Home » রামনগরের গো মাফিয়া লিটন দাস ওরফে নান্টু পুনরায় মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা।

রামনগরের গো মাফিয়া লিটন দাস ওরফে নান্টু পুনরায় মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা।

by admin

ধর্মনগর প্রতিনিধি
রামনগরের গো মাফিয়া লিটন দাস ওরফে নান্টু পুনরায় মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা। বৃহস্পতিবার ভোর রাতে ধর্মনগর থানার পুলিশ এর হাতে আটক মহিষ বুঝাই গাড়ি। আটক করা হয়েছে দুই পাচারকারী। জানা গেছে পাচারকালে তাদেত আনন্দবাজার নাকা থেকে পুলিশ আটক করে। ধৃতদের বাড়ি উদয়পুরে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে এসেছে পানিসাগর থানার রামনগর এলাকার লিটন দাস ওরফে নান্টু এর নাম। কুখ্যাত এই গো মাফিয়া বিগত বেশ কিছু দিন ধরে পলাতক ছিল, গুলাবি নোটে গন্ধে বিভিন্ন হোয়াইট কলার কর্তাব্যক্তিরা ম্যানেজ হয়ে তাকে আবারও এই অবৈধ পাচার বানিজ্য শুরু করতে মদত যোগানোর ফলে এই কুখ্যাত লিটন ওরফে নান্টু আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। মিজোরাম হয়ে বিদেশি গরু মহিষ রাজ্যে নিয়ে আসা হয় দামছড়া হয়ে অবৈধ ভাবে পরবর্তীতে সে গুলি পানিসাগরের রামনগরে রেখে পাচার করা হয় সোমামুড়া বক্সনগর বিশালগড়, উদয়পুর ইত্যাদি জায়গায় বাংলাদেশে পাচারের লক্ষ্যে। গুরু পাচারের বানিজ্যে জড়িয়ে অনেকেই কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু আজ ভোড় রাতে পুলিশের তৎপরতায় ধরা পরে যায় মহিষ বোঝাই বলেরো গাড়িটি।

You may also like

Leave a Comment