Home » চন্ডীপুর সংখ্যালঘু মোর্চার উদ্যোগে মেগা রক্তদান শিবির

চন্ডীপুর সংখ্যালঘু মোর্চার উদ্যোগে মেগা রক্তদান শিবির

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আজ ৫২ চন্ডীপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে সমরুরপাড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেগা রক্তদান শিবির অনুষ্টিত হয়েছে।এই রক্তদান শিবিরের উদ্ধোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন ৫২ চন্ডীপুর মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি জমির আলী,রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবস্বর আলী, কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়,বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর,ঊনকোটি জেলার বরিস্ট আইনজীবী সন্দীপ দেবরায়, বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দও,চন্ডীপুর মন্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা, এডভোকেট কামাল এম মছদ্দর সহ অন্যান্যরা। উল্লেখ্য,রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।রক্তদান শিবিরের উদ্ধোধনী অনুস্টান স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি জমির আলী বলেন যে,রক্তদানের উপর পৃথিবীতে আর কোনো বড় দান নেই।একটা সময় রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতেন না।কিন্তু রাজ্যে ২০১৮ সালে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নিজেরাই এগিয়ে আসছেন রক্তদান করার জন্য।রক্তদান শিবিরে পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন।এরমধ্যে ১৬ জন মহিলাও রক্তদান করেন। বলা যায় মহিলাদের এই অংশগ্ৰহন এযাবৎ কালের সর্বোচ্চ রেকর্ড।রক্তদান শিবিরের উদ্ধোধনী অনুস্টানে প্রাক্তন বিধায়ক মবস্বর আলী বলেন যে,ত্রিপুরা রাজ্যের যেসব বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি সেসব জায়গায় বিগত এক বছরের মধ্যে সংখ্যালঘু মোর্চার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির করে নি কিংবা করতে পারেনি।কিন্তু ব্যাতিক্রমী মন্ত্রী টিংকু রায়ের বাহান্ন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু মোর্চা।একুশ জানুয়ারি সমরুরপাড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির করা সহ বিগত ছয় মাদের মধ্যে দুইবার বাহান্ন চন্ডীপুর মন্ডল সংখ্যালঘু মোর্চা রক্তদান শিবির করেছে। অথচ বাহান্ন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস খুব বেশী নয়।ছয় মাসের মধ্যে দুইবার রক্তদান শিবির করার মধ্য দিয়ে সহজেই বুঝা যায় যে,মন্ত্রী টিংকু রায়ের বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু মোর্চা ভালো কাজ করছে এবং চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু মোর্চা সংগঠনও শক্তিশালী হচ্ছে বলে জানান প্রাক্তন বিধায়ক মবস্বর আলী।মোট ৫০ জন রক্তদাতা আজ স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেছেন।

You may also like

Leave a Comment