প্রতিনিধি, গন্ডাছড়া ৩১ মার্চ:- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার চলছে। এরই অঙ্গ হিসাবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রবিবার রাইমাভ্যালী মন্ডলের ৫১ নং বুথের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিন নারিকেল কুঞ্জ ভিলেজে অনুষ্ঠিত সভায় সিপিআইএম দল ত্যাগ করে ২৩ পরিবারের ৭৪ ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, যুব নেতৃত্ব প্রীতি কুমার চাকমা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরার পাশাপাশি সিপিএম এবং কংগ্রেস দলের সমালোচনা করেন।
রাজনীতি
প্রতিনিধি, বিশালগড় ,।। প্রদেশ স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত বিজেপি তিপরা মথার কর্মীরা যৌথ ভাবে কাজ শুরু করেছে । গোলাঘাটি বিধানসভায় তিপরা মথা এবং বিজেপির নেতা কর্মীরা সঙ্ঘবদ্ধভাবে মানুষের সমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করছে । শনিবার বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে গাবর্দি বাজারে মিছিল করে বিজেপি তিপরা মথার নেতা কর্মীরা। যৌথ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক মানব দেববর্মা। এছাড়া ছিলেন বিজেপির জেলা সহসভাপতি অমল দেবনাথ, সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা সহ বিজেপি এবং তিপরা মথার নেতা কর্মীরা। নিজ নিজ দলের পতাকা নিয়ে মিছিলে অংশ নেন উভয় দলের সমর্থকরা। বিজেপি তিপরা মথা জোট মাঠ পর্যায়ে কার্যকর হচ্ছে তা যৌথ কার্যক্রমে পরিলক্ষিত হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মানব দেববর্মা বলেন গোলাঘাটির বিজেপির নেতা কর্মীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ ২০১৩ সালের নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন । এলাকার বাম বিরোধী মানুষদের নিয়ে ভোটের ময়দানে লড়াই করেছিলেন। তিনি বলেন এলাকার জাতি জনজাতি সকল অংশের মানুষের আশীর্বাদে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জয়ী হবেন । তিনি আরও বলেন গোলাঘাটি বিধানসভায় কংগ্রেসের কোন ভোট নেই বললেই চলে । সিপিএমের ভোটারদের সমর্থন কংগ্রেস প্রার্থী পাবে কি-না সন্দেহ রয়েছে । তাই বিভ্রান্তির শিকার না হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে ভোট দেওয়ার আহবান জানান তিনি । কারণ এ রাজ্যের জাতি জনজাতি সকলের উন্নয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সম্ভব । এখন সরকারি প্রকল্পের সুবিধা সকলের ঘরে পৌঁছে যাচ্ছে । সিপিএম গরিব মানুষের উন্নয়ন নিয়ে রাজনীতি করেছে । এদের আর সুযোগ দেয়া যাবেনা। গোলাঘাটি বিধানসভায় বিপুল ভোটে বিজেপি তিপরা মথা জোট প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার আহবান জানান তিনি ।
বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা।
উদয়পুর প্রতিনিধি
আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে । শাসক এবং বিরোধী উভয় দুই রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে গোটা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র জুড়ে । শুক্রবার সকাল থেকে বাগমা বিধানসভা কেন্দ্র এবং মাতারবাড়ি বিধানসভা কেন্দ্র জুড়ে ইন্ডিয়া জোট তথা কংগ্রেসের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে বাম ও কংগ্রেস দুই দলের কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা বাজার সভা সংঘটিত করে । প্রতিটি বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে আশিস সাহা থেকে শুরু করে বাম নেতৃত্ব প্রত্যেকে তীব্র আক্রমণ শানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে। একই সাথে আক্রমণ শানান কেন্দ্রের মোদি সরকার। একের পর এক আক্রমণের নিশান আইনে বিরোধী রাজনৈতিক দল তথা কংগ্রেস ও সিপিআইএম । নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেল জওয়ানরা ব্যাপক নিরাপত্তা দেয় বিরোধী রাজনৈতিক দলের ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশীষ কুমার সাহা কে । কিন্তু ঐদিন মহারানী হাসপাতাল চৌমুনীতে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা ভাষণ চলাকালীন সময় হঠাৎ কোন এক রাজনৈতিক দলের স্লোগানে পরিস্থিতি অন্যদিকে মোড় নেওয়ার মুহূর্তেই কড়া মনোভাব পোষণ করে কেন্দ্রীয় বাহিনী। আর তাতে কোন ধরনের রাজনৈতিক উত্তেজনা ছড়াতে পারেনি এদিন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মহারানী হাসপাতাল চৌমুহনী বাজারে ।
প্রতিনিধি , উদয়পুর :- চৈত্রের গরমে ভোট প্রচার চলছে জোড় কদমে । মাথাবাড়ি বিধানসভা ৫০ নং বুথের অন্তর্গত মুড়াপাড়া শাস্ত্রী কলোনি এলাকায় বিজেপির সমস্ত কর্মীদের নিয়ে জনসম্পর্ক অভিযানে বের হন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। জন সম্পর্ক অভিযানে বের হয়ে বিধায়ক প্রতিটি বাড়িতে বিভিন্ন নাগরিক থেকে শুরু করে ভোটারদের কাছে দলীয় ভাবে বিভিন্ন প্রচারের কর্মসূচি তুলে ধরেন একই সাথে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলকের যে কাজকর্ম হয়েছে গোটা বিধানসভা জুড়ে সে তথ্য রাখেন জনসাধারণের কাছে। সেই সাথে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এদিন প্রচার করেন বিধায়ক অভিষেক দেবরায় । আগামী ১৯ এপ্রিল যে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা আসনে তাকে সামনে রেখে দলীয় কর্মীরা এদিন বিভিন্ন গ্রামীণ এলাকায় বিধায়কদের সাথে নিয়ে পোস্টার এবং দলীয় প্রচারে গিরে ফেলেন গোটা শাস্ত্রী কলোনি এলাকা । বিধায়ক অভিষেক দেবরায় প্রচারে বের হয়ে দাবি করেন , পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে জয়যুক্ত করার লক্ষ্যমাত্রা কে প্রাধান্য দিয়ে এবং প্রধানমন্ত্রী গ্যারান্টিকে প্রতিটি মানুষের দৌড় গড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মুড়া পাড়া শাস্ত্রী কলোনী এলাকায় এই জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হয়েছে । আগামী দিনেও এই ধরনের জনসম্পর্ক অভিযান জারি থাকবে এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রতিটি পঞ্চায়েতের গ্রাম জুড়ে । শুক্রবার সকালে বিধায়ক অভিষেক দেবরায়ের এই প্রচার অভিযান কে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় গোটা শাস্ত্রী কলোনী এলাকায় ।
প্রতিনিধি, বিশালগড় , । জনসমর্থন হারিয়ে লোকসভা নির্বাচনেও জোট বেঁধেছে কংগ্রেস সিপিএম । এই জোটকে কেউ বলছে বামগ্রেস। আবার কেউ বলছে অশুভ জোট। তবে জোটের কুপ্রভাব পড়েছে সিপিএমের অন্দরে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা আসনে জোটের প্রার্থীকে মেনে নিতে পারছেনা সিপিএমের সমর্থকরা। বামগ্রেস নেতারা বিধানসভা নির্বাচনেও “আইয়া পরতাছি ” বুলিতে মানুষকে বিভ্রান্ত করেছিলো। বামগ্রেস নেতারা মুখে যা-ই বলুক না কেন বাস্তব বলছে অন্য কথা। জোটের ঘোষণা হতেই মুখ ফিরিয়ে নিচ্ছে সিপিএমের সমর্থকরা। গ্রামীণ এলাকায় সিপিএম ছাড়ার হিড়িক লেগেছে । শুক্রবার সিপাহীজলা জেলার কমলাসাগর, গোলাঘাটি এবং চড়িলামে ২৩৭ ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিন গোলাঘাটি বিধানসভার পাথালিয়াবাড়ি পঞ্চায়েতের নবশান্তিগঞ্জ বাজারে বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, সহসভাপতি প্রদীপ ভৌমিক, মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, কিশোর ঘোষ প্রমূখ। সভায় ১০৪ জন সিপিএমের সমর্থক বিজেপিতে যোগ দেন। উপস্থিত নেতৃবৃন্দ নবাগতদের বরণ করেন। দলত্যাগীরা দীর্ঘদিন সিপিএমের হয়ে কাজ করেছেন। এমনকি কংগ্রেস জোট সরকারের সময়কালেও নানা অত্যাচার সহ্য করে সিপিএমের জন্য কাজ করেছেন। বর্তমানে কংগ্রেসের সাথে সিপিএমের জোট মেনে নিতে পারছেনা তারা। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দলত্যাগীরা। এছাড়া কমলাসাগর বিধানসভার নগরপাড়ায় ১০১ জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাদের বরন করেন বিধায়ক অন্তরা দেব সরকার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, মন্ডল সভাপতি সুবীর চৌধুরী প্রমুখ। প্রাক্তন সিপিএমের বিধায়ক নারায়ণ চৌধুরীর পাড়ায় এই দলত্যাগে অস্বস্তিতে বাম শিবির । অন্যদিকে চড়িলাম বিধানসভার ১৬ নম্বর বুথে ১১ জন এবং ২৬ নম্বর বুথে ২১ জন সিপিএমের সমর্থক বিজেপিতে যোগ দেন। নবাগতদের বরণ করেন মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। সব মিলিয়ে কংগ্রেসের সঙ্গ ধরে জমি হারাচ্ছে সিপিএম ।
প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়ায় এক প্রকাশ সমাবেশের মধ্য দিয়ে ২০১৭০ জন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। শুক্রবারের এই সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
সিপিআইএম দীর্ঘ ২৫ বছর শুধুমাত্র মানুষকে শোষণ করে গেছে। মুখে বলেছে গরিবের সরকার। কিন্তু বাস্তবে গরিবের জন্য একটি কাজও করেনি এই বাম সরকার। বামুটিয়া বিনোদিন স্কুল মাঠে এই ভাবেই বক্তব্যে শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ২০২৩ বামুটিয়া বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছিল বিজেপির বিধায়ক কৃষ্ণ ধনদাস। এই দিন রাজিব ভট্টাচার্য বলেন ভারতীয় জনতা পার্টির সরকার ৩ লক্ষ্য ৭২ হাজার ঘর রাজ্যের গরিব পরিবারগুলোকে প্রদান করেছে। প্রতিটি ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিয়েছে এই সরকার। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে রাজ্যে। এই উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল সংখ্যক ভোটে জয়ী করানোর আহ্বান করলেন তিনি। অন্যদিকে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার জীবনের অন্তি লগ্নে এসে ভোট দিতে হবে কংগ্রেসকে। এটা উনার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা হবে বলে মন্তব্য করলেন তিনি। পাশাপাশি মানিক সরকার কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন কিনা সেই বিষয়টিও জনসমক্ষে স্পষ্ট করার কথা বললেন বিপ্লব। এদিনের সমাবেশে রাজ্যের সন্ত্রাসবাদের উত্থান, বিভিন্ন সময় বিধায়ক মন্ত্রীদের খুনের ঘটনা পেছনে কংগ্রেস এবং সিপিএমের হাত ছিল বলে সরাসরি অভিযোগ আনলেন বিপ্লব কুমার দেব। এদিন পরবর্তী সময়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নিলেন বিপ্লব কুমার দেব, রাজিব ভট্টাচার্য, মন্ডল সভাপতি বিজু পাল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন ১ নং সীমনা বিধানসভা এলাকাতেও বাইক রেলি অনুষ্ঠিত হয় বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মাথার উদ্যোগে। এদিন খোয়াই চৌমুহনি এলাকা থেকে শুরু হয় বাইক রেলি। বিভিন্ন পথ পরিক্রমা করে বৈরাগী পাড়ার অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। এই সভাতে উপস্থিত ছিলেন সিমনা বিধানসভার বিধায়ক বৃষকেতু দেববর্মা, হেজামারা বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, যুব মোর্চার নেতা বিনোদ দেববর্মা সহ অন্যান্যরা।
প্রতিনিধি , উদয়পুর :-
আগামী ১৯শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ । লোকসভা ভোটকে সামনে রেখে প্রচারে খামতি রাখতে নারাজ ত্রিপুরার শাসকদল বিজেপি । বিরোধীদের কে পেছনে ফেলে প্রচারে তেজি নিয়ে এসেছে শাসক দল । বৃহস্পতিবার সকালে ৩১ রাধা কিশোরপুর বিধানসভার অন্তর্গত ৪১ নং বুথে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে বের হয় এসসি মোর্চার নেতৃত্বরা । এদিন দলীয় নির্বাচনী প্রচারে অংশ নেন আর কে পুর মন্ডলের এসসি মোর্চার সহ-সভাপতি দীপক দাস , মন্ডল সদস্য হারাধন দে ও আর কে পুর মন্ডলের সাধারণ সম্পাদক দেবাশীষ রায় বর্মন সহ প্রমূখ । এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এসসি মোর্চার নেতৃত্বরা বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়ে ব্যাপক সাড়া ফেলে দেয় । পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা বলেন , আগামী ১৯ শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়ী করতে হবে । তাই ৪১নং বুথে প্রতিটি বাড়ির নাগরিকের কাছে এবং সমস্ত অংশের ভোটারদের কাছে রাজ্যের উন্নয়নকে তুলে ধরা হচ্ছে। এলাকায় যে সকল নাগরিকরা সরকারি সুযোগ-সুবিধা পেয়েছে তারও প্রচার করা হচ্ছে । পাশাপাশি সংখ্যালঘুদের জন্য রাজ্য কেন্দ্রীয় সরকার যে সকল প্রকল্প চালু করেছে সেই সকল বিষয়গুলি নিয়েও ছোট ছোট উঠানসভা করা হচ্ছে এসসি মোর্চার উদ্যোগে ।
দলীয়ভাবে প্রচারে জোর লড়াই চলছে । শুধু এলাকাভিত্তিক নয়, এই ছাড়াও বর্তমানে ইন্টারনেট যুগে বিভিন্ন সামাজিক মাধ্যমে এলাকার উন্নয়ন ও প্রচার তুলে ধরা হচ্ছে। প্রতিদিন এসসি মোর্চার উদ্যোগে স্লোগান থেকে শুরু করে সকালে প্রাত: ভবনে বের হয়েও দলীয় প্রচারে তেজি নিয়ে আসা হয়েছে । উন্নয়নের মধ্য দিয়ে এলাকার বিরোধীদেরকে যোগ্য জবাব দিতে হচ্ছে । তাই আজ থেকে প্রতিদিন প্রতিটি বুথের দলীয় কার্যালয়ে সমস্ত অংশের কর্মীরা দলীয় কাজকর্ম এলাকার নির্বাচনী বুথ থেকে পরিচালনা করছে বলে নেতৃত্বরা জানান । এদিন বিজেপির এসসি মোর্চার নেতৃত্বরা রাজারবাগ এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে যেভাবে সারা ফেলে দিয়েছে এবং একই সাথে নতুন ভোটারদের কাছেও যেভাবে বার্তা পৌঁছে দিয়েছে তা আগামী ১৯ এপ্রিল লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে বলে আসা ব্যক্ত করেন এসসি মোর্চার দলীয় নেতৃত্বরা ।
প্রতিনিধি মোহনপুর:-বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে রাঙ্গামোড়ায় এক যোগদান সভাতে ১০২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নিলেন মন্ত্রী রতন লাল নাথ।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সমস্ত অংশে বিজেপি দলে যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই মধ্যে সাম্প্রতিক কালে মোহনপুর বিধানসভা এলাকাতে বেশ কয়েকটি যোগদান সভা সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার এই যোগদান সভাতে উপস্থিত থেকে মন্ত্রী রতন লাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী মানুষের স্বার্থে যেভাবে কাজ করছেন তা স্বাধীন ভারতের ইতিহাসের কখনোই হয়নি। পাশাপাশি গোটা রাজ্যে মানুষের কল্যাণে সরকার একের পর এক জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে। এই উন্নয়নের গতিকে জারি রাখতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করানোর আহ্বান করলেন মন্ত্রী রতন লাল নাথ।
প্রতিনিধি কৈলাসহর:-আগামী ২৮ শে মার্চ আমবাসা জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক ও সমাহর্তার নিকট পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মনোনয়ন পত্র দাখিল করবেন।পাশাপাশি ৩১শে মার্চ কৈলাসহর পুরাতন টাউন হলে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে মাইনরিটি মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়ার উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক এবং ৩রা এপ্রিল কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ও পূর্ব ত্রিপুরা এস টি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার উপস্থিতিতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে।
এই তিনটি কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য গতকাল সন্ধ্যায় কৈলাসহর জেলা কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী,জেলা সাধারণ সম্পাদক অরুন সাহা,মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত,সংখ্যালঘু মোর্চার প্রদেশ নেতৃত্ব গিয়াস উদ্দিন সহ প্রদেশ জেলা ও মন্ডলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি মোহনপুর:-পশ্চিম ত্রিপুরার লোকসভায় আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচির সূচনা হলো বামুটিয়া বিধানসভাতে। সোমবার সকালে নবগ্রাম এলাকায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মানুষের কাছে গিয়ে ভোট চাইলেন। আবেদন করলেন উন্নয়নের নিরিখে বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করার জন্য।
বিধানসভা এলাকার অন্তর্গত নবগ্রাম এলাকা থেকে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে সোমবার। এই দিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি এলাকার শত শত দলীয় সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাওয়ার পাশাপাশি এলাকাতে বিপ্লব কুমার দেবের সমর্থনে রেলি করলেন মুখ্যমন্ত্রী। পরবর্তী সময়ে এই কর্মসূচি শেষে জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে আমাদের রাজ্যে ৬ টি জাতীয় সড়কের কাজ প্রায় ৬০ শতাংশ শেষের পথে। আরো ৪ টি জাতীয় সড়কের মঞ্জুরী পাওয়া গেছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে তা কখনো কল্পনাই করা যায়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আজ ভারতের দিকে সম্মানের সঙ্গে হাত বাড়িয়ে দেয়। আবার শত্রু দেশগুলো ভারতের দিকে চোখ তুলে তাকাতে এখন ভয় পায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঠিক সিদ্ধান্তের কারণেই এই পরিবর্তন এসেছে বলে দাবি করলেন ডক্টর মানিক সাহা।এই দিন জনগণের প্রতি মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী দেশে জাত পাত ধর্ম বর্ণের ঊর্ধে উঠে কাজ করছেন। যার ফলে দেশের সমস্ত অংশের মানুষের উন্নয়ন বাস্তবায়িত হচ্ছে। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, মন্ডল সভাপতি বিজু পাল সহ অন্যান্যরা।