Home » উদয়পুর চন্দ্রপুরে গড়ে উঠবে মেডিকেল কলেজ , ঘুরে দেখলেন বিধায়ক

উদয়পুর চন্দ্রপুরে গড়ে উঠবে মেডিকেল কলেজ , ঘুরে দেখলেন বিধায়ক

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বর্তমান বিজেপি – আইপিএফটি জোট সরকার রাজ্যে ক্ষমতা এসে প্রথম থেকেই এই রাজ্যকে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত করার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।‌ কখনো কেন্দ্রীয় মন্ত্রী আবার কখনো রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে মন্ত্রিপরিষদ ও বিভিন্ন বিধায়করা । বিভিন্ন জেলায় স্বাস্থ্য ক্ষেত্রে নাগরিকদেরকে সুবিধা দিতে ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে ছোট বড় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র । এছাড়া রাজ্য ছেড়ে বহি:রাজ্যে বিভিন্ন ছাত্র-ছাত্রীরা নার্সিং ও ডাক্তারি পড়ার জন্য পারি দিচ্ছে । এদিকে লক্ষ্য রেখে বর্তমান রাজ্য সরকার গোমতী জেলার উদয়পুর চন্দ্রপুরে একটি মেডিকেল কলেজ গড়ে তোলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। ‌ এদিকে রাজ্যের শিক্ষার মানকে একটি বিশেষ জায়গায় পৌঁছে দিতে সর্বদা কাজ করে যাচ্ছেন বর্তমান রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। তারই ফলস্বরূপ রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে মেডিকেল লাইনে পড়াশোনা করার জন্য বহি:রাজ্যে না যেতে হয় এবং কম খরচের মধ্যে তারা মেডিকেল লাইনে পড়তে পারে সেই দিকে লক্ষ্য রেখে গোমতী জেলার অন্তর্গত মাতাবাড়ি বিধানসভার চন্দ্রপুর সিনথেটিক স্টেডিয়ামের পাশে একটি মেডিকেল কলেজ তৈরি হবে। মেডিকেল কলেজটির তৈরি হওয়ার পর এই জেলা সহ গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা অতি অনাহাসে মেডিকেল লাইনে পড়তে পারবে। রবিবার দুপুরে চন্দ্রপুর সিনথেটিক স্টেডিয়ামের পাশে মেডিকেল কলেজের সংশ্লিষ্ট জায়গাটি কলেজের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধি সহ পরিদর্শন করেন বিধায়ক অভিষেক দেবরায়। এই খবর চন্দ্রপুর এলাকায় ছড়িয়ে পড়তে খুশির জোয়ার সাধারণ মানুষের মধ্যে ।

You may also like

Leave a Comment