
কলনেল চৌমুহনী স্থিত ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে প্রদেশ কংগ্রেস কর্তৃক আজ এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য শাখা সংগঠনের একাধিক কংগ্রেস নেতৃত্ব ও অনুগামীরা অপস্থিত ছিলেন। আগামী মাসেই রাজ্যে আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। উনার রাজ্য সফর এবং রাজ ভবন অভিযান কে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি শুরু করছে প্রদেশ কংগ্রেস। আজকের এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন এর প্রস্তুতি , ভোটার লিস্ট এর কাজে সকলের সক্রিয় ভূমিকা পালন সংক্রান্ত বিষয়ে ও বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বৈঠকে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।