প্রতিনিধি। তেলিয়ামুড়া।১৮ই ফেব্রুয়ারী।পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত ১১২ বোতল ফেন্সিডিল সহ আটক তিন বহিঃ রাজ্যের যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশন সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে,, তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে গোপনে খবর আসে বহিঃ রাজ্যের রেলে করে তিন যুবক তেলিয়ামুড়া রেল স্টেশনে নেমে গাড়ি যুগে আগরতলায় নেশা সামগ্রী নিয়ে পাড়ি দিচ্ছে। সেই প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি অভিযান চালিয়ে বহিঃ রাজ্যের সন্দেহজনক তিন যুবককে আটক করে তল্লাশী চালায়। তল্লাশী কালে তাদের কাছ থেকে মোট ১১২ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ জানিয়েছে বাজেয়াপ্তকৃত ফেন্সিডিলের আনুমানিক কালো বাজার মূল্য প্রায় ৬৭,০০০ টাকার উপরে। তাছাড়া পুলিশ তিন যুবক যথাক্রমে রাজারাম কুমার,রঞ্জিত মুন্সি, কানাইয়া ঠাকুর’কে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে বিহারের পাটনা থেকে ফেন্সিডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল।
যদিও জনমনে প্রশ্ন, কোথায় তেলিয়ামুড়া জি.আর.পি পুলিশ? তাদের নাকের তলায় দিনের পর দিন যেভাবে নেশা সামগ্রী পাচার হচ্ছে সেক্ষেত্রে তাদের ভূমিকাই বা কি? যদিও তেলিয়ামুড়া রেলস্টেশন এলাকার নির্ভরযোগ্য সূত্রের খবর, বিশাল অর্থ রফা-দফার মাধ্যমে প্রায় প্রতিদিন নিয়ম করে বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পাচারে অপ্রত্যক্ষ মদত দিয়ে যাচ্ছে।
পাচারকালে আটক নেশা সামগ্রী সহ বহিরাজের তিন যুবক।
130