ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির পরেই আবার পরমাণু হামলার আশঙ্কা প্রকাশ করল আমেরিকা। সেই সঙ্গে জো বাইডেন সরকারের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন সরাসরি বললেন, ‘‘ভারত এবং চিন না বাধা না দিলে হয়ত এত দিনে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র প্রয়োগ করতেন।’’আগামী সপ্তাহেই জি-২০ এবং সাংহাই সংলাপে যোগ দিতে দিল্লি আসছেন ব্লিঙ্কেন। তার আগে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাঁর এই বক্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। মস্কোর উপর নয়াদিল্লি এবং বেজিংয়ের ‘প্রভাবের’ কথা বলে শান্তি ফেরানোর জন্য দুই দেশের উপর আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার নির্ভরতার কথাও কার্যত স্বীকার করে নিলেন তিনি।প্রসঙ্গত, চলতি সপ্তাহেই আমেরিকার সঙ্গে কৌশলগত পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন। তার পরেই আমেরিকার তরফে মস্কোর বিরুদ্ধে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে ব্লিঙ্কেন বলেন, ‘‘অনেক ক্ষেত্রেই পুতিনের প্রতিক্রিয়া যুক্তিসঙ্গত নয়। সম্প্রতি, রাশিয়ার থেকে যে প্রতিক্রিয়া আসছে তাতে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।’’
আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ল জাপান সাগরে! কিম বললেন, দেখালাম আমাদের কত ক্ষমতা
আন্তর্জাতিক মহলের বার বার হুঁশিয়ারি সত্ত্বেও আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। শনিবার আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)-এর উৎক্ষেপণ করেছে তারা। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র কেসিএনএ-র প্রতিবেদন অনুযায়ী, প্রশাসক কিম জং উন শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় সামরিক মহড়ার নির্দেশ দেন। সেই মহড়াতেই হোয়াসং-১৫ ক্ষোপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে পিয়ংইয়ং বিমানবন্দর থেকে।সফল উৎক্ষেপণের পরই নাম না করে আমেরিকাকে কিম হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে প্রমাণ করে দিলাম, আমাদের ক্ষমতা কতটা। হামলা করলে, পাল্টা পরমাণু হামলা করতেও প্রস্তুত আমরা।” গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ সামরিক মহড়া হয়েছে। তার পর পরই উত্তর কোরিয়ার এই শক্তিপ্রদর্শন কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। শুধু তাই-ই নয়, এই ক্ষেপণাস্ত্র ছুড়ে কিম আবার বার্তা দিতে চাইলেন যে, প্রয়োজনে তাঁরাও পরমাণু হামলা থেকে পিছিয়ে আসবেন না।
দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার ছোড়া এই ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে জাপান সাগরে। অন্য দিকে জাপানের দাবি, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ আর্থিক অঞ্চল ছুঁয়ে সমুদ্রে পড়েছে। তবে এই ক্ষেপণাস্ত্রটি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম বলে দাবি দক্ষিণ কোরিয়ার।
ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়ান স্টাডিজ-এর অধ্যাপক ইয়াং মু-জিনের মতে, এই উৎক্ষেপণ খুব একটা পরিকল্পিত ছিল না। আচমকাই এই মহড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রশাসক। আর এই আচমকা মহড়ার মাধ্যমে তারা বার্তা দিতে চাইছে যে, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা রাখে উত্তর কোরিয়া। জিনের মতে, এখন থেকে মাঝেমধ্যেই উত্তর কোরিয়ার এ রকম আচমকা মহড়া দেখা গেলে বিষয়টি খুব একটা অপ্রত্যাশিত বলে ধরে নেওয়া উচিত হবে না।
শহরের কবরস্থানগুলি আগেই ভর্তি হয়ে গিয়েছে। ভূমিকম্পে মৃতদের দেহ কবরস্থ করার জন্য নতুন কবরস্থান খুলেছে প্রশাসন। সেখানে গণকবর দেওয়া হচ্ছে। তবে ফুরিয়ে এসেছে সেই ঠাঁইও।তুরস্কের মারাশ শহরে গত কয়েক দিনের ছবিটা এমনই। শহরে ৫ লক্ষ মানুষ বাস করেন। মৃতদেহ সৎকারের জন্য কয়েকটি কবরস্থান রয়েছে। কিন্তু গত সোমবারের ভূমিকম্পের পর সেখানে আর তিল ঠাঁই নেই।মৃতদেহের ভিড় সামাল দিতে প্রশাসনের তরফে শহরেই অন্য একটি স্থান মৃতদেহ সৎকারের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে, সেখানেও ভিড় বাড়ছে, ফুরিয়ে আসছে ঠাঁই। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মারাশ শহরে এখনও পর্যন্ত ৫ হাজার মৃতদেহ কবরস্থ করা হয়েছে। তবে যে হারে মৃতের সংখ্যা বেড়ে চলেছে, তাতে দ্বিগুণ পরিমাণ মৃতদেহ সৎকারের প্রয়োজন পড়তে পারে, আশঙ্কা প্রশাসনের।
কে বলল বাঙালি ব্যবসা বোঝে না! কয়লার দাম কমান, ‘বিপন্ন’ আদানিকে চিঠি হাসিনা সরকারের
কে বলে বাঙালি ব্যবসা বোঝে না? কারা অভিযোগ করেন, সময়োচিত সিদ্ধান্ত নিতে বাঙালি গড়িমসি করে? বিপাকে পড়া আদানি গোষ্ঠীকে তাপবিদ্যুৎ প্রকল্পের কয়লার দাম কমানোর কথা বলে শেখ হাসিনার সরকার বুঝিয়ে দিল, কর্পোরেট সংস্থার মতোই দ্রুত সাহসী আর্থিক পদক্ষেপ করতে তারা সক্ষম। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নসরুল হামিদকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়লার আমদানি মূল্য কমানোর জন্য আলোচনা চেয়ে আদানি গোষ্ঠীকে চিঠি দিয়েছে তারা। হামিদ বলেছেন, ‘‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা কম দামে কয়লা পাচ্ছি। আদানির ক্ষেত্রেও ওই দামেই কয়লা পাওয়ার জন্য আমরা আলোচনার পথে হাঁটতে চাই।
পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে প্রার্থনার সময় ‘আত্মঘাতী’ বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে ১৫০ জন। বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ ভেঙে পড়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। ওই ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়েছেন। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, প্রাথমিক ভাবে তা জানা যায়নি। এই ঘটনার নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের প্রাণ বাঁচাতে মুসলিম লিগের সকল সদস্যকে রক্তদান করার নির্দেশ দিয়েছেন শরিফ। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও একে ‘জঙ্গিহানা’ তকমা দিয়েছেন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদে প্রার্থনার সময় ওই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় মসজিদে ভিড় করেছিলেন অন্তত ২৬০ জন নাগরিক। এই ঘটনায় কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আহত হয়েছেন ১৫০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।
পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর দাবি, বিস্ফোরণের আগে মসজিদের ভিতরেই ছিলেন আত্মঘাতী বোমারু। নমাজের জন্য জড়ো হওয়া মানুষজনের মধ্যে সামনের সারিতে ছিলেন তিনি।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শীর্ষ এক কমান্ডারের নিহত হওয়ার খবর জানাল ওয়াশিংটন। আফ্রিকার সোমালিয়ায় আমেরিকা সেনার ‘স্পেশাল ফোর্সের’ হামলায় বিলাল আল সুদানি নামে ওই আইএস নেতা এবং তাঁর ১০ সঙ্গী নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার পেন্টাগনের তরফে জানানো হয়েছে।আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ‘‘প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ২৫ জানুয়ারি (বুধবার) উত্তর সোমালিয়ায় আইএসের গোপন ডেরায় অভিযান চালিয়েছিল স্পেশাল ফোর্স। সেই অভিযানেই বিলাল এবং তাঁর সঙ্গীরা নিহত হয়েছেন।’’ আমেরিকা সেনার জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল মার্ক মিলেরির দাবি, বিলালের মৃত্যুতে আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় বড় ধাক্কা খাবে আইএস।
গুগলে কাজ করতেন স্বামী এবং স্ত্রী দু’জনেই। একই সময়ে ইমেল পাঠিয়ে দু’জনকেই ছাঁটাই করল এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। কোনও নোটিস ছাড়াই এই যুগলকে ছাঁটাই করা হয়েছে বলে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দম্পতিকে একই সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার ইমেল পাঠানো হয়েছিল। ওই মহিলা ছ’বছর ধরে গুগলে কাজ করেছিলেন এবং তাঁর স্বামীও দু’বছর হল সংস্থায় যোগ দিয়েছিলেন। ওই মহিলা সদ্য এক সন্তানের জন্ম দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত বছরের শেষের দিকে দম্পতির সন্তান হয়। ওই মহিলা ছাঁটাইয়ের আগে আগেই মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ছুটি নেওয়ার পরিকল্পনা করেছিলেন স্বামীও। কিন্তু তার মধ্যেই দম্পতিকে একসঙ্গে ছাঁটাই করল দম্পতি।
৭০ জন ভারতীয় পুণ্যার্থীকে নিয়ে উল্টে গেল বাস, নেপাল থেকে ফেরার পথে দুর্ঘটনা
নেপাল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ভারতীয় পুণ্যার্থীদের বাস। ৭০ জন যাত্রী নিয়ে বাসটি উল্টে গিয়েছে। অন্তত ৬০ জনের আহত হওয়ার খবর মিলেছে।নেপালের ত্রিবেণী ধাম থেকে ফিরছিল বাসটি। তাতে ছিলেন মোট ৭০ জন। পুণ্যার্থীরা সকলে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। শনিবার বিকেলে ভারত, নেপাল সীমান্তের কাছে, ঠুঠিবাড়ি সীমান্ত থেকে ৫০০ মিটার দূরে তাঁদের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
রাশিয়াকে ‘গোল’ দিতে স্ট্রাইকার পাবে ইউক্রেন! পেন্টাগনের সিদ্ধান্তে মোড় ঘুরবে যুদ্ধের?
নতুন বছরের গোড়া থেকেই ইউক্রেনের উপর হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পাশাপাশি পূর্ব ইউক্রেনের ডনবাসে (ডোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে একত্রে এই নামে ডাকা হয়) স্থলপথেও আগ্রাসনের অভিঘাত বেড়েছে। এই পরিস্থিতিতে ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীকে অত্যাধুনিক স্ট্রাইকার সাঁজোয়া গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা।পেন্টাগনের তরফে বৃহস্পতিবার ইউক্রেনের জন্য ২৫০ কোটি ডলারের (প্রায় ২০ হাজার ৩০০ কোটি টাকা) সামরিক সাহায্য ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ৯০টি স্ট্রাইকার সাঁজোয়া গাড়ি। যার পোশাকি নাম ‘আর্মড পার্সোনেল ভেহিকল্’। মূলত রুশ গোলা ও বোমাবর্ষণ এড়িয়ে নিরাপদে যুদ্ধক্ষেত্রে সেনাদের পাঠাতে কাজে লাগে এই সামরিক যান। পাশাপাশি, শত্রুর উপর প্রতি আক্রমণেও এই সাঁজোয়া যান দক্ষ। এই প্রথম ইউক্রেন সেনাকে স্ট্রাইকার দিল ওয়াশিংটন। জো বাইডেন সরকারের এই সিদ্ধান্তে পূর্বের রণাঙ্গনে রুশ ফৌজ বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।স্ট্রাইকারের পাশাপাশি কিভের জন্য পেন্টাগনের সামরিক প্যাকেজে রয়েছে ‘হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ (হিমার্স) এবং যুদ্ধযান (ইনফ্র্যান্ট্রি ফাইটিং ভেহিকল্) ব্র্যাডলি। প্রসঙ্গত, আমেরিকা থেকে আমদানি করা এইএম-১৪২ মাল্টিপল রকেট লঞ্চার হিমার্সের ‘সৌজন্যেই’ গত ১১ মাস ধরে রুশ ফৌজের অগ্রগতি ইউক্রেন অনেকটা রুখে দিতে পেরেছে বলে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন। পাশাপাশি, মুখোমুখি লড়াইয়ে জিতে দক্ষিণ ইউক্রেনের খেরসনকে জঙ্গিমুক্ত করার নেপথ্যে বড় ভূমিকা ছিল ব্র্যাডলির। এ বার কি রুশ সেনাকে ‘গোল দেওয়ার’ পালা স্ট্রাইকারের?
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা। ইয়েতি এয়ারলাইন্সের (Yeti Airlines) বিমান ভেঙে পড়েছে। কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। পোখরা বিমানবন্দরের কাছেই বিমানটি ভেঙে পড়ে। বিমানে ৬৮ জন যাত্রী ও চালক সহ ৪ জন বিমানকর্মী ছিলেন। শুরু হয়েছে উদ্ধারকাজ। জমে গিয়েছে ভিড়। এখনও পর্যন্ত ৩৫ জনের দেহ উদ্ধার। ৭২ আসনের ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে যাত্রীদের মধ্যে ১০ জন বিদেশি। ২টি শিশুও ছিল। এদিন সকাল ১০টা ৩২-এ কাঠমাণ্ডু থেকে ওড়ে পোখরাগামী বিমানটি। অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়ে। ভেঙে পড়ার পর বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যান নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রী। পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনাস্থল পশ্চিম নেপালে অবস্থিত। ইয়েতি এয়ারলাইন্সের যে বিমানটি ভেঙে পড়েছে সেটি জোড়া ইঞ্জিনের ATR 72 বিমান। নেপালের সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপাল (CAAN) জানিয়েছে ইয়েতি এয়ারলাইন্সের 9AN-ANC ATR-72 কাঠমান্ডু থেকে সাড়ে দশটা নাগাদ উড়ান দিয়েছিল। পোখরা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। সেটিই সেতি নদীর পাশে ভেঙে পড়ে।