Home » টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন

টেলিমেডিসিন সেন্টারের উদ্বোধন

by admin

প্রতিনিধি কৈলাসহর:-মোবাইল ফোন কিংবা ডিজিটাল ব্যাবস্থার মাধ্যমে চিকিৎসা পরিষেবা আজ সকলের হাতের মুঠোয়।এই ডিজিটাল ব্যাবস্থাকে আরও আধুনিকিকরন করার লক্ষে রবিবার সকাল ১১টা নাগাদ কৈলাসহরে বেসরকারিভাবে টেলি মেডিসিন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্বজিৎ ফার্মেসী কমপ্লেক্সে। এই আধুনিক টেলি মেডিসিন সেন্টারের সূচনা করেন সিস্টেম কোর্ডিনেটর রাহুল দাস।তিনি জানান আধুনিক ব্যস্ততার যুগে অসুস্থ রোগী তাৎক্ষণিকভাবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সুস্থ হতে চান।এক্ষেত্রে টেলি মেডিসিন খুবই সহায়ক।কোভিড চলাকালীন সময়ে যেভাবে রোগীরা দূরত্বে থেকে স্বাস্থ্য পরিষেবা নিয়েছে সেক্ষেত্রে ডাক্তাররা বহুদূর থেকে রোগীর সাথে বড় এলইডি স্ক্রিনে কথাবার্তা বলে প্রেসক্রিপশন দিচ্ছেন এই ব্যাবস্থার মাধ্যমে।তিনি বলেন এই টেলি মেডিসিন সেন্টারে সমস্ত ধরনের বিভাগের ডাক্তাররা নিয়মিত পরিষেবা দেবেন।আজ এই বেসরকারী সেন্টারে প্রায় চল্লিশ জন মানসিক ও স্নায়ুরোগ রোগী বিশেষজ্ঞ ডাঃ বাপ্পাদিত্য রায়ের চিকিৎসা পরিষেবা গ্ৰহন করেছেন।

You may also like

Leave a Comment