প্রতিনিধি, উদয়পুর :-
দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূরীকরণে উদয়পুর গিরিধারী পল্লী এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির জোয়ার । বুধবার দুপুর দুইটা নাগাদ উদয়পুর গিরিধারী পল্লী এলাকার রাম ঠাকুর আশ্রমে এক হাজার গ্যালন সম্পন্ন এক কোটি টাকা ব্যয় পানীয় জলের পাম্প হাউজের ফিতা কেটে তার শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন , গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ওয়ার্ড কমিশনার ব্লুটি দাস সহ পানীয় জল দপ্তরের বিভিন্ন আধিকারিকরা । এদিনের পাম্প হাউজ উদ্বোধনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন , বিগত ২০০৮ সালে বাম সরকারের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিকদের বহুবার বলা হয়েছিলো এলাকায় যাতে একটু উন্নত মানের জলের পাম্প বসানো হয়। কিন্তু সে সময় কোন কথা কর্ণপাত করেনি তৎকালীন বাম সরকার । পরবর্তী সময় ২০১৩ সালে বিধায়ক হওয়ার পর এই রাজ্য বিধানসভাতে এই নিয়ে জোরালো প্রস্তাব তোলা হয় । কিন্তু তারপরেও এ রাম ঠাকুর আশ্রমে জলের কোন ধরনের মেশিন বসানো হয়নি। একটা সময় হরিয়ানন্দ স্কুলের পাশে সে সময় জলের পাম্প বসানো হলেও সে পানীয় জলের কোন ধরনের গ্রহণযোগ্যতাও ছিল না। এর ফলে সমস্যায় পড়তে হয়েছে এলাকাবাসীদেরকে। কিন্তু বর্তমান সরকার ২০১৮ সালে ক্ষমতায় এসে গোটা উদয়পুরের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের এই ধরনের সমস্যা জানতে পেরে পানীয় জলের ব্যবস্থা করেন । একই সাথে আজকের দিনে দাঁড়িয়ে রাজারবাগ , ছনবন ও রাম ঠাকুর আশ্রমে এই পানীয় জলের ব্যবস্থা করার ফলে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা । মন্ত্রী বলেন, আজ মোট তিনটি পাম্প হাউজের উদ্বোধন করা হয়েছে তাতে করে সাধারণ মানুষ এবার পানীয় জলের সমস্যা থেকে নিস্তার পাবে। গোটা অনুষ্ঠানকে