Home » মন্ত্রীর হাত ধরে নেশা মুক্তি কেন্দ্রের উদ্বোধন আরজিএমে

মন্ত্রীর হাত ধরে নেশা মুক্তি কেন্দ্রের উদ্বোধন আরজিএমে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-বেসরকারীভাবে ঊনকোটি জেলায় একাধিক থাকলেও আজ সরকারীভাবে আরজিএম হাসপাতালের বহির্বিভাগের দ্বিতলে নেশা মুক্তি কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। এনিয়ে ভার্চুয়ালি মোট ৪১ টি নেশা আসক্তি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল নালন্দা হল থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার।ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও দপ্তরের ডিরেক্টর সহ অন্যান্য অধিকর্তারা।আরজিএম হাসপাতালে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,সহকারি সভাধিপতি শ্যামল দাস,পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়,জেলাশাসক রাজীব দত্ত,মহকুমা শাসক প্রদীপ সরকার,ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত মুখ্য চিকিৎসা আধিকারিক শঙ্খ শুভ্র দেবনাথ ও আরজিএম হাসপাতালে এস ডি এম ও পাপিয়া রুদ্র পাল সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবাংলা ও ত্রিপুরার স্টেট কোর্ডিনেটর গুঞ্জন শর্মা।ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন বর্তমান যুবসমাজ দিন দিন নেশার দিকে ধাবিত হয়ে যাচ্ছে।এই যুবসমাজকে নেশা মুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের পনেরো আগস্ট নেশা মুক্ত ভারত গড়ার ডাক দেন।এই নেশা মুক্ত ভারত গড়ার অভিযানে ইতিমধ্যে এগারো কোটি লোক জড়িত হয়েছে।আগামী দিনে একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন তিনি। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ত্রিপুরা সরকারের উদ্যোগে এই কেন্দ্রটি চালু হোওয়ায় উপকৃত হবেন বহু মানুষ।এই কেন্দ্রের ফলক উন্মোচনের পর মন্ত্রী শ্রী রায় সোজা চলে যান পুর পরিষদের উদ্যোগে পাইতুরবাজার এলাকায় নতুন শেডের জায়গা পরিদর্শনে।

You may also like

Leave a Comment