Home » অলকা ভিশন ইভএবং সক্ষম এর উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের অদ্ভুত উদ্বোধন হলো বড়ুয়াকান্দিতে।

অলকা ভিশন ইভএবং সক্ষম এর উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের অদ্ভুত উদ্বোধন হলো বড়ুয়াকান্দিতে।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বুধবার ধর্মনগরের বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের আলগাপুর কমিউনিটি হলে বিনামূল্যে দুই দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্যোক্তা অলকা ভিশন এবং সক্ষম সামাজিক সংস্থা। দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরের উদ্বোধন করেন ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামল নাথ, জার্মান থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ মিসেস পেটরা এপেল্ট, অলকা ভিশনের মুখ্য ডাক্তার প্রেমজিত মুদবিড্রি, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডক্টর জসবির সিং, সক্ষম সামাজিক সংস্থার রাজ্য যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস, আরএসএসের উত্তর জেলা সেবা প্রমুখ মনোজ দে, ডক্টর প্রেম পেট্রা, এলাকার গ্রাম প্রধান কৃপায় সিন্ধু মালাকারসহ অন্যান্য বিশিষ্টজনের। সকাল ১১ টায় এই শিবিরের উদ্বোধন হয় মোট 400 জন চক্ষুর চিকিৎসার জন্য নির্ধারিত করে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং পাশাপাশি চশমা প্রদান করা হয়। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিল থৈ হাসপাতালে পরবর্তী শিবির অনুষ্ঠিত হবে। সক্ষম এর পক্ষে যুগ্ম সম্পাদক রাজীব বিশ্বাস জানান উত্তর জেলায় মাত্র একজন চক্ষু বিশেষজ্ঞ রয়েছেন তাই গ্রামের মানুষদের সঠিকভাবে পরিষেবা দেওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। গ্রামের মানুষের কথা ভেবে এবং তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে এই ধরনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এই সংস্থার পক্ষ থেকে কিছুদিন পূর্বে ধর্মনগর টাউন হলে যারা কানে শুনতে পায় না তাদেরকে শ্রবণ যন্ত্র দেওয়া হয়েছিল। যারা দিব্যাঙ্গ তাদের জন্য এই সংস্থা কাজ করে চলেছে। আগামী দিনে ৪০-৫০ জনকে বেছে তাদেরকে হুইলচেয়ার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এই সংস্থা।

You may also like

Leave a Comment