ধর্মনগর প্রতিনিধি।
বৃহস্পতিবার পানিসাগর মহকুমার তিলথৈ হাসপাতালে বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এই চক্ষু শিবিরের উদ্যোক্তা অলকা ভীষণ এবং সক্ষম সামাজিক সংস্থা। এই অনুষ্ঠানে অলকা ভিশনের উদ্যোগে জার্মান থেকে ডাক্তার এম এস পেট্রারা অ্যাপেল্ট উপস্থিত হন এছাড়া 12 জন চিকিৎসকের দল ব্যাঙ্গালোর থেকে এখানে উপস্থিত থেকে রোগীদের চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে যার যে ধরনের ফ্রেম পছন্দ সেই পছন্দ অনুসারে চশমা দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে মোট ১৯০ জন চক্ষু রোগের পরিষেবা গ্রহণ করে। তার মধ্যে ৭২ জনকে তাদের পছন্দ অনুযায়ী ফ্রেম দিয়ে চশমা প্রদান করা হয়। ২৩ জনকে বাছাই করে ক্যাটারাক্ট এর জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলতে সক্ষমের সহ-সভাপতি চন্দন সোম এবং রাজ্যের সক্ষমের যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস উপস্থিত থেকে সাধারণ গ্রামবাসীদের সুবিধা ও অসুবিধার কথা শুনেন এবং কেমন করে তাদেরকে আরো ভালো পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণ করেন। রাজ্যের গ্রাম গ্রামান্তরে চক্ষু রোগ বিশেষজ্ঞ খুবই কম থাকায় মানুষের আর্থিক অবস্থা এবং অসুবিধার কথা বিবেচনা করে সক্ষম সামাজিক সংস্থা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও তাদের কাজ অব্যাহত রাখবে বলে সক্ষম সামাজিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
অলকা ভিশন এবং সক্ষম সামাজিক সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার তীলথৈ হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
121
previous post