Home » কৈলাসহর ব্লাড ডোনার এসোর উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে ২ শতাধিক রক্তদান

কৈলাসহর ব্লাড ডোনার এসোর উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে ২ শতাধিক রক্তদান

by admin

প্রতিনিধি কৈলাসহর:-রক্তের প্রয়োজন মেটাতে ১৯৯৭ সাল তৈরী করা হয়েছিলো কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন।সে সময় তেমন বেশি উদ্যোগী এগিয়ে না আসলেও মুষ্টিমেয় কয়েকজনের হাত ধরে ধীরে ধীরে রক্তদান জন আন্দোলনের রুপ নেয়।মুমুর্ষু রোগীর রক্তের প্রয়োজনে যাতে রক্তদানে মানুষ এগিয়ে আসেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে বাড়ানো হয় বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী।তৎকালীন সময়ে রক্তদানের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম কিংবদন্তি মহাপুরুষ হিমাংশু শেখর সোম বিশেষ ভূমিকা নেন।কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধীরে ধীরে মুমূর্ষ রোগীদের জন্য হাত বাড়িয়ে দেন শহর সহ গ্রামের অনেক রক্ত দাতাও।প্রায় ২৭ বৎসরের অতীতের সকল রেকর্ড ভেঙ্গে এবারকার প্রজাতন্ত্র দিবসে দুই শতাধিক রক্তদাতা নিয়ে রক্তদান কর্মসূচি একটি স্বর্নোজ্জ্বল ইতিহাস নির্মাণ করেছে এসোসিয়েশন।নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর ডিসেম্বর মাসের মধ্যেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে ৬টি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়।সেই ক্যাম্প গুলো থেকে প্রায় ১৩০ ইউনিট রক্ত সংগ্রহ করা হলেও ঊনকোটি জেলা হাসপাতালে প্রতিদিনের রক্তের চাহিদা মেটাতে রোজ কোনোনা কোনো ভাবে জরুরীকালীন ডোনারের মাধ্যমে রক্তদানে এগিয়ে আসছেন কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যারা।এক তথ্য অনুযায়ী,ঊনকোটি জেলা হাসপাতালে যেখানে প্রায় প্রতিদিন ৯ থেকে ১০ ইউনিট রক্তের প্রয়োজন হয় সেখানে কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রায় ৬/৭ ইউনিট রক্ত প্রতিদিন দিচ্ছে। আর এই কাজে অ্যাসোসিয়েমনের পক্ষে বিশেষ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সভাপতি অনুপম পাল সম্পাদক শুভাশিস চৌধুরী সহ উপদেষ্টা কমিটির সদস্য সঞ্জীব চৌধুরী,সমীর দাস সহ অন্যান্যরা।প্রজাতন্ত্র দিবসের দিনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,জেলা শাসক রাজীব দত্ত,জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর,পুর পরিষদের চেয়ারপার্সন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।নব গঠিত কমিটির প্রশংসা করেন মন্ত্রী টিংকু রায়।তিনি বলেন বর্তমান কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন যেভাবে মুমূর্ষ রোগীদের পাশে দাড়িয়ে প্রতিদিন কাজ করছে সেটা সত্যিই প্রশংসনীয়। আগামী দিনেও এই কর্মকান্ড জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন।কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সভাপতি অনুপম পাল জানান মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পকে কেন্দ্র করে একপ্রকার উৎসবের মেজাজে সকলেই রক্তদান করেন এবং সকলের মিলিত প্রয়াসে ২০২ ইউনিট রক্ত দান করেন রক্তদাতারা।এই উদ্যোগকে সফল করতে গো-গ্রীণ ভোলান্টিয়ার,স্বপ্ন ছোঁয়া,লায়ন্স ক্লাব,বিফিটএন্ড ফিট আদার্স সহ বিশেষ ভূমিকা নেন আসাম রাইফেলের ২৮নং ব্যাটেলিয়ন ও বিএসএফ এর ১৯৯ ব্যাটেলিয়ন।

You may also like

Leave a Comment