
প্রতিনিধি , উদয়পুর :-
কোন এলাকার উন্নয়ন হতে গেলে প্রথমেই রাস্তা খুবই জরুরী । কিন্তু ২৫ বছরের বাম শাসনের তৎকালীন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাধব সাহা এলাকার উন্নয়ন করার জন্য কোন ধরনের ভূমিকা পালন করেনি। এর ফলে এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বহু রাস্তা নির্মাণ না করার ফলে এলাকার জনগণ খানাখন্দ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে জীবন জীবিকা চালিয়ে আসছে। খারাপ রাস্তা হওয়ার কারণে আষাঢ় থেকে শ্রাবণ মাস দুই মাস বর্ষাকালে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের কে। বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকারের মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এই কেন্দ্র থেকে জয়ী হওয়ার পর চন্দ্রপুর ১ নং করোনি স্থিত ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের প্রথম দাবি করে তাদের জন্য একটি ভালো উন্নত রাস্তা তৈরি করে দেওয়া হয় তাহলে চলাচল করতে সুবিধা হবে গ্রামবাসীদের । ভোটের জয়ী হওয়ার পর অভিষেক গ্রামবাসীদের আশ্বাস্তা করেন খুব শীঘ্রই এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে এবং আধিকারিকদের সাথে কথা বলে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন। শুক্রবার দুপুরে চন্দ্রপুর এক নং কলোনী স্থিত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমুদেশ্বর ভৌমিকের বাড়ি থেকে দরগা হয়ে হরিপুকুর পর্যন্ত জরাজীর্ণ সম্পন্ন রাস্তাটিকে পাকা রাস্তায় রূপান্তরিত করার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের সেই দাবীকে মান্যতা দিয়ে রাস্তাটিকে পিডব্লিউডি এবং আরডি দপ্তরের আধিকারিক সহ পরিদর্শন করেন । তিনি জানান , আগামী কয়েক দিনের মধ্যে এই রাস্তাটির কাজ শুরু হতে যাচ্ছে সংশ্লিষ্ট রাস্তাটির কাজ শুরু হওয়ার আগে পিডব্লিউডি দপ্তরের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধি সহ রাস্তাটির সর জমিনে পরিদর্শন করা হয়েছে । আগামী দিনে এক উন্নততর রাস্তায় পরিণত হবে চন্দ্রপুর এক নং কলোনী স্থিত ইন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার এই সড়ক পথ। নতুন সড়ক পথ নির্মাণ হওয়ার কথা গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়তে ব্যাপক খুশির জোয়ার বইতে শুরু করেছে।