প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর প্রেসক্লাব এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় কৈলাসহর মহকুমার ২৭টি স্কুলের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মধ্যে সাজেশন বই তুলে দেওয়া হয়েছে। আগামী মাস থেকেই শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা।গ্রামীন এলাকায় মেধাবী অথচ দুস্থ এমন ৩ শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে সাজেশন বই তুলে দেওয়া হয়েছে।এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়,ভাইস চেয়ারপারসন নীতিশ দে,মহকুমা শাসক প্রদীপ সরকার,জেলা শিক্ষা আধিকারীক প্রশান্ত কিলিকদার,বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ সংস্থার কর্ণধার মনোজ রায় এবং সদর জেলা কো-কনভেনার বিপ্লব চক্রবর্তী।অনুষ্ঠান মঞ্চে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জামাল উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী।যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত কৈলাসহর মহকুমার প্রত্যন্ত এলাকার যে সমস্ত দুস্থ ছাত্র-ছাত্রীরা সাজেশন বই কিনতে পারেনা তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে এই সাজেশন বই। যেখানে মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য সকল বিষয় এবং উচ্চমাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা এবং ইংরেজি বিভাগের সাজেশন বই তুলে দেওয়া হয়েছে।এখানে উল্লেখ্য যে, কৈলাসহর প্রেসক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে থাকে।বৃক্ষরোপণ,রক্তদান শিবির,দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে বইখাতা বিতরণ,বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে যুক্ত রয়েছে প্রেসক্লাব।আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সাজেশন বই হাতে পাওয়ার পর খুশি প্রকাশ করেছেন ছাত্রছাত্রীরা।
142