উদয়পুর প্রতিনিধি : রবিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহা আগরতলা রবীন্দ্র ভবন থেকে ভার্চুয়ালি উদয়পুরে আইতরমা পেট্রোলিয়াম এজেন্সি এর দ্বারুদ্ঘাটন করেন lউদয়পুর ছনবন এলাকায় ভারত সরকার ও এইচ পি সি এল এর যৌথ উদ্যোগে আয়োজিত এই পেট্রোল পাম্প উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যাক্ষ রাম প্রসাদ পাল l এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতি জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, এইচ পি সি এল এর আঞ্চলিক ম্যানেজার রাহুল কুমার সিংহ, টি এস সি সি এফ এর চেয়ারম্যান টুটন দাস l
ত্রিপুরা বিধানসভার উপাধ্যাক্ষ রাম প্রসাদ পাল বলেন, রাজ্যে এই প্রথম সরকারি উদ্যোগে পেট্রোল পাম্প চালু হচ্ছে l রাজ্যে এরকম ২০টি পেট্রোল পাম্প গড়ে তোলা হবে l ২ বছর আগে এক চুক্তির মধ্য দিয়ে রাজ্যে এরকম পেট্রোল পাম্প গড়ে তোলার সিদ্ধান্ত হয় l তিনি আরও বলেন, কপারেটিভ হল জনগণের আন্দোলন l কপারেটিভ গ্রামকে উন্নত করে l কিছুদিনের মধ্যে উদয়পুরে আরও একটি আইতরমা ডিপার্টমেন্টাল স্টোর গোমতী জেলায় গড়ে তোলা হবে l এদিন উদ্বোধন শেষে নিজ হাতে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এই পাম্পের প্রথম ক্রেতা বিপ্লব দে -কে পেট্রোল দিয়ে তার শুভ সূচনা করেন।
দেশ
মহারাজা বীর বিক্রম (এম.বি.বি) কলেজের এন.এস.এস ইউনিটের উদ্যোগে ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা
মহারাজা বীর বিক্রম কলেজে এন.এস.এস শিবিরের উদ্বোধন মহারাজা বীর বিক্রম (এম.বি.বি) কলেজের এন.এস.এস ইউনিটের উদ্যোগে ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা হয় আজ। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই শিবিরটি আগামী ৭ দিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার তার বক্তব্যে বলেন, “এন.এস.এস স্বেচ্ছাসেবকরা সমাজের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাদের এই সেবামূলক কার্যক্রম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” অনুষ্ঠানে চলতি বছরের আগস্ট মাসে রাজ্যে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ৬ জন এন.এস.এস স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়। তাদের মানবিক অবদানের জন্য মেয়র দীপক মজুমদার তাদের হাতে পুরস্কার তুলে দেন। এন.এস.এস শিবিরের উদ্দেশ্য শুধু স্বেচ্ছাসেবী কাজ নয়, বরং ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধি করা। শিবিরের প্রথম দিনে রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়। শিবিরটি আগামী ৭ দিন ধরে শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষরোপণ, এবং অন্যান্য সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, এন.এস.এস কো-অর্ডিনেটর, শিক্ষক, এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয়দের মতে, এই শিবিরটি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক খাদে, চালকসহ বাইকে থাকা আরোহী গুরুতর আহত।
দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক খাদে, চালকসহ বাইকে থাকা আরোহী গুরুতর আহত।
ঘটনার বিবরনে জানাজায় শান্তির বাজার মহকুমায় অন্তর্গত বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার আজ। এই সাপ্তাহিক বাজারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসে ক্রেতা বিক্রেতা। জানা যায় রুপেশ ত্রিপুরা তৈইবান্দাল থেকে বীরচন্দ্র মনু সাপ্তাহিক বাজার আসে পরবর্তী সময়ে বাজার থেকে তৈই বান্দাল নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে বাইক চালক এবং আরোহী উভয় গুরুতর আহত হন বীরচন্দ্র মনু লাচিকেম সংলগ্নে ৮ নং জাতীয় সড়কের । জানাযায় এতে করে বাইক চালক রুপেশ ত্রিপুরার পা ভেঙ্গে যায় এবং গুরুতর আহত হয়। পাশাপাশি বাইকে থাকা আরোহীও অল্প বিস্তার আহত হন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান মন পাথর থানার ওসি জয়ন্ত দাস , খবর দেন শান্তির বাজার অগ্নি নির্বাপক দপ্তরকে। অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ছুটে এসে আহত দুজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উদয়পুর প্রতিনিধি : দুর্ঘটনা বেড়ে চলেছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে । নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যা রাতে উদয়পুর মহকুমার অন্তর্গত গঙ্গাছড়া দুর্গা চৌহমুনি এলাকায় দুর্ঘটনা গ্রস্থ হয় সন্তোষ সরকার নামে এক ব্যক্তি । দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য । দমকলকর্মীরা সংবাদ মাধ্যমকে জানান দুর্ঘটনা স্থলে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তার মাথা ফেটে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে । কিন্তু ঘটনাস্থলে কোন ধরনের গাড়ি অথবা বাইক পাওয়া যায়নি। যা ইতিমধ্যেই সন্দেহ তৈরি হয়েছে। বর্তমানে আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন সন্তোষ সরকার।
উদয়পুর প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১১ টায় উদয়পুর পৌর পরিষদের নবনির্মিত জলের ডিপ টিউবেলের ফিতা কেটে উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এ ছাড়া ছিলেন পৌর চেয়ারম্যান থেকে শুরু করে মহকুমা শাসক এবং পানীয় জল দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার সহ প্রমূখ অংশ নেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু এদিন প্রথমে মন্ত্রী পানীয় জলের ডিপ টিউবেলটি উদ্বোধন করতে গিয়ে ব্যাপক পরিমাণে পৌরপরিষদ ও পানীয় জল দপ্তরের উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। সঠিক কাজ না করার ফলে এদিন ক্ষিপ্ত হন অর্থমন্ত্রী। প্রকাশ্যে ধমক দেন দপ্তরের আধিকারিকদের এবং নির্দেশ দেন যে সকল ভুল গুলি করা হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি সঠিকভাবে পুনরায় কাজ করা হয়। অপরদিকে রাজর্ষি কলা কেন্দ্রের ভেতর যে উদ্বোধনী মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কোন ধরনের মূল অনুষ্ঠানের ফ্লাক্স পর্যন্ত লাগানো হয়নি। সেই সাথে শোকসভার মতো সাদা মোমবাতি দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এদিন পানীয় জল দপ্তর এবং পৌর পরিষদের আধিকারিক থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত এই মঞ্চে ছিলেন কিন্তু কোথাও অনুষ্ঠানের ফ্লাক্স না লাগানোর ফলে তা নিয়ে কানাঘুষা চলতে থাকে । সব মিলিয়ে এক অগোছালো অনুষ্ঠান করা হয় এদিন। অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ মিষ্টিমুখ এবং পানীয় জল পর্যন্ত সঠিকভাবে পাননি বলে খবর। শুধু তাই নয় ওয়ার্ড কাউন্সিলারের ভূমিকাও ছিল একেবারে দায়সারা মনোভাব । রাজ্য সরকার চাইছে সাধারণ মানুষ পরিষেবা যেন হাতের কাছে পেয়ে যেতে পারে কিন্তু তার উল্টো চিত্র দেখা যাচ্ছে উদয়পুরে। যে যার মর্জিনাফিক বিভিন্ন সময় চালিয়ে যাচ্ছে অফিস এবং কোন সরকারি অনুষ্ঠান। শুভবুদ্ধি সম্পূর্ন জনগণের মধ্যে এক গুঞ্জন উঠেছে উদয়পুর কেন এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে তা বুঝে উঠতে পারছে না নাগরিকরা। সব মিলিয়ে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান একেবারে হাসির পাত্র গড়ে উঠেছে জনমনে
প্রতিনিধি। তেলিয়ামুড়া। ১৫ই ডিসেম্বর।তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন অঞ্চলে বন্য হাতির আক্রমণ প্রতিনিয়ত বেরেই চলেছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে হাতি আক্রান্তিত বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে।
একই রকম ভাবে গতকাল শেষ রাতের দিকে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বন্যহাতি তাণ্ডব লীলা সংগঠিত করে। একের পর এক কৃষকের সবজি ক্ষেত থেকে শুরু করে বাড়ি ঘরে প্রতিনিয়ত হাতির আক্রমণ নিত্য নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। গত রাতের ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় একাধিক প্রান্তিক কৃষকের সবজি ক্ষেত গুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এছাড়াও একাধিক বাড়িতে হাতি রাতের আঁধারে আক্রমণ সংঘটিত করে প্রচুর পরিমাণে ধান যেমন খেয়েছে পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামগ্রীও হয়েছে।
এই সংক্রান্ত বিষয়ে এলাকার একাধিক সাধারণ মানুষের সাথে কথা বললে তাদের দাবি বিগত প্রায় ১০ থেকে ১৫ বছর যাবত এই হাতির সমস্যা নিরন্তর ভাবে বেড়ে চলেছে, তাদের এটাও দাবি প্রশাসন থেকে একাধিকবার এই সমস্যার সমাধান কল্পে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না। একই এলাকার জনৈক মিন্টু ভৌমিকের দু-দুটি গবাদি পশু প্রায় বছরখানেক আগে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যু মুখে পতিত হওয়ার পর এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে বন দপ্তরের কর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন, তবে ক্ষতিগ্রস্ত মিন্টু বাবুর দাবি হচ্ছে প্রায় এক বছর হতে চললেও শুধু আশ্বাস মিলেছে, ক্ষতিপূরণ এখনো পান নি।
অর্থাৎ সবমিলিয়ে দাবি করা যায় যেভাবে প্রতিনিয়ত কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর সহ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়েই চলেছে তার পরিপ্রেক্ষিতে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, অনতিবিলম্বে প্রশাসনকে কার্যকরী এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে , এমনটাই দাবি এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের।
বাঁশ ভিত্তিক কলেজের শিলান্যাস করলেন মন্ত্রী এটি ভারতের প্রথম বাঁশ ভিত্তিক কলেজ হতে যাচ্ছে
প্রতিনিধি মোহনপুর:- কাঠিয়ে বাবা কলেজ অফ বাম্বু টেনলো এন্ড ম্যানেজমেন্টের শিলান্যাস হল বুধবার। পাঠিয়ে বাবা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে এই কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভারতবর্ষে এই প্রথম বাসভিত্তিক কলেজের শিলান্যাস হলো বুধবার। ত্রিপুরায় এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনের এক মাইলফলক।
সিমনার কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি পরিচালিত কাঠিয়া বাবা মিশন স্কুল কাতলামারার গুন্ডি পেরিয়ে মোহনপুর, ধর্মনগর এবং রাজ্যের বাইরে ইতিমধ্যে পথ চলা শুরু হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে কলেজ। কাঠিয়ে বাবা চ্যারিটেবল সোসাইটির সেক্রেটারি মান্না রায় বলেন বাশভিত্তিক এই কলেজ গোটা ভারতবর্ষে এই প্রথম হতে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এই কলেজ থাকলেও ভারতবর্ষে বাঁশ ভিত্তিক কোন কলেজ নেই। আগামী ১০ থেকে ১২ বছরের মধ্যে ইউনিভার্সিটি করার ও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মান্না রায়।
অন্যদিকে বৃষ কেতু দেববর্মা বলেন কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি যেভাবে কাজ করছে তার প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন এই প্রতিষ্ঠান আগামী দিনের খুব ভালোভাবে পরিচালনা করার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তিনি এগিয়ে আসবেন। তিনি রাজ্যের ছেলেমেয়েদের আহ্বান করেছেন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাতে এগিয়ে আসতে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, রাজ্যের প্রাক্তন আইজিপি বিকে রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
প্রতিনিধি , উদয়পুর :- গোমতী নদী থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয় । ঘটনা সোমবার দুপুর সাড়ে বারোটায় কাকড়াবন থানার অন্তর্গত আমতলী এলাকায় ।
ঘটনার বিবরণে জানা যায় , গত বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে উদয়পুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ৪৫ বছরের সমীর সাহা নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন । বাড়ির অন্যান্য সদস্যরা তাকে খোঁজ করে না পাওয়ার পর রাধাকিশোরপুর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেছিলেন। কিন্তু পাঁচ দিনের মাথায় আমতলী গোমতী নদীতে গ্রামবাসীরা পচাগলা মৃতদেহ কিছু আবর্জনার সাথে জলের মধ্যে পড়ে থাকতে দেখে। পরে খবর দেওয়া হয় কাকড়াবন থানায় । পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে ছুটে যায় । জানা যায় পুলিশ ঘটনার তলে পৌঁছে রাধা কিশোরপুর থানায় এই মৃত্যুর বিষয়ে জানানোর পর সমীরের বাড়ির অন্যান্য সদস্যদের কে খবর দেয় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে আমতলী গোমতী নদীতে । মৃতদেহটি সনাক্তকরণ করতে হবে । এই ঘটনার খবর পেয়ে সমীরের ভাই দীপঙ্কর সাহা ঘটনাস্থলে পৌঁছে ভাইয়ের দেহ দেখতে পেয়ে মৃতদেহটিকে সনাক্ত করে। এই ধরনের মৃত্যুর ঘটনা রীতিমত বাকরুদ্ধ হয়ে পড়ে ভাই দীপঙ্কর । পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান , সমীর সাহা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিন্তু এইভাবে ভাইয়ের মৃত্যু তাকে দেখতে হবে তা কখনোই তিনি বিশ্বাস করতে পারছেন না নিজেকে । পরে কাকরাবন থানার ওসি রাজীব ভৌমিক জানান , মৃতদেহটি উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্ত করার জন্য । তার কারণ এই মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কিনা গোটা ঘটনার তদন্ত করবে পুলিশ । এই মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তে উদয়পুর শহর এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
অপরদিকে , কাকড়াবন থানা সূত্রে জানা যায় , তুলামুড়া যাত্রী শেড ঘরে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে । কিন্তু কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানা যায়, পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ট্যাপোনিয়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় । একই দিনে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কাঁকড়াবন জুড়ে।
প্রতিনিধি কৈলাসহর:-বাংলাদেশের হিন্দুদের উপর ক্রমাগত নির্যাতনের ঘটনায় অসুরক্ষিত হয়ে পড়ছে হিন্দুরা।জামাত এবং বিএনপির অত্যাচারে কয়েক লক্ষ হিন্দু গৃহহীন।বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণ এবং নির্যাতনের প্রতিবাদে আগামীকাল ত্রিপুরার কৈলাসহরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে হিন্দু ঐক্য মঞ্চ। চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন ট্রাইজংশন থেকে শুরু হয়ে এই প্রতিবাদ রেলি কৈলাসহর প্রেস ক্লাব সংলগ্ন আরকেআই ময়দানে গিয়ে শেষ হবে।আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরুণ নেতা ও আইনজীবী সন্দীপ দেবরায় বলেন,বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ নতুন কিছু নয়,তবে সাম্প্রতিক ঘটনাগুলো বিশেষভাবে উদ্বেগজনক। মন্দিরে হামলা,দেব-দেবীর মূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু ধর্মীয় নেতাদের হয়রানি চলছে।সনাতনী ধর্ম প্রচারক চিন্ময় প্রভূকে অন্যায়ভাবে আটক করা হয়েছে,যা ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন।
তিনি আরও জানান,এই প্রতিবাদ সমাবেশ শুধু একটি আন্দোলন নয় বরং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর এক প্রয়াস। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানিয়ে তিনি বলেন,চিন্ময় প্রভূর নিঃশর্ত মুক্তি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে।
সাংবাদিক সম্মেলনে বিজয় দাস ও অজয় দাস সহ মঞ্চের আরও সদস্যরা উপস্থিত ছিলেন।বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের ঘটনা দীর্ঘদিনের। ২০২১ সালের কুমিল্লার দুর্গাপূজায় কোরআন শরীফের ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর,নোয়াখালী এবং রংপুরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।২০২৩ সালে খুলনায় জমি বিরোধে হিন্দু পরিবারের ওপর হামলা এবং রংপুরে গুজবকে কেন্দ্র করে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো এই চিত্র আরও পরিষ্কার করে।হিন্দু ঐক্য মঞ্চের তরফ থেকে কৈলাসহরের প্রতিটি নাগরিককে আগামীকাল বেলা ১২টায় চণ্ডীপুর ট্রাইজংশনে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধি, উদয়পুর :- ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বসতঘর । ঘটনা শনিবার রাত আনুমানিক প্রায় আটটা নাগাদ । ঘটনার বিবরণে জানা যায় , গোমতী জেলা উদয়পুর মহকুমা অন্তর্গত মুড়াপাড়া পঞ্চায়েতের অধীন অমর সরকারের স্ত্রী লক্ষ্মী সরকার তার নিজের মেয়েকে নিয়ে জামজুরি বাজারে যায় । তার কিছু মুহূর্তের মধ্যে হঠাৎ একটি রান্নার গ্যাসের সিলিন্ডার শব্দ শুনতে পায় গ্রামবাসীরা । এই সিলিন্ডারের একটি অংশ পাশের বাড়ির প্রায় ৫০ মিটার দূরে গিয়ে পড়ে তার সঙ্গে আরও একটি সিলিন্ডার ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটে । আশেপাশে লোকজন খবর দেয় বাড়ির মালিক কে এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের । অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ছুটে আসে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন কাকরাবন অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন এবং পালাটানা পাওয়ার হাউসের একটি ইঞ্জিন মোট চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাড়ির মালিক লক্ষ্মী সরকার জানান , ঘর থেকে কোন কিছুই বের করা সম্ভব হয়নি। বাড়ির মালিক জানান প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ ও কিছু স্বর্ণালংকার ছিল। শীতের রাতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে । ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে যান বিধায়ক অভিষেক দেবরায়।