প্রতিনিধি, গন্ডাছড়া ২২ জানুয়ারি:- মঙ্গলবার ছিল ‘স্টেট হুড ডে’। আর এদিনই খবর আসে, ত্রিপুরার আগরতলার নিবাসী পারমিতা সরকার কিলিমাঞ্জারো অভিযান সম্পূর্ণ করেছেন। ভারতের পতাকা বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন ত্রিপুরার পারমিতা সরকার কিলিমাঞ্জারোর চূড়ায়। এ এক অস্বাভাবিক অনুভূতির বিষয় I ত্রিপুরা তথা ভারতবাসীর গর্বের বিষয় I হয়তো তিনি ত্রিপুরার প্রথম মহিলা, যিনি বিশ্বের সাতটি বৃহত্তম শৃঙ্গের মধ্যে একটি অন্যতম বৃহত্তম শৃঙ্গ কিলিমাঞ্জারো অভিযান সম্পূর্ণ করলেন I তার এই সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব সকলেই অত্যন্ত খুশি ও গর্বিত।
খেলাধুলা
প্রতিনিধি, বিশালগড় , ১৭ জানুয়ারি।। গোলাঘাটি ইংরেজি মাধ্যম হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার স্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প রানী রায় । এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক নারায়ণ দেবনাথ, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান ভবতোষ ঘোষ , সিপাহীজলা জেলা পরিষদের সদস্যা সুমিত্রা দাস, বিশালগড় পঞ্চায়েত সমিতির সদস্য রবীন্দ্র দত্ত, বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত শিক্ষক বিকাশ সিংহ প্রমুখ। পিটি যোগা সহ না না কার্যক্রমে অংশ নেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেন । শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি এবং শিক্ষক শিক্ষিকারা।
এছাড়া বাইদ্যারদিঘী নিউ জীবনানন্দ শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্যী,
বাইদ্যারদিঘী পঞ্চায়েত প্রধান অনুপ কুমার সিনহা, পঞ্চায়েত সদস্য প্রদেশ দেবনাথ,
বাইদ্যারদিঘী দ্বাদশ শ্রেণি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ মহরম আলী, শ্রীধাম চন্দ্র ভৌমিক, বাইদ্যারদিঘী নিউ জীবনানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আক্তার হোসেন
সহ অন্যান্যরা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷
বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এক প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট।
প্রতিনিধি , উদয়পুর :- উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক ইংলিশ মিডিয়াম স্কুলের ৪১ তম প্রতিষ্ঠা দিবস এবং জাতীয় যুব দিবস উপলক্ষে বিদ্যাপীঠের উদ্যোগে একাধিক অনুষ্ঠান পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিদ্যাপীঠের ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এক প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট। উদয়পুর ভগ্নি নিবেদিতা বালিকা বিদ্যালয়ের পেছনে স্পোর্টস কমপ্লেক্সের মাঠে সকাল ১১ টায় ছাত্র-শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সহ অধিকর্তা বনজিৎ বাগচী , সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের কাউন্সিলার অয়ন গুপ, রেজাউল হোসেন এবং রত্না দে (দাস)। এই প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামসুন্দর দত্ত মহোদয়।
সীমিত ১৫ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে ছাত্ররা আট উইকেটে জয়লাভ করে। প্রথমে টসে জিতে ছাত্ররা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শিক্ষকরা ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান করে। ছাত্ররা ব্যাট করতে নেমে ১০. ৩ ওভারে ১০২ রান করে ৮ উইকেটে খেলা জিতে নেয়। ছাত্রদের পক্ষে দ্বিপরাজ ঘোষ বল হাতে দুই উইকেট লাভ করে এবং ব্যাট হাতে অপরাজিত ৫২ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। ছাত্র বনাম শিক্ষকের মধ্যে এই প্রতিযোগিতামূলক প্রীতিপূর্ণ ক্রিকেট ম্যাচের পুরস্কার তুলে দেন পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার এবং গোমতি জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহ-অধিকর্তা বনজিৎ বাগচী । গোমতী জেলার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্ট টি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গোমতী জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং উদয়পুর পৌর পরিষদ। এই জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিনিধি কৈলাসহর:-ধনবিলাস উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে নক আউট ক্রিকেট প্রতিযোগিতা।ইউনিটি ফর সাক্সেস সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চূড়ান্ত পর্যায়ে জয়ী দলকে ১২,০০০ টাকা এবং রানার্স আপ দলকে ৭,০০০ টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আইনজীবী সন্দীপ দেবরায়। সঙ্গে উপস্থিত ছিলেন ধনবিলাস পঞ্চায়েত প্রধান ভদ্রমোহন সিনহা,চন্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিনহা এবং অন্যান্যরা।উদ্বোধনী অনুষ্ঠানে সন্দীপ দেবরায় বলেন,খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না,এটি সমাজকে নেশামুক্ত এবং যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।এমন একটি উদ্যোগ যুবসমাজকে নতুন দিশা দেখাবে।ইউনিটি ফর সাক্সেস এর এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এ ধরনের উদ্যোগ আরও নেওয়া উচিত।
এই প্রতিযোগিতার উদ্দেশ্য শুধুমাত্র খেলার প্রতি ভালোবাসা সৃষ্টি করা নয়, বরং যুবসমাজকে মাদক ও অন্যান্য বিপথগামিতা থেকে দূরে রেখে মাঠমুখী করা। আয়োজক কমিটির এই প্রয়াস স্থানীয় মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
প্রতিনিধি, বিশালগড় , ৭ জানুয়ারি।। বিশালগড় মুড়াবাড়ি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার স্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব । তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা বিশ্বেশ্বর নন্দী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্ট দীপা কর্মকার, বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান রাজু সাহা ,
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতি দেববর্মা। ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও এদিন স্কুলে ড্রাগসের কুফল এবং বাল্যবিবাহ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়।
স্কুলের ছাত্র ছাত্রীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। ছাত্র-ছাত্রীদের পিটি প্রদর্শন এবং পিরামিড ছিল আকর্ষণীয়। বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন ছাত্রছাত্রীরা । শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ছাত্র-ছাত্রীদের দৈহিক এবং এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলাধুলা এবং শরীরচর্চা। শিশু-কিশোরদের নিয়মিত খেলার মাঠে নিয়ে আসার জন্য অভিভাবকদের অতি আহ্বান জানান তিনি।
প্রতিনিধি, বিশালগড়, ৫ জানুয়ারি।। বিশালগড় আনন্দমার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার বিশালগড় কড়ুইমুরা স্কুল মাঠে আয়োজিত ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি। তাছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ, বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক গৌতম ঘোষ, প্রসেনজিৎ রায়, রিটায়ার্ড অফিসার সাধন দেবনাথ, বিদ্যালয়ের পরিচালন কমিটির ভাইস চেয়ারম্যান শিব সজল ভৌমিক,বিদ্যালয়ের প্রিন্সিপাল প্রাণ গোপাল গোস্বামী সহ অন্যান্যরা। অতিথিরা শ্রী শ্রী আনন্দমূর্তি জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। স্কুলের ছাত্র ছাত্রীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। বিদ্যালয়ের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একে একে । এইদিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি বলেন পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত আবশ্যক। কারণ খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দৈহিক এবং মানসিক বিকাশ ঘটে থাকে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়াশোনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে ।
উদয়পুরে উদ্বোধন হলো জেলা কোর্স কমপ্লেক্সে ২২ তম উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা
উদয়পুর প্রতিনিধি : ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় উদয়পুরে উদ্বোধন হলো জেলা কোর্স কমপ্লেক্সে ২২ তম উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা। পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জলন করে তার শুভ উদ্বোধন করেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন , জিলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ। কিন্তু এদিন উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতায় যেভাবে শুরু হয়েছে তা ছিল একেবারে সাদামাটা । কোন ধরনের প্রচার অভিযান করা হয়নি গোমতী জেলা জুড়ে। এই জেলার ৭টি বিধানসভা কেন্দ্রে কত হাজার মানুষ এই খেলা সম্পর্কে জানতে পেরেছেন তা বলা খুবই মুশকিল। ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের অভিভাবক ও শাসক দলের কিছু চুনোপুটি নেতা ছাড়া কোথাও ক্রীড়া প্রেমী সাধারণ মানুষের ভিড় দেখা যায়নি। শহরের কোথাও বড় ধরনের প্রচার অভিযান চোখে পড়েনি? এই খেলা কে কেন্দ্র করে । রাজ্য সরকার নিজেদের মতো করে প্রচেষ্টা করছে কিভাবে প্রচার অভিযান করা যায় পাহাড়ি রাজ্যে । কিন্তু সমতলেই দেখা যাচ্ছে খেলার জগতে মাটিতে মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে যেটা উদয়পুরে সব থেকে বেশি দেখতে পাওয়া গিয়েছে এদিন সকালে । এদিন সাংবাদিকদের জন্য কোন ধরনের বসার জায়গা পর্যন্ত ছিল না গার্লস স্কুল ময়দানে। কিন্তু দেখতে পাওয়া গিয়েছে শাসকদলের কিছু চুনোপুটি নেতা উদয়পুরের সাংবাদিকদের বসার জায়গায় রাজনীতির আলাপচারিতায় ব্যস্ত রয়েছিল। কিন্তু আসাম নাগাল্যান্ড, মিজোরাম , সিকিমসহ একাধিক রাজ্যের খেলোয়ারদের কোচ থেকে শুরু করে অভিভাবকদের বসার কোন ধরনের জায়গায় এইদিন ছিল না। এক ধরনের অব্যবস্থার মধ্য দিয়ে এই দিন উত্তর-পূর্বাঞ্চলীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উদয়পুরের ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ময়দানে।
প্রতিনিধি, গন্ডাছড়া ১৪ ডিসেম্বর:-
আমবাসা বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় আমবাসা মহকুমা ভিত্তিক কুকিং কম্পিটিশন। আমবাসা চন্দ্রাই পাড়া বিআরসি হলে আয়োজিত এই কম্পিটিশনে মহকুমার ৯’টি সিআরসি থেকে মোট ২৭’টি স্কুলের কুক কাম হেল্পার’রা অংশ গ্রহণ করে। এদিন মহকুমা ভিত্তিক এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালি দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা শিক্ষা আধিকারিক যতন দেববর্মা, ডিসিএম সমীরণ রায়, বিআরসি কোঅর্ডিনেটর তথা চন্দ্রায় পাড়া দ্বাদশ স্কুলের প্রধান শিক্ষক মালসম থাঙত রুখুম প্রমুখরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন আমবাসা বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা তুলে ধরেন জেলা শিক্ষা অধিকর্তা যতন দেববর্মা। তিনি রাঁধুনি মায়েদের উদ্দেশ্যে বলেন স্কুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন আমাদের মিড ডে মিলের কুক কাম হেল্পাররা । তারা প্রত্যেকটি শিশুর বিকাশে পুষ্টিকর খাবার তৈরি করেন। সরকার স্বাস্থ্যকর খাবার তৈরি করার জন্য প্রত্যেকটি খাবারের নির্দিষ্ট পরিমাণ ধার্য করে দিয়েছে। সেই ধার্য করা খাবার পরিমাণ মতো শিশুরা পাচ্ছে কিনা রাঁধুনি মায়েদের সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি রান্নার কাজে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দিকেও গুরুত্ব দিতে কুকার’দের নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে ডিসিএম সমীরণ রায় বলেন মিড ডে মিল খাবারে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে ,তার চেয়ে অনেক বেশি দায়িত্ব নিতে হবে কুকারদের। শিশুরা স্বাস্থ্যকর খাবার যদি পরিমাণ মতো না পায় তবে তাদের বিকাশ ও বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, তাই সেদিকে নজর রাখতে হবে। অনুষ্ঠানের উদ্বোধক হেমালি দেববর্মা ওনার ভাষণে কুক কাম হেল্পারদের উদ্দেশ্যে বলেন তারা যেন শিশুদের খাদ্যের গুণমান নিয়ে ওয়াকিবহাল থাকেন। কোথাও কোন ঘাটতি থাকলে যেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক’কে অবগত করেন। পিএম পোষণ প্রকল্পের অধীনে আয়োজিত মহকুমা ভিত্তিক কুকিং কম্পিটিশনে প্রথম স্থান দখল করেছে গোপাল সর্দার পাড়া সিআরসি’র অন্তর্ভুক্ত বিবেকানন্দ নগর এসবি স্কুল, দ্বিতীয় সত্যারাম চৌধুরী পাড়া সিআরসি’র অন্তর্ভুক্ত ভৌরী চাররা এসবি স্কুল এবং তৃতীয় স্থান দখল করে গোপাল সরদার পাড়া সিআরসি’র অন্তর্ভুক্ত গোপাল সরদার পাড়া হাই স্কুল। বিজয়ী তিনটি স্কুল আগামীদিনে যথাক্রমে জেলা এবং রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। এদিনের কুকিং কম্পিটিশন’কে ঘিরে কুক কাম হেল্পারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
আন্তঃ হোস্টেল নক আউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গন্ডাছড়া গার্লস এবং কবি গুরু বয়েস
প্রতিনিধি,গন্ডাছড়া ১৪ ডিসেম্বর:- ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আন্তঃহোস্টেল নক আউট ফুটবল টুর্নামেন্টে শনিবার দুইটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রথম ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গন্ডাছড়া এসটি গার্লস হোস্টেল বনাম আনন্দরোয়াজা এসটি গার্লস হোস্টেলের মধ্যে। এই ম্যাচে পেনাল্টি শটে ১-০ গোলে গন্ডাছড়া গার্লস হোস্টেল জয়লাভ করে। প্রথমার্ধের খেলায় কোন দলই গোল করতে পারে নি। দ্বিতীয়ার্ধেও গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়। এরপর পেনাল্টি শটে ১-০ গোলে গন্ডাছড়া গার্লস হোস্টেল জয়লাভ করে। দিনের দ্বিতীয় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় কবি গুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবন এসটি বয়েস হোস্টেল বনাম গন্ডাছড়া এসটি বয়েস হোস্টেলের মধ্যে। এই ম্যাচে ২-০ গোলে কবি গুরু জয়লাভ করে। প্রথমার্ধে কোন দলই গোল করতে পারে নি। দ্বিতীয়ার্ধের খেলায় কবিগুরু পর পর দুটি গোল করে ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ডিসিএম দিলিপ দেববর্মা, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক লবাজয় রিয়াং সহ বিভিন্ন হোস্টেলের সুপার’রা। দুটি চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ট্রাইভেল ওয়েলফেয়ার অফিসার তথা ডিসিএম দিলীপ দেববর্মা। দুটি ফাইনাল ম্যাচ উপভোগ করতে এদিন মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটে। উল্লেখ্য গত ১০ ডিসেম্বর থেকে ৮ টি দলকে নিয়ে নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল। আজকের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।
প্রতিনিধি, বিশালগড় , ১৩ ডিসেম্বর।। সিপাহীজলা জেলা পুলিশ এবং জেলার সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে সিপাহীজলা জু মাঠে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৪ রান করে সাংবাদিক একাদশ। সাংবাদিক পক্ষে জেলা শাসক ড: সিদ্ধার্থ শিব জয়সওয়াল ২৩ রান করে। মান্নান হক ৭ রান করে। পুলিশ দলের আরপি সিং এবং ময়নাল ৩ টি করে উইকেট পায়। জবাবে খেলতে নেমে ৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পুলিশ একাদশ। বিজয়ী দলের আরপি সিং ৪০ জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি ৭ রানে অপরাজিত থাকে। ম্যান অব দি ম্যাচ আর পি সিং এর হাতে পুরস্কার তুলে দেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ। রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন এসপি বি জে রেড্ডি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সুত্রধর সহ জেলার পুলিশ আধিকারিকরা। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, সহসভাপতি সমীর ভৌমিক, সহসম্পাদক খোকন ঘোষ প্রমুখ।