প্রতিনিধি মোহনপুর:-অবৈধভাবে বালুতলার স্থানে হানা দিল মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। বুধবার লেফুঙ্গা ব্লকের অন্তর্গত বীর মোহন এলাকায় অবৈধভাবে বালি তোলার কাজে ব্যবহৃত তিনটি মোটর বাজেয়াপ্ত করল মহাকুমা শাসক। এই ধরনের অবৈধ বালি তোলার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন মহাকুমা শাসক।
মোহনপুর মহকুমা এলাকার অন্তর্গত লেফুঙ্গা ব্লকের অধীন বীর মোহন এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালি তুলে যাচ্ছে কতিপয় অবৈধ ব্যবসায়ী। যার ফলে ব্যাপক প্রভাবিত হয়েছে যাতায়াতের রাস্তা এবং চাষের জমি। এই সমস্যা নিরসনে অবশেষে মাঠে নামলো মহকুমা শাসক। বুধবার এই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি তোলার ক্ষেত্রে ব্যবহার করা তিনটি মেশিন বাজেয়াপ্ত করা হয়। এদিন মহকুমা শাসক জানান এই এলাকাতে বিনা অনুমতিতে অবৈধভাবে বালি তোলার কাজে ব্যস্ত ছিল বালি দস্যুরা। তাদের বিরুদ্ধে এদিন যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগামী দিনেও এলাকাতে এই ধরনের উদ্যোগ জারি থাকবে।
বীরমোহনে অবৈধভাবে বালি তোলার কাজে ব্যবহৃত মোটর বাজেয়াপ্ত করল মহকুমা শাসক
95
previous post