Home » পূর্ব দাতারামে ওয়াজ মাহফিলে বস্ত্র দান

পূর্ব দাতারামে ওয়াজ মাহফিলে বস্ত্র দান

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব দাতারাম জামে মসজিদের যুবসমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার সন্ধারাতে । এই ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন জালাল খেদমত আল ইনসানের ফাউন্ডেশনের কর্ণধার জালাল মিঞা। তিনি নিজ উদ্যোগে জাতি ও জনজাতি লোকজনের মধ্যে শীতবস্ত্র , মহিলাদের মধ্যে শাড়ি ও পুরুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন । এইদিন ২৫০ জনকে দেওয়া হয় বস্ত্র । পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জালাল মিঞা বলেন , সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মেয়েদেরকে অতি কম বয়সে বিয়ে দেওয়া হয় । এর ফলে ব্যাঘাত ঘটে পড়াশুনায় । তিনি আবেদন রাখেন সংখ্যালঘু সম্প্রদায়ের অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্যে আগামী দিনে তাদের সন্তানকে যাতে সুশিক্ষায় আরো বড় করে তোলা যায় সেই দিকে নজর দেওয়ার জন্য। এদিনের বস্ত্র বিতরণ কে কেন্দ্র করে এলাকার সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে উপজাতি পরিবারের সদস্যদের উপস্থিতি ছিলো সারা জাগানো ।

You may also like

Leave a Comment