প্রতিনিধি, বিশালগড়,
বিশালগড় পুর পরিষদ এবং ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। রবিবার বিশালগড় নিউ টাউন হলে আয়োজিত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, হেপাটাইটিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: প্রদীপ ভৌমিক, বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা: জে এম দাস প্রমুখ। রাজ্যের একঝাক খ্যাতনামা চিকিৎসক স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ঔষধ প্রদানের পাশাপাশি বিনামূল্যে রক্ত পরিক্ষা, ইসিজি, সনোগ্রাফির ব্যবস্থা ছিল। তিন শতাধিক নাগরিক এদিন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন প্রতি ছয় মাস অন্তর পুর পরিষদের সাফাই কর্মীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এবার এই শিবিরে সাধারণ মানুষের পাশাপাশি সাফাই কর্মীরা উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করার সুযোগ পেয়েছে। তিনি বলেন এমন বৃহৎ পরিসরে স্বাস্থ্য শিবির এই প্রথম হয়েছে বিশালগড়ে। আগামীদিনেও এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে। হেপাটাইটিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা প্রদীপ ভৌমিক বলেন এই শিবিরের মাধ্যমে অনেক জটিল রোগের চিকিৎসা হবে। রোগ নির্ণয় হলে রোগীদের হাসপাতালে নিয়ে পরবর্তী চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী এ শিবির করায় পুর পরিষদ এবং ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
বিশালগড়ে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত
138
previous post