120
প্রতিনিধি , উদয়পুর :-
দুর্ঘটনা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে উদয়পুরে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মাতারবাড়ি বাইপাসে মুখোমুখি সংঘর্ষ ঘটে স্কুটি ও বাইকের । এই দুর্ঘটনায় বাইপাস জাতীয় সড়কে মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয় সড়ক। পরবর্তী সময় এই দুর্ঘটনার খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। বাইক ও স্কুটির দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে যায় মাতারবাড়ির বাইপাস জাতীয় সড়কে । পরে আহতদেরকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । অগ্নি নির্বাপক দপ্তরের সূত্রের খবর , বর্তমানে আহত দীপেশ দাস ও দীপেন পাল আহত অবস্থায় টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।