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। বর্তমান সমাজে কিশোর-কিশোরীদের মধ্যে ধূমপান, মাদকাসক্তি ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস বৃদ্ধি পাওয়ায়, এ বিষয়ে আগেভাগেই সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও, অল্প বয়সে বিয়ের কুফল সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। তিনি ছাত্রীদের জানান, অল্প বয়সে বিয়ে করলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, পাশাপাশি শিক্ষার সুযোগ কমে যায় এবং আত্মনির্ভরশীল হওয়ার পথ সংকুচিত হয়ে যায়। তাই এ ধরনের সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
বিদ্যালয়ের এন এস এস ইউনিট সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন সেমিনার, কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যসূচির বাইরেও সমাজের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। এন এস এস ইউনিটের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশেই নয়, বরং তাদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেও সহায়ক হচ্ছে।
এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমাদের ইউনিট নারী ক্ষমতায়ণের লক্ষ্যে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ তৈরি করতে পারলেই আমরা ভবিষ্যতে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবো।”
এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে না, বরং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। বিদ্যালয়ের এন এস এস ইউনিটের এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
প্রতিনিধি, উদয়পুর :-এবার শুকনো গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এইচডিএফসি ব্যাংকের জীবন বিমায় কাজ করা এক ব্যক্তি । ধৃত ব্যক্তির নাম অমিত দেবরায় । তার বাড়ি আগরতলা বাধারঘাট এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় , রবিবার সকালে উদয়পুর রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো অমিত। তখন রেল পুলিশের সন্দেহ দানাবাদে । সাথে সাথেই অমিতকে ঘিরে ধরে রেল পুলিশকর্মীরা। তার কাছে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ব্যাগ থেকে শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার করে রেল পুলিশ । পরে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় । ঘটনাস্থলে পুলিশ এসে তাকে জোর জিজ্ঞাসাবাদ করে। জানা যায় এই গাঁজা গুলি নিয়ে বহি:রাজ্য পশ্চিমবঙ্গে যাওয়ার কথা ছিল অমিত দেব রায়ের । পুলিশ জানিয়েছে , অমিতের কাছ থেকে মোট ৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে । এই ঘটনা সাথে আর কোন ব্যক্তি জড়িত রয়েছে কিনা এবং কত বছর ধরে গাঁজা পাচারের ব্যবসার সাথে জড়িত রয়েছে অমিত ? এই বিষয়ে তাকে থানায় আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে উদয়পুর রেল স্টেশনে গাঁজা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাতাবাড়ি এলাকা জুড়ে ।
প্রতিনিধি, তেলিয়ামুড়া। ১৫ই মার্চ।গত ১১ই মার্চ ২০২৫ তারিখে তেলিয়ামুড়া থানাধিন গর্জনতলি হদ্রাই পাড়া, তেলিয়ামুড়াতে একটি নিরীহ কুকুরকে চরম নিষ্ঠুরতার একটি কাজ সংঘটিত করে। বিশ্বপখা জামাতিয়া ওরফে বাদরহরি কুকুরটি মারা যাওয়া পর্যন্ত (অত্যাচার করে) কয়েকবার পিটিয়ে একটি কুকুরকে নির্মমভাবে হত্যা করতে দেখা গেছে। এই কাজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে প্রত্যক্ষ করা হয়েছিল যা 11 ই মার্চ 2025-এ আপলোড করা হয়েছিল। তারই পরিচিত ব্যক্তি বুচুক জামটিয়া একই স্থানের তেলিয়ামুড়ার বাসিন্দা।
এর পরই বিভিন্ন সামাজিক সংস্থা এর বিরুদ্ধে সোচ্চার হতে দেখাযায়। তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত কে আটক করার জন্য চেষ্টা শুরুকরে। পাশাপাশি তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুত কিশোর ও সামাজিক মাধ্যমে সোচ্চার হন। পাশাপাশি পশ্চিম থানায় একটি মামলাও করেছিলেন। এদিকে তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথও লুকিয়ে থাকা অভিযুক্তকে আটক করার জন্য একটি টিম নিয়োজিত করেন।
অবশেষে শনিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ নৃসংশভাবে একটি নিরিহ প্রানী কে হত্যার অভিযুক্ত বিশ্বপখা জমাতিয়া ওরফে বসদরহরিকে আটক করতে সক্ষম হয় ও সি রাজীব দেবনাথ এর টিম। এব্যপারে তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথ জানান শনিবার অভিযুক্তকে এরেস্ট করাহয়। অভিযুক্ত বিশ্বপখা জমাতিয়া ওরফে বাদরহরিকে কে আগামীকাল খোয়াই আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি মোহনপুর :- আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে মহিলা সাফাই কর্মীদের জানানো হয়েছে সম্মান। বৃহস্পতিবার মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।
গোটা ভারতবর্ষের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি পালনের অঙ্গ হিসেবে মোহনপুর পুর পরিষদ এলাকায় যে সমস্ত নারীরা সাফাই কাজের সাথে জড়িত উনাদের সম্মান প্রদান করা হয়েছে। পাশাপাশি মঞ্চে অতিথিদের সাথে বসানো হয়েছে মহিলা সাফাই কর্মীকে। এদিন নারী দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন নারীরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান চর্চা, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্র, নিরাপত্তা থেকে শুরু করে প্রায় সব কটি স্তরে নারীরা পুরুষদের সাথে সমানভাবে অংশীদারিত্ব করছে। পাশাপাশি গোটা বিশ্বে যে সমস্ত নারীরা বিভিন্ন সময় বিশেষ দায়িত্ব পালন করেছেন সে সমস্ত বিষয় নিয়েও এদিন আলোচনা করেছেন মন্ত্রী। যদিও বর্তমান সময়ে নারীরা পুরুষদের চাইতে সামান্য কিছু পিছিয়ে থাকার বিষয়টিকে কেন্দ্র করে আক্ষেপ প্রকাশ করেছেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
- প্রতিনিধি মোহনপুর :- লেফুঙ্গা থানার অন্তর্গত কালীবাজার থেকে নেশা কারবারের সাথে জড়িত থাকার দায়ে এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগার। আগামী ১৩ তারিখ পর্যন্ত অভিযুক্তকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বামুটিয়ার কালীবাজার এলাকার নিবাসী পার্থ দাস দীর্ঘদিন যাবত নেশা বাণিজ্যের সাথে উতপ্রুত ভাবে জড়িত। ব্রাউন সুগার, ইয়াবা সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে যাচ্ছে সে। তার এই নেশা বাণিজ্যের কারণে বহু যুবক-যুবতী ইতিমধ্যেই ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সোমবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার। রাতে গ্রেফতার করা হয়েছে পার্থ দাসকে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিশ। আগামী ১৩ তারিখ পর্যন্ত অভিযুক্তের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধারণা করা হচ্ছে তাঁকে জোর জিজ্ঞাসাবাদ করে অন্যান্য নেশা কারবারি এবং নেশা সামগ্রী উদ্ধার করতে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।
প্রতিনিধি, উদয়পুর :- ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য তথা বরিষ্ঠ সাংবাদিক গৌতম চক্রবর্তী দীর্ঘদিন যাবত লিভার জনিত রোগে অসুস্থ হয়ে নিজ বাড়িতেই আছেন।
মঙ্গলবার বিকেলে রোগগ্রস্থ গৌতম চক্রবর্তীকে দেখার জন্য আগরতলা থেকে উদয়পুর আসেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার। বিকাল সাড়ে চারটা নাগাদ প্রণব বাবু সাংবাদিক গৌতম চক্রবর্তীর বাড়িতে যান । তার সাথে ছিলেন উদয়পুরের সাংবাদিক দিলীপ দত্ত, সাংবাদিক বিপ্লব দে, সুজিত সাহা , বিটু মজুমদার , সানি আলম সরকার সহ এক ঝাঁক সাংবাদিক । প্রণব বাবু এদিন গৌতম চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য রাজ্যে সরকারের সাথে আলোচনা করে অতি শীঘ্র যথোপযুক্ত ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। শেষে অসুস্থ গৌতম চক্রবর্তীর হাতে প্রণব বাবুর পক্ষ থেকে সামান্য অর্থ রাশি সাহায্য তুলে দেওয়া হয় ।
প্রতিনিধি, বিশালগড়
, ৯ মার্চ।। কোভিড লকডাউন পরিস্থিতিতে কাজ হারানো অভিবাসী যুবক যুবতীদের বিকল্প রোজগারের দিশা দেখানোর কাজ করছে সরকার। কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়েছে বহু যুবক যুবতী। কর্মহীন অভিবাসী যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড় করাতে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে সরকার। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের যুবক যুবতীদের সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দপ্তরের সহযোগিতায় রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এন বি আই আর টি পরিচালিত সেকেরকোট স্থিত অর্কনীড়ে পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাচে সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। লকডাউন পরবর্তী সময়ে ২০২১ সালে ৬০ যুবক যুবতী ৯০ দিনের প্রশিক্ষণ নিয়েছে। সরকারের সহযোগিতায় বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের অনেকে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। সোলার টেকনিশিয়ান হিসেবে কর্মজীবন আরও মসৃণ করতে এবার রাজের দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের টুলস কিট প্রদান করা হয়েছে। রবিবার সেকেরকোট স্থিত অর্কনীড়ে ১৩ টি আইটেমের যন্ত্রপাতি সম্বলিত ব্যাগ তুলে দেয়া হয় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে। প্রতি ব্যাগে প্রায় ১৮ হাজার টাকার যন্ত্রপাতি রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্কনীড়ের সচিব এডভোকেট অভিজিৎ গণ চৌধুরী, সোলার টেকনিশিয়ান ট্রেডের প্রশিক্ষক ই: পি এল ঘোষ, প্রজেক্ট অফিসার অনুপ দে এবং অন্যান্য ট্রেনিং কো অর্ডিনেটরগণ। বক্তব্য রাখতে গিয়ে, ই: পি এল ঘোষ এ ধরনের ট্রেনিং এর গুরুত্ব এবং রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের টুলস কিট দেওয়ার গুরুত্ব তোলে ধরেন। প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতী এমনকি মহিলারা টুলস কিট পেয়ে দারুন খুশি। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শান্তা, সম্পি দাস সহ সকল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী এ ধরনের সুযোগ পেয়েছে বলে অর্কনীড় এবং রাজ্য সরকার কে ধন্যবাদ জানান।
প্রতিনিধি ধর্মনগর,,
৫ ই মার্চ দিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনার সংগঠিত হয় পানিসাগর থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের খাসিয়াবাড়ী এলাকায়।ঘটনার বিবরণে প্রকাশ বুধবার দুপুর একটা নাগাদ খাসিয়াবাড়ি স্থিত পুরাতন এ,বি,সি,আই নামক কোম্পানির পুরাতন গোডাউনে অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে।গোডাউনের প্রহরার দায়িত্বে থাকা প্রহরী মানেন্দ্র দেব নাথ জানান এ,বি,সি,আই নামক কোম্পানিটি বিগত ২০১৬ সালে থেকে ঐ এলাকায় কোন কাজ না পাওয়াতে ঐ গোডাউনে বন্ধ অবস্থায় বিভিন্ন সামগ্রী মজুত ছিলো।জানা গেছে বন্ধ গোডাউনে রয়েছে কিছু পুরাতন রেল ইঞ্জিনের লোহা,কয়লা,লেভেল ক্রসিং এ ব্যাবহুত পুরাতন রাবারের সিট। গোডাউন সংলগ্ন স্থানীয় লোকজনেরা জানায়,গোডাউন সংলগ্ন আশপাশ এলাকার জঙ্গলে শুকনো পাতাতে কে বা কাহারা আগুন ধরিয়ে দেওয়াতে অসতর্কতা বশত জঙ্গলের আগুন ধীরে ধীরে গোডাউনে চলে আসাতে গোডাউনে আগুনের সূএপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।গোডাউনের ভিতরে পুরাতন রাবার সিট থাকাতে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।আগুনের তীব্রতা দেখে তড়িঘড়ি খবর পাটানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরে।তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌছানোর পূর্বেই গোডাউনটি পুড়ে ছাই হয়ে যায়।পরবর্তীতে প্রায় এক ঘন্টা প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।তবে সঠিক সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আশায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় আশপাশ এলাকার বতশ বাড়ি গুলি।প্রহরী জানায় আগুনে পুড়ে গোডাউনে থাকা সামগ্রী গুলির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ছয় থেকে সাত লক্ষাধীক টাকা হতে পারে।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পানিসাগর থানার পুলিশ এবং গোডাউনে আগুনের সূএপাতের বিষয়ে খোঁজ খবর নিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।তবে আসলেই কি জঙ্গলের আগুন নাকি নাশকতার আগুনের সূএপাত তা খতিয়ে দেখছে পানিসাগর থানার পুলিশ।
প্রতিনিধি, উদয়পুর :-রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে কৃষকরা এক অগ্রণী ভূমিকা পালন করছে ত্রিপুরায় । এমনই এক চিত্র উঠে এসেছে টেপানিয়া কৃষি মহকুমার অধীনে থাকা কাজল দে নামে এক কৃষকের জমি থেকে। এপিক্যাল রুটেড কাটিং থেকে উৎপাদিত বীজ আলুর উৎপাদনশীলতা মূল্যায়ন করার উদ্দেশ্যে টেপানিয়া কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার সকাল ১১ টায় এক শস্য কর্তন করা হয় । ২০২৪ – ২৫ রবি মরশুমে এই কৃষি মহকুমার ১৪ জন কৃষককে উচ্চ ফলনশীল চারটি প্রজাতির বীজ আলু যথাক্রমে কুফরি লিমা , কুফরি মোহন ও কুফরি হিমালিনী এবং কুফরি থর-২ বীজ সরবরাহ করা হয় । এরমধ্যে আজ কুফরি মোহন এই প্রকারের শস্য কর্তন করা হয়। যার উৎপাদনশীলতা দাঁড়ায় ৩৮ মেট্রিকটন / হেক্টর । টেপানিয়া ধ্বজনগরে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হওয়া এই শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগিছড়া রাজ্য উদ্যান গবেষণা কেন্দ্রের উপ-অধিকর্তা ড: রাজীব ঘোষ , সহকারি অধিকর্তা অরিন মজুমদার এবং আন্তর্জাতিক আলূ গবেষণা কেন্দ্র বিজ্ঞানী রঙ্গনাথ জিজে ও টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত , পশ্চিম ধ্বজনগর পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান সহ প্রমূখ। এদিন উপ-অধিকর্তা ড: রাজীব ঘোষ বলেন , এখনো যে সকল কৃষক উন্নত হয়নি । সে সকল কৃষকদেরকে উন্নত করার জন্য রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা রাজ্যে আলু চাষ ও বীজ উৎপাদনে যেন স্বয়ংবর হতে পারে । এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের কৃষি দপ্তর । প্রথম ফলনে লাভের মুখ দেখার পর এবার দ্বিতীয় ফলনে যে চারটি বীজের পরীক্ষা করা হয়েছে চাষের মাধ্যমে যাতে করেও দেখা গিয়েছে কৃষকের জমিতে ভালো ফলন দিয়েছে আলু। কৃষক মহল ইতিমধ্যেই বলতে শুরু করেছে , ধান চাষের পর এবার আলু ফলনে এগিয়ে যেতে পারে টেপানিয়া। সব মিলিয়ে টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্তের প্রচেষ্টায় যেভাবে চলছে কৃষকদের উন্নয়ন তাতে করে আগামী দিনে এক উন্নতশীল কৃষি মহকুমা হিসেবে রাজ্য সরকারের নজর কাড়বে গোটা টেপানিয়া কৃষি মহকুমা। এমনটাই মনে করছে কৃষকরা । একই সাথে রাজ্য সরকারের কৃষি মন্ত্রী রতন লাল নাথ কৃষকদের জন্য যেভাবে নানা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজ করে চলেছে । তা খুবই প্রশংসার যোগ্য বলে দাবি করেন কৃষি আধিকারিকরা ।