Home » সরস্বতী মূর্তি বিতর্কের ঘটনা নিয়ে ত্রিপুরা আর্ট সোসাইটির নিন্দা প্রকাশ

সরস্বতী মূর্তি বিতর্কের ঘটনা নিয়ে ত্রিপুরা আর্ট সোসাইটির নিন্দা প্রকাশ

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ত্রিপুরা আর্ট সোসাইটি ত্রিপুরা তথা ত্রিপুরার বাইরে প্রত্যেকটা আর্ট স্কুলে সনাতন ধর্মের নিয়ম-নীতি মেনে চিরাচরিত প্রথা অনুসারে সরস্বতী পূজা করেছে।এই সরস্বতী পুজোতে আর্ট স্কুলের প্রত্যেক ছাত্র-ছাত্রী,অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা সহ সকলকে নিয়ে মহা সমারোহে পূজা অনুষ্ঠিত হয়।কিন্তু আজ হঠাৎ ত্রিপুরা আর্ট সোসাইটি সদস্যদের চোখে পড়ে ফেইসবুক পেইজ থেকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করা হয়।গতকাল আগরতলায় যে সরস্বতী পুজো হয়েছিল সেখানে স্বর্গের নর্তকীর সাথে তুলনা করা হয়েছে মা সরস্বতীকে।সেটা নাকি ত্রিপুরা আর্ট সোসাইটির শিক্ষকরা বানিয়েছে।অযথা ত্রিপুরা আর্ট সোসাইটিকে কালিমালিপ্ত করার জন্য হয়তো কোন প্রকারের চক্রান্ত করা হচ্ছে বলে ত্রিপুরা আর্ট সোসাইটি মনে করে।এই বিষয়ের প্রতিবাদ জানিয়ে আজ সন্ধ্যায় কৈলাসহর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ত্রিপুরা আর্ট সোসাইটি কর্তৃপক্ষ।সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি কপিল কান্তি দাস বলেন এই ধরনের কোন কার্যকলাপে কোনদিন লিপ্ত ছিল না,লিপ্ত নেই এবং ভবিষ্যতেও থাকবে না আর্ট সোসাইটি।কারণ ত্রিপুরা আর্ট সোসাইটি ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি সনাতন ধর্ম বা ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি সনাতন ধর্মের নিয়ম-নীতি মেনেই কাজ করে এবং সংস্কৃতি চর্চা করে।আমরা এই ধরনের কার্যকলাপ বা চক্রান্তকে ধিক্কার এবং তীব্রভাবে নিন্দা জানাই।যে কেউই এই ধরনের চক্রান্ত বা আমাদেরকে সমাজের বুকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে আমরা ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে আইনি পদক্ষেপ নিয়েছি।সংশ্লিষ্ট ঘটনা নিয়ে কৈলাসহর থানায় মামলা দায়ের করেছে ত্রিপুরা আর্ট সোসাইটি কর্তৃপক্ষ।তারা জানান আইনের প্রতি আমাদের ভরসা এবং আস্থা আছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির রাজ্য সভাপতি কপিল কান্তি দাস,সোসাইটির সহ-সম্পাদক বিনয় দে এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য ইকবাল হোসেন সহ ত্রিপুরা আর্ট সোসাইটির অন্যান্য সদস্যরা।

You may also like

Leave a Comment