প্রতিনিধি মোহনপুর :- মোহনপুর মহকুমা এলাকায় বিভিন্ন অনাথ আশ্রমে এবং বিভিন্ন আবাসনের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র, অর্থ এবং চাল বিতরন করল ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের এবং মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কর্মীরা।এতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ।মোহনপুর মহকুমা এলাকার নতুননগরে জহরলাল নেহরু বালিকা নিবাস, কাতলামারায় কাঠিয়া বাবা মিশন স্কুলের হোস্টেল এবং বড়কাঠালে শান্তি কালে আশ্রমে হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে এই সামগ্রিক গুলো বিতরণ করা হয়েছে। জহরলাল নেহরু বালিকা নিবাসে আবাসিকদের মধ্যে দেওয়া হয়েছে ৫০ টি মশারি এবং ব্যাকশিট ও নগদ ৫ হাজার টাকা। এদিন মন্ত্রী রতন লাল নাথের হাত ধরে এই সামগ্রিক গুলো দেওয়া হয়েছে আবাসিকদের। পাশাপাশি মন্ত্রী ঘোষণা দিয়েছেন তাদের গান চর্চার জন্য একটি হারমোনিয়াম প্রদান করার। একই সাথে মোহনপুরে মহাকুমা শাসক সুভাষ দত্ত এদিন ঘোষণা দিয়েছেন জহরলাল নেহেরু বালিকা নিবাস থেকে যদি কোন আবাসিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে তাকে তিনি ব্যক্তিগতভাবে দুই লক্ষ টাকা দিয়ে সহায়তা করবেন।
অন্যদিকে কাতলামারা স্থিত কাঠিয়া বাবা মিশন স্কুলে যে সমস্ত অনাথ আবাসিকরা রয়েছে তাদের মধ্যে ৮০ টি কম্বল এবং ১০০ কিলো চাল দেওয়া হয়েছে। অন্যদিকে বড়কাঠালে শান্তি কালী আশ্রমের আবাসিকদের মধ্যে ১০০ টি কম্বল এবং ১০০ কিলো চাল প্রদান করেছে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশন এবং মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কর্মীরা। এদিন অ্যাসোসিয়েশন এবং মহাকুমা শাসক কার্যালয়ের কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন মন্ত্রী রতন লালনা। নিজেদের কর্মব্যস্ততার পাশাপাশি সামাজিক কাজকে প্রাধান্য দিয়ে এই ধরনের উদ্যোগ সমাজের জন্য মঙ্গলদায়ক বলে মন্তব্য করলেন তিনি।
ত্রিপুরা
- প্রতিনিধি , উদয়পুর :- উদয়পুর মহকুমা শাসকের অফিসে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে জনগণ । সোমবার দুপুরে এই ধরনের ঘটনা সাক্ষী হয়েছে মহকুমার শাসকের অফিস । দেবজ্যোতি দেবনাথ নামে এক নাগরিক অভিযোগ করে বলেন , সোম , বুধ এবং শুক্রবার এই তিন দিন ওবিসি সার্টিফিকেট করার জন্য নির্ধারিত দিন ধার্য করা হয়েছে। গত শুক্রবার সকালে পাঁচ মিনিট দেরি হওয়ার কারণে কোন ধরনের কাগজপত্র রাখা হয়নি। কিন্তু সোমবার দেবজ্যোতি দেবনাথ ছেলেকে নিয়ে পুনরায় উদয়পুর মহকুমা শাসকের অফিসে আসেন ওবিসি সার্টিফিকেট করার জন্য। কিন্তু দেখা যায় দুপুর ১২ টা বেজে গেলেও কোন আধিকারিক আসেনি ওবিসি সার্টিফিকেট তৈরি করার সে কক্ষে। পরবর্তী সময়ে একজন আসলেও এক খারাপ ব্যবহারে লিপ্ত হন। দিনের পর দিন যেভাবে উদয়পুর মহকুমার শাসকের অফিসে জরুরী কাগজপত্র করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে জনগণ । তাতে করে একপ্রকার রাজ্য সরকারকেই বদনামের জায়গায় দাঁড় করাচ্ছে একাংশ কর্মচারী। রীতিমতো ক্ষোভ উগরে দেয় ক্ষুব্ধ জনতা ।
প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর শহর লাগুয়া বিভিন্ন এলাকাগুলিতে ঘটছে প্রতিদিন চুরির ঘটনা । এবার রাধা কিশোরপুর থানার অন্তর্গত রাজার বাগ ১৬ নম্বর ওয়ার্ডে গোমতী নদী লাগুয়া পাম্প মোটর ঘরে চুরি কান্ড সংগঠিত হয় । কৃষকদের জন্য দেওয়া হয়েছিল এই পাম্প মেশিন। কৃষকদের জমিতে কৃষি কাজ করার জন্য দেওয়া হয়েছিল জলের পাম্প মোটরটি। রবিবার গভীর রাতে মোটরের বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল । পাম্প অপারেটর কবির মিঞা জানান , চোরের দল প্রায় পঞ্চাশ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়। আজ সকালে এই ঘটনা লক্ষ্য করেন পাম্প মেশিন চালু করতে এসে। তিনি জানান রাধাকিশোরপুর থানায় এই চুরির ঘটনা জানানো হয়। পুলিশের কোন ধরনের সারা শব্দ পাওয়া যায়নি । গ্রামবাসীর অভিযোগ করেন রাতে কোন ধরনের পুলিশি টহলদারি থাকছে না এলাকার মধ্যে। রাধা কিশোরপুর থানার পুলিশ একদিকে যখন থানার মধ্যে কালী পূজা নিয়ে ব্যস্ত রয়েছে অন্যদিকে শহরের লাগুয়া বিভিন্ন গ্রামে ঘটে চলেছে চুরির ঘটনা। নিরাপত্তাহীনতায় ভুগছে উদয়পুরবাসী। অন্যদিকে রাধা কিশোরপুর থানার পুলিশ সর্বাত্মকভাবে ব্যর্থ সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে। সব মিলিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।
প্রতিনিধি, তেলিয়ামুড়া। ৩০শে ডিসেম্বর।আজ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন সারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ে একটি আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থী দের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায়, তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সমাজকর্মী অচিন্ত্য ভট্টাচার্যী, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশন এর সম্পাদক নন্দন রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৭ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেয় উপস্থিত অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে বিধায়িকা বাইসাইকেল প্রদানের গূরত্ব সকলের সামনে তুলে ধরেন এবং সারদাময়ী বিদ্যাপীঠ বিদ্যালয়ের শিক্ষার উন্নতি সাধনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যের আলোচনা করে শ্রীমতি রায় আরো বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে গত ৬-৭ বছরে। রাজ্য সরকার সমাজের প্রত্যেকটি স্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা করে এগিয়ে চলেছে।
প্রতিনিধি কৈলাসহর:-বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে অনুপ্রবেশের মাত্রা বেড়েই চলেছে।অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হতেই বাংলাদেশের নাগরিক সহ ভারতীয় দালাল আটক বি.এস.এফের হাতে।ঘটনা কৈলাসহর থানা এলাকায়। ঘটনা সম্পর্কে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে, কৈলাসহর থানার অন্তর্ভুক্ত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পাড় হয়ে আসার সময় টহলরত বি.এস.এফ জওয়ানরা দুইজনকে আটক করে সমরুরপাড় বি.ও.পি-তে নিয়ে যায়।ঘটনা রবিবার গভীর রাতে।বি.এস.এফ জওয়ানরা সমরুরপাড় বি.ও.পি-তে আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে,আটক দুই ব্যক্তির মধ্যে একজনের নাম সুজন আলমিক(১৯) সুজন আলমিক বাংলাদেশের নাগরিক।সুজনের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমংগল থানাধীন। আটক অপর ব্যক্তির নাম মতিলাল মুন্ডা(৩৫) মতিলাল মুন্ডার বাড়ি কৈলাসহরের মনুভ্যালী এলাকায়।আটক দুই ব্যক্তিকে সমরুরপাড় বি.ও.পি-এর ১৯৯ ব্যাটেলিয়ন বি.এস.এফ জওয়ানরা সোমবার বিকেলে কৈলাসহর থানার পুলিশের হাতে তোলে দেয়।মতিলাল মুন্ডার মাধ্যমেই বাংলাদেশের নাগরিক সুজন আলমিক আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়েছিল।মতিলাল মুন্ডা দালালের কাজ দীর্ঘদিন ধরেই করছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বি.এস.এফের অভিযোগ মুলে পুলিশ কৈলাসহর থানায় একটি মামলা রেজিষ্ট্রি করেছে।মামলার নম্বর হলো KLS/PS/122/2024. বাংলাদেশের নাগরিক সুজন আলমিক সহ ভারতীয় দালাল মতিলাল মুন্ডাকে সোমবার বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি, তেলিয়ামুড়া : গরীব দুস্ত মানুষদের পাশে থেকে মানুষদের সাহায্য করার আহ্বান রাখার বার্তা দিলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। রবিবার ধর্মীয় প্রতিষ্ঠান মহানাম আশ্রমে কম্বল বিতরণ অনুষ্ঠানে। এছাড়াও এদিনের কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরো পরিষদের পুরো পিতা রূপক সরকার, কাউন্সিলর বিমল রক্ষিত সহ আগরতলা মহানাম অঙ্গন সম্পাদক সুদীপ কুমার রায় সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দরা।
শীতের মৌরসুমে গরীব দুঃস্থদের পাশে দাঁড়ালেন ধর্মীয় প্রতিষ্ঠান মহানাম আশ্রমের সদস্যরা।ঐদিন মহানাম আশ্রমে কম্বল বিতরণী অনুষ্ঠানে ১৫০ জন দুস্থ গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ পুরো পিতা রূপক সরকার, কাউন্সিলর বিমল রক্ষিত সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন, গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো একজন মানুষের পরম দায়িত্ব এবং কর্তব্য। কারণ গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে তবে সমাজ ব্যবস্থা আরো মজবুত হবে। তিনি আরো বলেন, মহানাম আশ্রমের উদ্যোগে আয়োজিত শীত কম্বল বিতরণ নতুন প্রজন্মকে উৎসাহ প্রদান করবে। এছাড়াও এই দিনের কম্বল বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পোর পিতা রূপক সরকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।
সত্যভাষণ প্রতিনিধি, বিশালগড় , ২৯ ডিসেম্বর।। সৌরশক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে জোর দিয়েছে সরকার। গ্রামে গ্রামে বসানো হচ্ছে সৌর চালিত জল প্রকল্প। সম্পূর্ণ সরকারি খরচে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা হচ্ছে । পিএম কুসুম প্রকল্পের সঠিক বাস্তবায়ন হচ্ছে এই রাজ্যে। প্রকল্পগুলির সরজমিনে পরিদর্শন সহ সুবিধাভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় করতে সিপাহীজলা জেলার চড়িলামে ছুটে যান কেন্দ্রীয় খাদ্য গণবন্টন ভোক্তা বিষয়ক ও পুনর্নবীকরণ শক্তি বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি। গত দুইদিন ধরে তিনি রাজ্যে রয়েছেন। রবিবার সকালে চড়িলাম ব্লকের কৃষি জমিতে পিএম কুসুম প্রকল্পে সোলার প্যানেল গুলো পরিদর্শন করেন। চড়িলাম ব্লকের পিএম কুসুম প্রকল্পে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন আমতলী ভিলেজের বরকো বাড়ি গ্রামের সমরেশ দেববর্মা ফুলের বাগান পরিদর্শন করেন। সৌর চালিত জল প্রকল্পে এ এলাকায় অনেক কৃষক উপকৃত হয়েছে। প্রকল্প গুলো বাস্তবায়ন করেছে ট্রেডা। সেখানকার বিদ্যাসাগর দেববর্মা,কবিতা দেববর্মা,সমরেশ দেববর্মা ফলবাগান পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি। তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাথর সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক গণ। সরকারের সহায়তায় আত্মনির্ভর হয়ে উঠছেন কৃষকরা। তা দেখে অত্যন্তই খুশি কেন্দ্রীয় মন্ত্রী।কৃষক,থেকে শুরু করে বিভিন্ন বেনিফিসারিদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন পুনর্নবীকরণ শক্তি কৃষকদের আত্মনির্ভর করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌরশক্তিকে কাজে লাগিয়ে কৃষকদের আর্থিক উন্নয়নের বন্দোবস্ত করেছেন। ত্রিপুরা সরকার প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান।
প্রতিনিধি, গন্ডাছড়া ২৬ ডিসেম্বর:- রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার শহীদ চাঁন মোহন ত্রিপুরার সপ্তম বলিদান দিবস পালন করা হয়। এদিন গন্ডাছড়ার প্রত্যন্ত দলপতি পাড়া’স্থিত উনার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, প্রাক্তন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, জনজাতি মোর্চা ধলাই জেলা সম্পাদক প্রতি’মোহন ত্রিপুরা সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা। সেখানে দলীয় কর্মী সমর্থকরা শহীদ চান মোহন ত্রিপুরা অমর রহে, আমরা তোমায় ভুলছি না ভুলবো না, চাঁন মোহন ত্রিপুরা অমর রহে অমর রহে বলে স্লোগান দিতে থাকে। উল্লেখ্য গত ২০১৭ সালে আজকের দিনে সন্ত্রাসবাদীদের হাতে নৃশংসভাবে খুন হন বিজেপি নেতা চানমোহন ত্রিপুরা। এরপর থেকে প্রত্যেক বছর ২৬ ডিসেম্বর শহীদান দিবস হিসেবে দিনটি পালন করা হয়।
শিক্ষিকা বদলির প্রতিবাদে স্কুল বয়কট ও সড়ক অবরোধ ছাত্র-ছাত্রীদের, ঘটনাস্থলে দেখা নেই শিক্ষা দফতরের আধিকারিকদের।
চুরাইবাড়ি প্রতিনিধি ২৪ ডিসেম্বর :- শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের স্কুল বয়কট ও পরে সড়ক অবরোধ। স্কুল পড়ুয়াদের এই নাছোড়বান্দা স্বীদ্ধান্তে দিশেহারা অন্যান্য শিক্ষকরা। দুদিন ধরে স্কুল বয়কট ও প্রতিবাদের পরও শিক্ষা দফতরের উচ্চ আধিকারিকদের দেখা নেই বিদ্যালয় চত্বরে। স্কুল বয়কট ও সড়ক অবরোধের ঘটনাটি সংঘটিত হয় কদমতলা ব্লকাধীন বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রছাত্রীরা জানায়, গত কিছুদিন পূর্বে বিদ্যালয়ের একমাত্র আর্টসের শিক্ষিকা অর্পিতা নাথকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। আর এতেই ছাত্র-ছাত্রীরা প্রথমে স্কুল বয়কট ও পরে বিষ্ণুপুর-ধর্মনগর সড়ক অবরোধ করে। সোমবার ছাত্র-ছাত্রীরা স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এরপর মঙ্গলবার সকাল এগারোটা থেকে সড়ক অবরোধে বসে তারা।কিন্তু দুদিন ধরে এই ছাত্র আন্দোলন চললেও বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। সংবাদ লিখা পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো উচ্চ অধিকারিক ঘটনাস্থলে আসেনি।
এদিকে শিক্ষা দপ্তর কর্তৃপক্ষ অর্পিতা নাথকে অন্যত্র বদলি করেও তড়িঘড়ি বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে রূপালী বেগম নামের অপর এক শিক্ষিকাকে নিয়োগ করেছে। কিন্তু এতে ছাত্রছাত্রীরা মানতে নারাজ। তাদের দাবি অর্পিতা শিক্ষিকাই তাদের চাই। বিদ্যালয়ের ইনচার্জ অমলকান্তি মালাকার জানান, বিদ্যালয়ের দুপুরের সেকশনে মোট একশো আটাত্তর জন ছাত্র-ছাত্রী রয়েছে এবং সাতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এদিকে এখন দেখার বিষয় ছাত্র-ছাত্রীদের এই শিক্ষিকা বদলির প্রতিবাদে আন্দোলন কতটুকু বাস্তব রূপ পায়।
রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে কৈলাশহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা
রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসব উপলক্ষে মঙ্গলবার দুপুর বেলা কৈলাশহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত শোভাযাত্রাটি কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় উনকোটি কলাক্ষেত্রের সামনে এসে মিলিত হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিংকু রায়, রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী, উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, BJP ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুন সাহা, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী, চন্ডিপুর বিজেপি মন্ডলের নবনিযুক্ত মন্ডল সভাপতি পিন্টু ঘোষ প্রমূখ। পাশাপাশি উক্ত শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে, দুদিন ব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ঊনকোটি কলাক্ষেত্রে আগামীকাল মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে চলবে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী বলেন গত বছর থেকে রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল গোমতী জেলার উদয়পুর মহকুমায়, এবছর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে উনকোটি জেলার জেলা সদর কৈলাশহরে, উক্ত অনুষ্ঠানে রাজ্য এবং বহির রাজ্যের বিভিন্ন কবি ও সাহিত্যিকরা উপস্থিত থাকবেন তাই এই দুইদিন সবাইকে উক্ত অনুষ্ঠান এসে দেখার জন্য তিনি আহবান রাখেন।