প্রতিনিধি ধর্মনগর,, ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায় ও ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হয় খেলো ধর্মনগর-২০২৪ । দেড় মাস ব্যাপী চলা খেলো ধর্মনগরের বিভিন্ন খেলার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল ১লা ফেব্রুয়ারি শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরে। সমাপ্তি দিনে সিনিয়র লীগের ক্রিকেট ম্যাচ দুইটি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। যথাক্রমে রাইজিং সান এবং সোনালী শিবির এই দুই ক্লাবের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে ম্যাচটি সম্পন্ন হয়। প্রথম ইনিংসে রাইজিং সান ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে হারিয়ে ১৯৬ রানের টার্গেট দেয়। জবাব দিতে দ্বিতীয় ইনিংসে সোনালী শিবির মাঠে নামে। সোনালী শিবির ১০ উইকেট হারিয়ে ১১৪ রান করে রাইজিং সান এর কাছে হেরে যায়। রাইজিং সান এর খেলোয়ার ইকবাল হোসেন ১০২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়। অপরদিকে রাইজিং সানের জয় পাল দুর্ধর্ষ বোলিং করে। জয় ৪ ওভারে ১২ রান দিয়ে,১টি মেইডেন ওভার দিয়ে ৫ উইকেট সংগ্রহ করে।
ধর্মনগর পুরো পরিষদের উদ্যোগে দেড় মাস ব্যাপী খেলো ধর্মনগরের বিভিন্ন খেলার সমাপ্তি দিনে সিনিয়র লিগের ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন।এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী দাস সেন, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, খেলো ধর্মনগরের আহ্বায়ক শ্যামল নাথ, পুর পরিষদের কাউন্সিলারগণ সহ অন্যান্যরা।এই খেলা দেখার জন্য প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে বিবিআই মাঠ কোনায় কোনায় ভরে উঠে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এই খেলাকে উপভোগ করতে দেখা গেছে খেলা প্রেমীদের। স্কুল লীগের খেলায় শ্রেষ্ঠ বেটসম্যান হয় প্রদীপ পাল,শ্রেষ্ঠ বোলার প্রসেনজিৎ সেন,ম্যান অফ দ্যা সিরিজ প্রদীপ পাল। সিনিয়র ডিভিশনে শ্রেষ্ঠ বেটসম্যান হয় দিলীপ নাথ,শ্রেষ্ঠ বোলার জয় পাল,ম্যান অফ দ্যা সিরিজ ইকবাল হুসেন,শ্রেষ্ঠ ক্যাচ জয়দীপ দত্ত,স্টাইলিস্ট প্লেয়ার অফ দ্যা সিরিজ হয় সমশুভ্র দে,ফেয়ার প্লে এওয়ার্ড পায় ওয়ার্ড নং ২ । অত্যন্ত সফলতার মধ্য দিয়ে সম্পন্ন হল এই খেলো ধর্মনগর ২০২৪ ।
ত্রিপুরা
প্রতিনিধি ধর্মনগর,,ধর্মনগরে তীব্র আতঙ্ক ,প্রকাশ্য দিনের আলোয় মালসহ গাড়ি ছিনতাই , ২৪ ঘন্টা পর গাড়ি উদ্ধার হলেও গাড়িতে থাকা মাল উধাও । এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই ধর্মনগরে তীব্র আতঙ্ক বিরাজ করছে । পুলিশ কুম্ভ কর্ণের নিদ্রায় মগ্ন ।সংবাদের বিস্তারিত বিবরণে জানা গেছে গত ২৯ জানুয়ারি কৈলাশহর থেকে মাল বুঝাই বলের ও পিকআপ ভ্যান ধর্মনগর আসার পথে হাফলং এলাকা থেকে ছিনতাই হয়ে যায় । গাড়ির চালক তথা মালিক মলপুথ উল্লা বাড়ি কৈলাশহরের যুবরাজ নগর এলাকায় , TR05D-1815 নম্বরের বোলেরো পিকআপ ভ্যানে আঠা ,ময়দা ও সুজি নিয়ে কৈলাশহর বাবুর বাজার থেকে ধর্মনগর এর কদমতলার উদ্দেশ্যে রওনা দেন ২৯ শে জানুয়ারি সকালে । গাড়ির চালক জানান গত কিছুদিন আগে কৈলাশহর বাবুর বাজারের মুদি ব্যবসায়ী শরাফত উল্লা কদমতলা বাজারের আকলাস মিয়ার দোকান থেকে প্রায় ৮০ বস্তা আটা-ময়দা ও সুজি ক্রয় করেন । কিন্তু আটা ময়দা ও সুজির গুণগত মান ভালো না হওয়ার কারণে তিনি তা ফিরিয়ে দেওয়ার জন্য কৈলাশহর থেকে নিয়ে আসছিলেন । কৈলাসহর ধর্মনগর সড়কের হাফলং এলাকায় আসার পর প্রায় 6-7 জন যুবক তাদের গাড়িটিকে আটক করে । তাদের সঙ্গে চারটি বাইক ছিল। ওই যুবকেরা গাড়ি থামিয়ে তারা জিজ্ঞাসা করে ও জানতে চায় গাড়ির মধ্যে কি আছে । তখন গাড়ির চালক ও কৈলাশহরের মুদি ব্যবসায়ী তাদের পরিচয় জানতে চান । ওই যুবকগুলি জানায় তারা সেল ট্যাক্স দপ্তরের কর্মী ।তাদের কাছে আগরতলা থেকে খবর আসে যে ওই গাড়িতে অবৈধ অনেক জিনিসপত্র রয়েছে । গাড়ির চালক গাড়ির কাগজপত্র এবং মালের মেমো তাদের দেখান এবং বলেন সবকিছু ঠিক আছে। কিন্তু ওই ভুয়ো সেল টে ক্স দপ্তরের যুবকরা তা মানতে রাজি হয়নি । তাদের কাছে তিন লক্ষ টাকা দাবি করে । দাবি মত তিন লক্ষ টাকা না দিলে গাড়ি আটক করা হবে বলে হুমকি দেয় । কিন্তু গাড়ির চালক এবং ব্যবসায়ী তিন লক্ষ টাকা দিতে অসম্মতি জানালে ভুয়া সেল ট্যাক্স দফতরের কর্মীরা গাড়ির চাবি চালক থেকে ছিনিয়ে নেয় এবং গাড়ীর চালক কে বেধড়ক মারধর শুরু করে । এতে মুদি ব্যবসায়ী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু কোন কাজ হয়নি । এরি মধ্যে সেল ট্যাক্স দপ্তরের ভুয়া যুবকরা গাড়িটি নিয়ে চম্পট এবং বলে যায় থানাতে এসে দেখা করার জন্য । গাড়ি চালক ও মুদি ব্যবসায়ী থানাতে যোগাযোগ করে জানতে পারেন থানাতে মাল বুঝাই কোন গাড়ি নেই । এরপর শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি । আজ অর্থাৎ ৩০ জানুয়ারি বেলা তিনটা নাগাদ ধর্মনগর শহরের পদ্মপুর এলাকার স্থানীয় মানুষের সহযোগিতায় একটি পরিত্যক্ত জায়গা থেকে গাড়িটি পাওয়া গেলেও গাড়িতে থাকা আটা ময়দা ও সুজির প্রায় ৭০বস্তা উধাও। এই ঘটনায় ব্যবসায়ী শরাফত উল্লা মানসিকভাবে ভেঙ্গে পড়েন । তিনি ধর্মনগর পুলিশের কাছে কাতর আবেদন জানান তার খোয়া যাওয়া মাল উদ্ধারসহ ভুয়া সেল ট্যাক্স কর্মীদের আটক করার জন্য । এদিকে প্রকাশ্য দিনের বেলা মাল বুঝাই গাড়ি ছিনতাই এবং পরবর্তী সময়ে উদ্ধারের ঘটনায় ধর্মনগরের যানচালকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে ।
বিধায়কের নামে অপপ্রচারের অভিযোগ! ধিক্কারমিছিল ও সাংবাদিক সন্মেলনের শান্তির বাজার মন্ডলের উদ্যোগে।
- শান্তিরবাজার প্রতিনিধি :রাজ্যে বিজেপি ও আই পি এফ টির জোটসরকার গঠনের পরথেকে সবদিকে চলছে উন্নয়নের কাজ। এরইমধ্যে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে বিধায়ক প্রমোদ রিয়াং কাজ করে যাচ্ছেন। বিগত বামআমলে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের কোনোপ্রকার উন্নয়ন হয়নিবললেইচলে। বর্তমানসময়ে বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার বিধানসভাকেন্দ্রে যেসকল উন্নয়নমূলক কাজকরছে তাদেখে বিধায়ককে কালিমালিপ্তকরতে বিরোধীরা চক্রান্ত চালিয়েযাচ্ছে বলে অভিযোগ। এরইমধ্যে সোমবার শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের গারুকলোনীতে সি পি আই এম এর আয়োজিত যোগদান সভাতে বিরোধীদলনেতা জীতেন্দ্র চৌঁধুরী জানান ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক প্রমোদ রিয়াং কোনোপ্রকার উন্নয়ন করেননি জনগণের জন্য । শুধু বিধায়কের নিজের উন্নয়ন হয়েছে, তৈরি করছে থাকার জন্য প্রাসাদ তানিয়ে তীব্র কটাক্ষকরেন বিরোধী দলনেতা। অপরদিকে সি পি আই এম নিজেদের লোকজনদের দেখিয়ে যোগদানের নামে সকলকে বিভ্রান্তকরছেন। কোনো বিজেপি কর্মী সি পি আই এম এ যোগদানকরেননি বলে জানান বিজেপি মন্ডল সভাপতি। লোকজনদের বিভ্রান্তকরতে সি পি আই এম এর প্রয়াস। জীতেন্দ্র চৌধুরীর এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্রধিক্কার জানিয়ে মঙ্গলবার শান্তির বাজারে বিজেপি কর্মীসমর্থকদেরনিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠীতকরাহয়। মিছিল শেষে দলের উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজনকরাহয়। সাংবাদিক সন্মেলের মাধ্যমে বিধায়কের বিভিন্ন সম্পতি এবং উন্নয়নমূলক কাজের বিবরন তুলেধরলেন মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক। বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সন্মেলনে উপস্থিতছিলেন মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক, বিজেপির দক্ষিনজেলার কৃষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা দক্ষিণ জেলা পরিষদের সদস্য নিতিশ দেবনাথ, মন্ডলে সাধারণ সম্পাদক মম্ভু মগ, মন্ডলের সহ-সভাপতি রমেশ রিয়াং সহ অন্যান্যরা।
প্রতিনিধি, বিশালগড় , ২৮ জানুয়ারি।। সিপাহিজলা জেলার তামাক নিয়ন্ত্রণ কক্ষ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে জেলাভিত্তিক তামাকমুক্ত গ্রাম ঘোষণার পদক্ষেপ হিসেবে এক দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। বিশ্রামগঞ্জে জেলা স্বাস্থ্য আধিকারিকের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে ২১ টি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন । সচেতনতার মাধ্যমে তামাকের কুফল গুলো জনসমক্ষে নিয়ে গ্রামকে তামাকমুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা করেছেন সিপাহীজলা জেলার তামাক নিয়ন্ত্রণ কক্ষের আধিকারিক গৌতম দেব । অনুষ্ঠানে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: দেবাশীষ দাস ছাড়াও উপস্থিত ছিলেন আধিকারিক ডঃ দীপ দেববর্মা । ট্রেনিংয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান, সহ উপপ্রধান এবং সদস্য বৃন্দ সহ অন্যন আধিরিকরা উপস্থিত ছিলেন।
প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে ছাত্ররাও সঠিক পদক্ষেপ নিতে পারে তা প্রশিক্ষণ ধর্মনগরে।।
প্রতিনিধি ধর্মনগর,,আজ সকাল ১১টা নাগাদ ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে একটি গুরুত্বপূর্ণ বিপর্যয় মোকাবিলা সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর জিনিয়াস দেববর্মা, বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন, অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিক ও টি এস আর বাহিনীর প্রতিনিধি।সেমিনারে ছাত্রছাত্রীদের বিপর্যয় মোকাবিলায় তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন করা হয়। প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে বিশদে আলোচনা হয়। অনুষ্ঠানটি পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন ও অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ও সচেতনতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত হয়।
প্রতিনিধি ধর্মনগর,, এক গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফের ১০২ এম্বুলেন্সে সন্তান প্রসব। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর বিধানসভা এলাকায়। জরুরী অবস্থায় এম্বুলেন্সেই গর্ভবতী মহিলার সন্তান প্রসব করে আবারো নজির গড়লেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ১০২ এম্বুলেন্সে কর্মরত ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবু নাথ। ঘটনার বিবরণে যানা যায় ২৮শে জানুয়ারি মঙ্গলবার সকালে গর্ভবতী ওই মহিলাকে বাড়ী থেকে এম্বুলেন্সে করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই মহিলার শারিরীক অবস্থার বেগতিক ঘটে। ফলে বাধ্য হয়ে জরুরী অবস্থায় মাঝ রাস্তায় এম্বুলেন্সেই সন্তান প্রসব করান কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের ১০২ এম্বুলেন্সে কর্মরত ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবু নাথ। উনার এই দক্ষতাকে সাধুবাদ জানান উপস্থিত সকলে ও কাঞ্চনপুর হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে মা ও সন্তান কাঞ্চনপুর হাসপাতালে রয়েছে বলে যানা যায়।
প্রতিনিধি মোহনপুর:-রাতের আঁধারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা সাংবাদিক আক্রান্ত হবার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার চেয়ে এসডিপির নিকট ডেপুটেশন দিল মোহনপুর মহকুমা প্রেসক্লাব। সোমবার সন্ধ্যায় এই ডেপুটেশন থেকে দাবি করা হয়েছে অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি সঠিক চার্জ সিট প্রদান করার।
গত ২১ শে ডিসেম্বর লেফুঙ্গা থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় একটি পথ দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক সুজিত নন্দী। ৫ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত দুইজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। সোমবার মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথের নিকট মোহনপুর মহকুমা প্রেসক্লাবের তরফে এক ডেপোটেশন প্রদান করা হয়েছে। এই দিন প্রেসক্লাবের সম্পাদক সুমন মহলানবীশ জানন এসডিপিওর নিকট দাবি জানানো হয়েছে বাকি অভিযুক্তদের অতিসত্বর গ্রেফতার করার। পাশাপাশি আদালতে সঠিক চার্জশিট প্রদান করার জন্য। যাতে অভিযুক্তরা উপযুক্ত শাস্তির আওতায় আসে। এই ডেপোটেশনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, সাংবাদিক সুজিত নন্দী, সবুজ সরকার সহ অন্যান্যরা।
বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া
প্রতিনিধি ধর্মনগর,, ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া। সমগ্র দেশের সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি প্রদর্শিত হবে কুচকাওয়াজ। সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই কুঁচকাওয়াজের চূড়ান্ত মহড়া বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হলো আজ।
ত্রিপুরা স্টেট রাইফেল, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা ওমেন পুলিশ, ডিয়ার পুলিশ, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড এবং দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে চূড়ান্ত মহড়া পর্যবেক্ষণ করেন।
প্রতিনিধি কৈলাসহর:-নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ ও ডক্টর সেল ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টি ৫৩ কৈলাসহর মন্ডলেরর সহযোগিতায় বৃহস্পতিবার হীরাছরা এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় মেগা স্বাস্থ্য শিবির।প্রদীপ প্রজ্জলন করে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ।এছাড়াও শিবিরে ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সদস্য নিতীশ দে,জেলা যুব মোর্চা সভাপতি অরূপ ধর, ভারতীয় জনতা পার্টি ঊনকোটি ডক্টর সেলের সদস্য ডঃ অভিজিত দেববর্মা ও ডঃ সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা।গৌরনগর ব্লকের অধীন হীরাছরা এডিসি ভিলেজ এলাকার অধিকাংশ লোকই বাগান শ্রমিক ও সংখ্যালঘু অংশের বাসিন্দা। শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত এই এলাকার বাসিন্দাদের কাছে শহরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অনেকটাই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার।ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ ও ডক্টর সেল ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে আজকের এই স্বাস্থ্য শিবিরে উপকৃত হয়েছেন প্রায় তিন শতাধিক লোক।আজকের এই শিবিরে এলোপ্যাথি,আয়ুর্বেদিক,দন্ত, ও হোমিওপ্যাথির বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরিসেবা প্রদান করেছেন।একই সাথে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। শিবিরে পরিষেবা প্রদান করেন জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তাপস দত্ত,দন্ত চিকিৎসক সঞ্জীব ধর, হোমিও চিকিৎসক দেবাশীষ পাল,ডঃ মনিষ সিনহা,ডঃ অঞ্জন দাস সহ অন্যান্যরা।
আজকের এই মেগা স্বাস্থ্য শিবির সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ঊনকোটি জেলা কমিটির সদস্য ডঃ অভিজিৎ দেববর্মা বলেন,আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মজয়ন্তীর বিশেষ দিনে প্রত্যন্ত হীরাছরা এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।তিনি আরো বলেন ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বায়ক ডঃ সুশান্ত রায়ের অনুপ্রেরণাতেই মূলত এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা সম্ভব হয়েছে।রাজ্যের গ্রামীন ও প্রত্যন্ত এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিনিয়ত উৎসাহ প্রদান করেন।
প্রতিনিধি,গন্ডাছড়া ২৩ জানুয়ারি:- রাস্তা এবং পানীয় জলের দাবিতে গন্ডাছড়ায় রাস্তা অবরোধ সংঘটিত করে জনজাতিরা। বৃহস্পতিবার সাতসকালে মহকুমার পঞ্চরতন এবং কালাঝাড়িতে রাস্তা অবরোধ করে বসে বেশ কিছু পাড়ার জনজাতিরা। এদিন সকাল ছয়টা থেকে গন্ডাছড়া রইস্যাবাড়ি রাস্তার পঞ্চরতন হাতিমাথা রাস্তার মুখে দলপতি, কল্যাণ সিং, রতননগর, ভগিরথ ভিলেজের শত শত মানুষ পানীয় জল এবং রাস্তার দাবীতে পথ অবরোধ করে। রাস্তা অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান পূর্ত, গ্রাম উন্নয়ন এবং পানীয় জল সম্পদ দপ্তরের আধিকারিকরা। তারা অবরোধকারীদের আশ্বাস দেন খুব শীঘ্রই তাদের দাবি পূরণ করা হবে । এরপর অবরোধকারীরা সকাল সাড়ে নয়টা নাগাদ রাস্তা অবরোধ তুলে নেয়। অপরদিকে কালাঝাড়ি ভিলেজের সাধু চন্দ্র পাড়া, অযোধ্যা পাড়া সহ বেশ কিছু পাড়ার মানুষ রাস্তার দাবিতে সকাল থেকে গন্ডাছড়া অমরপুর রাস্তার কালাঝাড়িতে পথ অবরোধ করে বসে। অবরোধের খবর পেয়ে সেখানে উঠে যান ব্লক আধিকারিক, পূর্ত আধিকারিক সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আধিকারিকরা অবরোধকারীদের সাথে কয়েক দফা আলোচনা করেও সমাধান সূত্র বের করতে পারেনি। অবশেষে দুপুর বারোটা নাগাদ আধিকারিকদের লিখিত প্রতিশ্রুতিতে রাস্তা অবরোধ তুলে নেয় জনজাতিরা। এদিকে বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া সদর বাজারের সাপ্তাহিক হাটবার। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুদিকে ছোট ,বড় দূরপাল্লা যানবাহন আটকে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।