ধর্মনগর প্রতিনিধি।
গাছের কাঁটা লক উপরে পড়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম সাধু ভূমিজ (২২) পিতা মঙ্গল ভূমিজ বাড়ি কৈলাশহর মূর্তিছড়া চা বাগান এলাকায়। ঘটনাটি সংগঠিত হয়েছে কদমতলা থানাধীন রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেরিবস্তি ১নং ওয়ার্ড এলাকায়। কদমতলা থানার সেকেন্ড অফিসার আর সাংমা ও মৃতার বোনের শশুর অর্জুন ভূমিজ জানান রানী বাড়ি এক নং ওয়ার্ড এলাকায় জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসার সময় গাছের কাঁটা লক সাধু ভূমিজের উপরে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয় সাধু ভূমিজ। পরবর্তীতে তাকে প্রত্যক্ষদর্শীরা সহ তার বোন জামাই অভিমুন্য ভূমিজ (অরুন) সহ তার সাথে থাকা বিজিত কৈবর্ত্য নামে অপর যুবক নিয়ে যায় ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্মরত চিকিৎসক সাধু ভূমিজকে মৃত বলে ঘোষণা করেন। ব্রজেন্দ্রনগর হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় কদমতলা থানায়। কদমতলা থানা থেকে ছুটে যান সেকেন্ড অফিসার আর সাংমা। সেখান থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে।বর্তমানে মৃতদেহ কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রয়েছে । আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত করছে কদমতলা থানার পুলিশ।
গাছের কাঁটা লক উপরে পড়ে মৃত্যু এক যুবকের।
125
previous post