ধর্মনগর প্রতিনিধি।
মঙ্গলবার সকাল থেকে বটরসই এলাকা একের পর এক মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। আহত ৬ জনকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করানো হয়। পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর নিজে পুলিশ বাহিনী নিয়ে সম্পূর্ণ ঘটনা নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনা পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার বিবরণে জানা যায় বটরসিতে আব্দুল মালিকের বাড়িতে বেশ কিছু পরিযায়ী শ্রমিক যারা রাস্তায় হকারি করে মহিলাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে তারা ভাড়া থাকে। এলাকায় একজন মহিলার চায়ের দোকান রয়েছে। সেই চায়ের দোকানে সবাই চা পান করতে যায় এবং সেখান থেকেই ঘটনার সূত্রপাত। চায়ের দোকানের বচসাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে যারা উত্তর প্রদেশ থেকে এসে এখানে ভাড়া থাকে তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এমনকি শেষে প্রচন্ড মারপিটের শুরু হয়। মারপিটের ফলে মোহাম্মদ শাহরুখ খান ২৩ বছর পিতা মোঃ ইসরাইল বাড়ি উত্তরপ্রদেশের নিরপুরা, মোহাম্মদ ওসমান voice 20 বছর , পিতা মোঃ ইসলাম বাড়ি উত্তর প্রদেশের নিরপুরা, আব্দুল্লাহ বয়স ২৩ বছর পিতা হেরিস আজগার, বাড়ি উত্তরপ্রদেশের শ্যামলী এছাড়া আসিফ মিয়া ২০ বছর, আসিফ মিয়া ২১ বছর এবং আসিফ মিয়া ২৩ বছর গুরুতর আহত হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানা থেকে ওসি নাড়ুগোপাল দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে উপস্থিত হয়। একই সাথে খবর পেয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অন্যান্য পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় যান এবং পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। এলাকায় পুনরায় যাতে গন্ডগোল না হয় তার জন্য পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে এবং পুলিশ সুপার স্বয়ং ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন। সকালের এই হঠাৎ করে মারপিট রক্তারক্তিতে এলাকায় একটা স্তব্ধতার ভাব নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে পরিযায়ী শ্রমিকদের সংঘর্ষে আহত ৬ জন ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি।
121
previous post