Home » উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এলা মনি অ্যাসোসিয়েশন গঠন।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এলা মনি অ্যাসোসিয়েশন গঠন।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।।- গঠিত হল তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী দের এলামনি এসোসিয়েশন। রবিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের বি আর সি হল ঘরে এক সভার মধ্য দিয়ে এই এলামনি এসোসিয়েশন গঠিত হয়। উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ত্রিপুরা বিধান সভার মূখ্য সচেতক কল্যানী সাহা রায়, পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক পরিমল নন্দী, হরেন্দ্র দেব সহ অন্যান্যরা।
তেলিয়ামুড়া মহকুমার প্রাচীনতম বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম একটি বিদ্যালয় যার নাম তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজ রাজ্য, বহিরাজ্য এবং দেশের বাইরে ও প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্র ছাত্রীরা। কেও বিধায়ক, কেও পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিটা ক্ষেত্রের এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রয়েছে। প্রাক্তন দের এক সাথে করে আগামী দিনে এই বিদ্যালয় সহ সমাজের জন্য ভাল কিছু করার জন্য গঠিত হয় এই এলামনি । সভায় সর্বসম্মতি ক্রমে সভাপতি সজল ঘোষ, হরেন্দ্র দেব সহ পাচ জনের অফিস বেয়ারার কমিটি করা হয়। এছাড়াও এডভাইজারি কমিটিতে রয়েছেন বিধায়িকা কল্যানী সাহা রায়, পুর চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ দশ জন।এক্সেকিউটিভ কমিটি গঠিত হয় এগার জনের। সভা শেষে উপস্থিত সকলে তাদের স্মৃতি গুলো পুনরায় উজ্জীবিত করতে বিদ্যালয়ের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন, এবং ফটো শেসনে মিলিত হন।

You may also like

Leave a Comment